কলকাতা, 8 সেপ্টেম্বর: নয়াদিল্লিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি উন্মোচনের (Mamata on Netaji Programme) আগেই বাংলায় সেই অনুষ্ঠানের উদযাপন করে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ দিল্লির অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে তাঁকে যথাযথ সম্মান জানানো হয়নি বলে অভিযোগ করেছেন তিনি ৷ সেই কারণে আজ সকালেই নেতাজির মূর্তিতে মাল্যদান করে দিল্লিকে জবাব দিতে চেয়েছেন মুখ্যমন্ত্রী ৷
আজ সন্ধে 7টা নাগাদ দিল্লিতে নেতাজির মূর্তি উন্মোচন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ হলোগ্রামের মূর্তির জায়গায় বসছে গ্রানাইটের মূর্তি (Netaji statue unveiling programme)৷ সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য কেন্দ্রের তরফে আমন্ত্রণ জানানো হয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ তবে তাঁর অভিযোগ, একজন আন্ডার সেক্রেটারিকে দিয়ে তাঁকে আমন্ত্রণ জানিয়ে ইচ্ছেকৃত ভাবে অসম্মান করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার ৷
আরও পড়ুন: কেষ্ট না ফেরা পর্যন্ত বীরভূমে লড়াই 3 গুণ বাড়বে, কর্মীদের বার্তা মমতার
নেতাজি ইন্ডোরে এই নিয়ে মমতা আজ বলেছেন, "আমাকে একটা চিঠি দিয়েছেন আন্ডার সেক্রেটারি ৷ সেই চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী আজ সন্ধে 7টায় নেতাজির মূর্তির উন্মোচন করবেন ৷ 6টায় আপনি উপস্থিত থাকবেন ৷ যেন আমি চাকর-বাকর ৷ বন্ডেড লেবার ৷ কালচারাল মিনিস্টারও লিখতে পারলেন না ৷ এ ভাবে একজন আন্ডার সেক্রেটারি আমায় লিখতে পারেন না ৷ সে জন্য এখানে আসার সময় রেড রোডে নেতাজির মূর্তিতে মালা দিয়ে এলাম ৷ দিল্লির প্রোগ্রাম বাংলায় উদযাপন করে এলাম ৷"