ETV Bharat / city

আমি পলিটিক্যাল সায়েন্স বুঝি, সায়েন্স নয়, কেন্দ্রের কম আর্থিক সাহায্য প্রসঙ্গে মমতা - ঘূর্ণিঝড় যশ

যশের ত্রাণে বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে আগাম বরাদ্দে বাংলাকে বঞ্চিত করেছে কেন্দ্র ৷ অমিত শাহের সঙ্গে বৈঠকের পর এমনই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

centre deprived bengal in cyclone yaas relief, alleges mamata banerjee
যশের ত্রাণে আগাম বরাদ্দে বাংলাকে বঞ্চিত করেছে কেন্দ্র : মমতা
author img

By

Published : May 24, 2021, 5:09 PM IST

Updated : May 24, 2021, 10:35 PM IST

কলকাতা, 24 মে : আবারও কেন্দ্রের বিরুদ্ধে বাংলাকে বঞ্চনার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ ঘূর্ণিঝড় যশের ত্রাণে রাজ্যের জন্য বরাদ্দ টাকার থেকে আগাম সাহায্য দেওয়ার ক্ষেত্রে বাংলার থেকে ওডিশা ও অন্ধ্রপ্রদেশকে বেশি অর্থ দেওয়া হয়েছে ৷ এতেই ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ৷

ঘূর্ণিঝড় যশ নিয়ে আগাম প্রস্তুতি খতিয়ে দেখতে আজ গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ পরিস্থিতি পর্যালোচনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ ওড়িশা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপরাজ্যপালের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সিং-এর মাধ্যমে আলোচনা করেন শাহ ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় নবান্নে জানিয়েছেন, ওই বৈঠকে কেন্দ্র ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছে ৷ তবে বাংলার প্রতি বঞ্চনাও করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি ৷

মমতা জানিয়েছেন, বিপর্যয় মোকাবিলার ত্রাণে রাজ্যগুলির জন্য বরাদ্দ অর্থ থেকে আগাম 600 কোটি টাকা করে অন্ধ্রপ্রদেশ ও ওডিশাকে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ তবে এ ক্ষেত্রে বাংলার জন্য বরাদ্দ করা হয়েছে 450 কোটি টাকা ৷ বাংলা তুলনামূলকভাবে অনেক বড় রাজ্য এবং এখানে জনঘনত্বও বেশি, তবু কেন বাংলার জন্য কম টাকা বরাদ্দ হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন: 4000 ত্রাণশিবির, 51 বিপর্যয় মোকাবিলা দল; যশ মোকাবিলায় প্রস্তুত রাজ্য

ঘূর্ণিঝড় আমফান আছড়ে পড়ার সময়েও কেন্দ্র বাংলার ত্রাণে বিশেষ কিছুই করেনি বলে অভিযোগ করে মমতা বলেন, "আমফানের সময়ে কেন্দ্রীয় দল এল, রাজ্যের জন্য বরাদ্দ থেকেই আগাম অর্থ দেওয়া হল ৷ অথচ পরে আর কেন্দ্র বিশেষ সাহায্য করেনি ৷" ঘূর্ণিঝড় বুলবুলের সময়েও কেন্দ্র একই কাজ করেছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী ৷

রাজ্যে ঘূর্ণিঝড় আমফান আছড়ে পড়ার পর পরিস্থিতি খতিয়ে দেখতে বাংলায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রাজ্যের জন্য বরাদ্দের থেকে 1000 কোটি টাকা আগাম অর্থ দেওয়ার কথা ঘোষণা করেন তিনি ৷ যদিও তার পরে আর কেন্দ্রের থেকে বিশেষ সহযোগিতা পাওয়া যায়নি বলে বিভিন্ন সময়ে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

মুখ্যমন্ত্রী আজ জানিয়েছেন, রাজ্যের 20টি জেলায় প্রবল আকারে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় যশ ৷ তা সামাল দিতে সবরকমভাবে প্রস্তুত রাজ্য সরকার ৷

কলকাতা, 24 মে : আবারও কেন্দ্রের বিরুদ্ধে বাংলাকে বঞ্চনার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ ঘূর্ণিঝড় যশের ত্রাণে রাজ্যের জন্য বরাদ্দ টাকার থেকে আগাম সাহায্য দেওয়ার ক্ষেত্রে বাংলার থেকে ওডিশা ও অন্ধ্রপ্রদেশকে বেশি অর্থ দেওয়া হয়েছে ৷ এতেই ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ৷

ঘূর্ণিঝড় যশ নিয়ে আগাম প্রস্তুতি খতিয়ে দেখতে আজ গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ পরিস্থিতি পর্যালোচনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ ওড়িশা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপরাজ্যপালের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সিং-এর মাধ্যমে আলোচনা করেন শাহ ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় নবান্নে জানিয়েছেন, ওই বৈঠকে কেন্দ্র ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছে ৷ তবে বাংলার প্রতি বঞ্চনাও করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি ৷

মমতা জানিয়েছেন, বিপর্যয় মোকাবিলার ত্রাণে রাজ্যগুলির জন্য বরাদ্দ অর্থ থেকে আগাম 600 কোটি টাকা করে অন্ধ্রপ্রদেশ ও ওডিশাকে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ তবে এ ক্ষেত্রে বাংলার জন্য বরাদ্দ করা হয়েছে 450 কোটি টাকা ৷ বাংলা তুলনামূলকভাবে অনেক বড় রাজ্য এবং এখানে জনঘনত্বও বেশি, তবু কেন বাংলার জন্য কম টাকা বরাদ্দ হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন: 4000 ত্রাণশিবির, 51 বিপর্যয় মোকাবিলা দল; যশ মোকাবিলায় প্রস্তুত রাজ্য

ঘূর্ণিঝড় আমফান আছড়ে পড়ার সময়েও কেন্দ্র বাংলার ত্রাণে বিশেষ কিছুই করেনি বলে অভিযোগ করে মমতা বলেন, "আমফানের সময়ে কেন্দ্রীয় দল এল, রাজ্যের জন্য বরাদ্দ থেকেই আগাম অর্থ দেওয়া হল ৷ অথচ পরে আর কেন্দ্র বিশেষ সাহায্য করেনি ৷" ঘূর্ণিঝড় বুলবুলের সময়েও কেন্দ্র একই কাজ করেছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী ৷

রাজ্যে ঘূর্ণিঝড় আমফান আছড়ে পড়ার পর পরিস্থিতি খতিয়ে দেখতে বাংলায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রাজ্যের জন্য বরাদ্দের থেকে 1000 কোটি টাকা আগাম অর্থ দেওয়ার কথা ঘোষণা করেন তিনি ৷ যদিও তার পরে আর কেন্দ্রের থেকে বিশেষ সহযোগিতা পাওয়া যায়নি বলে বিভিন্ন সময়ে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

মুখ্যমন্ত্রী আজ জানিয়েছেন, রাজ্যের 20টি জেলায় প্রবল আকারে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় যশ ৷ তা সামাল দিতে সবরকমভাবে প্রস্তুত রাজ্য সরকার ৷

Last Updated : May 24, 2021, 10:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.