কলকাতা, ৫ সেপ্টেম্বর : অসুস্থতার কারণ দেখিয়ে CBI দপ্তরে যাননি তৃণমূল নেতা ইকবাল আহমেদ । তিনি সময় চেয়েছিলেন তিন সপ্তাহ । অথচ দ্রুত তদন্তের জাল গুটিয়ে আনতে চাইছে CBI । এই মামলার চার্জশিট পেশের জন্য ইকবালের ভয়েস স্যাম্পেল অত্যন্ত জরুরি । সেই সূত্রে আজ CBI-র ছ'জনের একটি দল ইকবালের রিপন স্ট্রিটের বাড়িতে যায় । সূত্র জানাচ্ছে, বাড়িতেই তাঁর ভয়েস স্যাম্পেল নেওয়া হয়েছে । যদিও সরকারিভাবে CBI-র তরফে এ বিষয়ে কিছু বলা হয়নি । ইকবাল আহমেদের তরফেও কোনও বক্তব্য পাওয়া যায়নি ।
তদন্তকারীদের দাবি, নারদ মামলার অন্যতম অভিযুক্ত কলকাতা পৌরনিগমের তৎকালীন ডেপুটি মেয়র ইকবাল । নারদ স্টিং অপারেশনের ফুটেজে ( সত্যতা যাচাই করেনি ETV ভারত) দেখা গিয়েছিল বেশ কয়েকজন হেভিওয়েট তৃণমূল নেতার কাছে ম্যাথু স্যামুয়েলকে নিয়ে গিয়েছিলেন ইকবাল । সেই সূত্রে তাঁর বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলায় । ২০১৪ সালে মার্কুইজ স্ট্রিটে ইকবালের হোটেলেই উঠেছিলেন ম্যাথু । তখন তাঁর ছদ্মনাম ছিল সন্তোষ । তদন্তে CBI জেনেছে, এই হোটেলেই একাধিকবার ম্যাথুর সঙ্গে ইকবালের বৈঠক হয় । এই হোটেলে বসেই ম্যাথুর হাত থেকে ৫ লাখ টাকা নিয়েছিলেন ইকবাল । যেটি ফুটেজে দেখা গেছে । তদন্তকারীরা জেনেছেন, বিভিন্নভাবে ম্যাথুর কাছ থেকে আরও ৭ লাখ টাকা নিয়েছিলেন তিনি ।
প্রাথমিকভাবে অসুস্থতা ও অন্যান্য অনেক কারণ দেখিয়ে CBI-র নোটিশে হাজির হননি । পরে CBI এবং ED-র জেরার মুখোমুখি হন তিনি । সেই সূত্রে ED দাবি করেছে টাকা নিয়েছিলেন ইকবাল । তবে ওই টাকা তিনি একটি ফুটবল ক্লাবকে দান করেছেন । সে বিষয়ে নথিপত্র জমা দিয়েছেন ইকবাল । CBI সূত্রে খবর, ওই ফুটবল ক্লাবের হিসাবপত্র পরীক্ষা করে দেখা হয়েছে । এদিকে মামলার তদন্তের স্বার্থে ফুটেজ সম্পাদনার দায়িত্বে থাকা মিতেস দিক্ষিতকে নোটিশ পাঠিয়েছে CBI। 9 সেপ্টেম্বর নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে ।