ETV Bharat / city

PAC Chairman: পাবলিক অ্যাকাউন্টস কমিটির প্রথম বৈঠকেই গরহাজির কৃষ্ণ কল্যাণী - কৃষ্ণ কল্যাণী

পাবলিক অ্যাকাউন্টস কমিটির প্রথম বৈঠকেই অনুপস্থিত থাকলেন কৃষ্ণ কল্যাণী(PAC Chairman Krishna Kalyani) ৷ মুকুল রায় পদত্যাগ করার পর রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী গত কয়েকদিন আগেই পিএসি বা পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন ।

Chairman Krishna Kalyani not present in PAC meeting
PAC Chairman
author img

By

Published : Jul 6, 2022, 8:23 PM IST

Updated : Jul 6, 2022, 8:46 PM IST

কলকাতা, 6 জুলাই: একই বিতর্ক তৈরি হয়েছে তাঁকে নিয়েও । দায়িত্ব গ্রহণ করে পূর্বসূরির পথেই হাঁটলেন কৃষ্ণ কল্যাণী (PAC Chairman Krishna Kalyani)। পাবলিক অ্যাকাউন্টস কমিটির প্রথম বৈঠকেই উপস্থিত থাকলেন না তিনি ৷

বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্টস কমিটির দায়িত্ব দেওয়া হয়েছিল । চেয়ারম্যান হিসাবে তিনি বিধানসভায় বেশিরভাগ সময় অনুপস্থিত থেকেছেন । সেজন্য কমিটির অন্যান্য সদস্যদের একাংশের ক্ষোভ ছিল তাঁর ওপর । অধিকাংশ সময়ে মুকুল রায়ের অবর্তমানে চেয়ারম্যানের দায়িত্ব সামলাতেন তৃণমূল বিধায়ক তাপস রায় । এবার চেয়ারম্যান বদলের পরেও পুরনো সেই 'রোগের' বদল হল না ।

মুকুল রায় পদত্যাগ করার পর রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী গত কয়েকদিন আগেই পিএসি বা পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন । নতুন চেয়ারম্যান হওয়ার পর প্রথম দিনেই বৈঠকে উপস্থিত রইলেন না কৃষ্ণ কল্যাণী । তাঁর অনুপস্থিতিতে কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় দায়িত্ব সামলান ।

এদিন এই বিষয় নিয়ে রায়গঞ্জের বিধায়কের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোনে জানান, মিটিংয়ে রয়েছেন । বিস্ময়করভাবে এই মিটিং পাবলিক অ্যাকাউন্টস কমিটির নয় । এদিকে কৃষ্ণ কল্যাণীকে পাবলিক কমিটির চেয়ারম্যান করা নিয়ে দিনভর সরগরম ছিল রাজ্য বিধানসভা । রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর নিয়োগ নিয়ে আদালতে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন । এক্ষেত্রে অধ্যক্ষের প্রতি অনাস্থা দেখিয়ে রাজ্যের প্রধান বিরোধী দলনেতা বলেছেন, "বিধানসভার সিদ্ধান্ত বিধানসভায় নেওয়া হয় না । বরং তা নেন মমতা বন্দ্যোপাধ্যায় । সে কারণেই আদালতের পথে যেতে বাধ্য হচ্ছি আমরা ।"

আরও পড়ুন: কৃষ্ণ কল্যাণীই হলেন বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান

বিরোধী দলনেতার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, "বিরোধী দল সমস্ত বিষয় ঠেলতে ঠেলতে আদালতে নিয়ে যাচ্ছে । তাহলে কি ওদের জন্য রাজ্যে রাজনৈতিক জায়গা সংকীর্ণ হয়ে যাচ্ছে ? পিএসি নিয়ে ওদের কোনও সুপারিশ গ্রহণ বাধ্যতামূলক নয় । আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি পিএসি নিয়ে । এটি পুরোপুরি স্পিকারের নিজস্ব বিষয় । এরপর তারা যেখানে খুশি যেতে পারে ।"(Chairman Krishna Kalyani not present in PAC meeting)

কলকাতা, 6 জুলাই: একই বিতর্ক তৈরি হয়েছে তাঁকে নিয়েও । দায়িত্ব গ্রহণ করে পূর্বসূরির পথেই হাঁটলেন কৃষ্ণ কল্যাণী (PAC Chairman Krishna Kalyani)। পাবলিক অ্যাকাউন্টস কমিটির প্রথম বৈঠকেই উপস্থিত থাকলেন না তিনি ৷

বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্টস কমিটির দায়িত্ব দেওয়া হয়েছিল । চেয়ারম্যান হিসাবে তিনি বিধানসভায় বেশিরভাগ সময় অনুপস্থিত থেকেছেন । সেজন্য কমিটির অন্যান্য সদস্যদের একাংশের ক্ষোভ ছিল তাঁর ওপর । অধিকাংশ সময়ে মুকুল রায়ের অবর্তমানে চেয়ারম্যানের দায়িত্ব সামলাতেন তৃণমূল বিধায়ক তাপস রায় । এবার চেয়ারম্যান বদলের পরেও পুরনো সেই 'রোগের' বদল হল না ।

মুকুল রায় পদত্যাগ করার পর রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী গত কয়েকদিন আগেই পিএসি বা পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন । নতুন চেয়ারম্যান হওয়ার পর প্রথম দিনেই বৈঠকে উপস্থিত রইলেন না কৃষ্ণ কল্যাণী । তাঁর অনুপস্থিতিতে কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় দায়িত্ব সামলান ।

এদিন এই বিষয় নিয়ে রায়গঞ্জের বিধায়কের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোনে জানান, মিটিংয়ে রয়েছেন । বিস্ময়করভাবে এই মিটিং পাবলিক অ্যাকাউন্টস কমিটির নয় । এদিকে কৃষ্ণ কল্যাণীকে পাবলিক কমিটির চেয়ারম্যান করা নিয়ে দিনভর সরগরম ছিল রাজ্য বিধানসভা । রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর নিয়োগ নিয়ে আদালতে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন । এক্ষেত্রে অধ্যক্ষের প্রতি অনাস্থা দেখিয়ে রাজ্যের প্রধান বিরোধী দলনেতা বলেছেন, "বিধানসভার সিদ্ধান্ত বিধানসভায় নেওয়া হয় না । বরং তা নেন মমতা বন্দ্যোপাধ্যায় । সে কারণেই আদালতের পথে যেতে বাধ্য হচ্ছি আমরা ।"

আরও পড়ুন: কৃষ্ণ কল্যাণীই হলেন বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান

বিরোধী দলনেতার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, "বিরোধী দল সমস্ত বিষয় ঠেলতে ঠেলতে আদালতে নিয়ে যাচ্ছে । তাহলে কি ওদের জন্য রাজ্যে রাজনৈতিক জায়গা সংকীর্ণ হয়ে যাচ্ছে ? পিএসি নিয়ে ওদের কোনও সুপারিশ গ্রহণ বাধ্যতামূলক নয় । আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি পিএসি নিয়ে । এটি পুরোপুরি স্পিকারের নিজস্ব বিষয় । এরপর তারা যেখানে খুশি যেতে পারে ।"(Chairman Krishna Kalyani not present in PAC meeting)

Last Updated : Jul 6, 2022, 8:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.