কলকাতা, 8 মার্চ : প্রাক-দোলে অশ্লীলতার জেরে শিক্ষামন্ত্রীর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায় চৌধুরি । আর এতেই ক্ষুব্ধ রাজ্যপাল জগদীপ ধনকড় । বলেন, আইন অনুযায়ী ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একমাত্র আচার্যের কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেন । কিন্তু রাজভবনের কাছে কোনও পদত্যাগপত্র পাঠাননি তিনি ।
বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে আজ হাওড়ার শরৎ সদনের এক অনুষ্ঠানে যোগ দেন রাজ্যপাল ৷ সেই অনুষ্ঠান শেষে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমি কোনও পদত্যাগপত্র পাইনি ৷ আমি যা জেনেছি তা সংবাদমাধ্যমের থেকেই জেনেছি ৷ উপাচার্যের পদত্যাগপত্র গ্রহণ করা হবে কি না, সেই বিষয়ে একমাত্র সিদ্ধান্ত নিতে পারে আচার্য অর্থাৎ রাজ্যপাল । কোনও অবস্থাতেই শিক্ষামন্ত্রী এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন না ।"
তিনি আরও বলেন, "রাজ্যপালের ক্ষমতার পরিসরে শিক্ষামন্ত্রী কখনই ঢুকতে পারেন না । এটা ঠিক নয় ।" তবে সমস্যা সমাধানের জন্য শিক্ষামন্ত্রীর উদ্যোগের সঙ্গে সহমত প্রকাশ করেছেন তিনি ৷ বলেন, শিক্ষামন্ত্রীর জায়গায় থাকলে, শিক্ষার উন্নয়নের স্বার্থে তিনিও ওই একই সিদ্ধান্ত নিতেন । ভবিষ্যতে শিক্ষামন্ত্রীর সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে কথা বলবেন বলেও তিনি জানিয়েছেন ৷