ETV Bharat / city

সনিকা মৃত্যু মামলায় অভিনেতা বিক্রমের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের চার্জ গঠন

author img

By

Published : Sep 15, 2020, 10:26 PM IST

সনিকা সিংহ চৌহানের মৃত্যু মামলায় বিক্রমের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলায় চার্জ গঠনের নির্দেশ দিলেন বিচারক ।

সনিকা
সনিকা

কলকাতা, 15 সেপ্টেম্বর: মডেল সনিকা সিংহ চৌহানের পরিবার-বন্ধু-বান্ধবদের দীর্ঘ লড়াই । প্রায় সাড়ে তিন বছর একটানা লড়াইয়ের পর অভিনেতা বিক্রমের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের চার্জ গঠন করার নির্দেশ দিলেন বিচারক । আজ আলিপুর জেলা আদালতের ষষ্ঠ অতিরিক্ত জেলা বিচারক পুষ্পল শতপতি বাদি-বিবাদি উভয় পক্ষের আইনজীবীর সওয়াল জবাব শোনার পর বিক্রমের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলায় চার্জ গঠনের নির্দেশ দেন ।

2017 সালের 29 এপ্রিল গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় মডেল সনিকার । অভিযোগ, তখন মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন টলিউড অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় । রাসবিহারী অ্যাভিনিউয়ের কাছে দুরন্ত গতিতে আসা সেই গাড়ি দুর্ঘটনার মুখে পড়ে । মাথায় গুরুতর চোট লাগে সনিকার । আহত হন বিক্রমও । সেই অবস্থাতেই বান্ধবীকে নিয়ে বাইপাসের ধারে একটি হাসপাতালে যান । কিন্তু বাঁচানো যায়নি সনিকাকে । সেই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে ছিল কলকাতার টলিপাড়ায় । ঘটনায় প্রাথমিকভাবে গাফিলতি জেরে মৃত্যুর মামলা দায়ের করা হলেও তদন্তে উঠে আসে অন্য রকম তথ্য । পরে এই মামলায় যোগ করা হয় অনিচ্ছাকৃত খুনের ধারা ।

2017 সালের 19 জুলাই এই মামলার চার্জশিট দায়ের করে পুলিশ । সেই চার্জশিটে বিক্রমের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ আনা হয়। এরপর হাইকোর্টের দ্বারস্থ হন বিক্রম । 10 মাস আগে সেই মামলা হাইকোর্ট ফের নিম্ন আদালতে ফেরত পাঠায়।

সেই মামলায় আজ চার্জ গঠন করল আলিপুর আদালত । মামলার সরকারি আইনজীবী জানিয়েছেন, বিক্রমের বিরুদ্ধে 279, 338, 427 এবং 304(ii) ধারায় চার্জ গঠনের নির্দেশ দিয়েছেন বিচারক ।

কলকাতা, 15 সেপ্টেম্বর: মডেল সনিকা সিংহ চৌহানের পরিবার-বন্ধু-বান্ধবদের দীর্ঘ লড়াই । প্রায় সাড়ে তিন বছর একটানা লড়াইয়ের পর অভিনেতা বিক্রমের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের চার্জ গঠন করার নির্দেশ দিলেন বিচারক । আজ আলিপুর জেলা আদালতের ষষ্ঠ অতিরিক্ত জেলা বিচারক পুষ্পল শতপতি বাদি-বিবাদি উভয় পক্ষের আইনজীবীর সওয়াল জবাব শোনার পর বিক্রমের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলায় চার্জ গঠনের নির্দেশ দেন ।

2017 সালের 29 এপ্রিল গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় মডেল সনিকার । অভিযোগ, তখন মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন টলিউড অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় । রাসবিহারী অ্যাভিনিউয়ের কাছে দুরন্ত গতিতে আসা সেই গাড়ি দুর্ঘটনার মুখে পড়ে । মাথায় গুরুতর চোট লাগে সনিকার । আহত হন বিক্রমও । সেই অবস্থাতেই বান্ধবীকে নিয়ে বাইপাসের ধারে একটি হাসপাতালে যান । কিন্তু বাঁচানো যায়নি সনিকাকে । সেই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে ছিল কলকাতার টলিপাড়ায় । ঘটনায় প্রাথমিকভাবে গাফিলতি জেরে মৃত্যুর মামলা দায়ের করা হলেও তদন্তে উঠে আসে অন্য রকম তথ্য । পরে এই মামলায় যোগ করা হয় অনিচ্ছাকৃত খুনের ধারা ।

2017 সালের 19 জুলাই এই মামলার চার্জশিট দায়ের করে পুলিশ । সেই চার্জশিটে বিক্রমের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ আনা হয়। এরপর হাইকোর্টের দ্বারস্থ হন বিক্রম । 10 মাস আগে সেই মামলা হাইকোর্ট ফের নিম্ন আদালতে ফেরত পাঠায়।

সেই মামলায় আজ চার্জ গঠন করল আলিপুর আদালত । মামলার সরকারি আইনজীবী জানিয়েছেন, বিক্রমের বিরুদ্ধে 279, 338, 427 এবং 304(ii) ধারায় চার্জ গঠনের নির্দেশ দিয়েছেন বিচারক ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.