ETV Bharat / city

“অসুস্থ" ইকবাল আহমেদের বাড়িতে CBI, নেওয়া হল ভয়েস স্যাম্পেল ?

আজ CBI-র ছ'জনের একটি দল ইকবালের রিপন স্ট্রিটের বাড়িতে যায় । সূত্র জানাচ্ছে, বাড়িতেই তাঁর ভয়েস স্যাম্পেল নেওয়া হয়েছে । যদিও সরকারিভাবে CBI-র তরফে এ বিষয়ে কিছু বলা হয়নি । ইকবাল আহমেদের তরফেও কোনও বক্তব্য পাওয়া যায়নি ।

নারদ স্টিং অপারেশনের ফুটেজ
author img

By

Published : Sep 5, 2019, 2:30 PM IST

কলকাতা, ৫ সেপ্টেম্বর : অসুস্থতার কারণ দেখিয়ে CBI দপ্তরে যাননি তৃণমূল নেতা ইকবাল আহমেদ । তিনি সময় চেয়েছিলেন তিন সপ্তাহ । অথচ দ্রুত তদন্তের জাল গুটিয়ে আনতে চাইছে CBI । এই মামলার চার্জশিট পেশের জন্য ইকবালের ভয়েস স্যাম্পেল অত্যন্ত জরুরি । সেই সূত্রে আজ CBI-র ছ'জনের একটি দল ইকবালের রিপন স্ট্রিটের বাড়িতে যায় । সূত্র জানাচ্ছে, বাড়িতেই তাঁর ভয়েস স্যাম্পেল নেওয়া হয়েছে । যদিও সরকারিভাবে CBI-র তরফে এ বিষয়ে কিছু বলা হয়নি । ইকবাল আহমেদের তরফেও কোনও বক্তব্য পাওয়া যায়নি ।

তদন্তকারীদের দাবি, নারদ মামলার অন্যতম অভিযুক্ত কলকাতা পৌরনিগমের তৎকালীন ডেপুটি মেয়র ইকবাল । নারদ স্টিং অপারেশনের ফুটেজে ( সত্যতা যাচাই করেনি ETV ভারত) দেখা গিয়েছিল বেশ কয়েকজন হেভিওয়েট তৃণমূল নেতার কাছে ম্যাথু স্যামুয়েলকে নিয়ে গিয়েছিলেন ইকবাল । সেই সূত্রে তাঁর বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলায় । ২০১৪ সালে মার্কুইজ স্ট্রিটে ইকবালের হোটেলেই উঠেছিলেন ম্যাথু । তখন তাঁর ছদ্মনাম ছিল সন্তোষ । তদন্তে CBI জেনেছে, এই হোটেলেই একাধিকবার ম্যাথুর সঙ্গে ইকবালের বৈঠক হয় । এই হোটেলে বসেই ম্যাথুর হাত থেকে ৫ লাখ টাকা নিয়েছিলেন ইকবাল । যেটি ফুটেজে দেখা গেছে । তদন্তকারীরা জেনেছেন, বিভিন্নভাবে ম্যাথুর কাছ থেকে আরও ৭ লাখ টাকা নিয়েছিলেন তিনি ।

প্রাথমিকভাবে অসুস্থতা ও অন্যান্য অনেক কারণ দেখিয়ে CBI-র নোটিশে হাজির হননি । পরে CBI এবং ED-র জেরার মুখোমুখি হন তিনি । সেই সূত্রে ED দাবি করেছে টাকা নিয়েছিলেন ইকবাল । তবে ওই টাকা তিনি একটি ফুটবল ক্লাবকে দান করেছেন । সে বিষয়ে নথিপত্র জমা দিয়েছেন ইকবাল । CBI সূত্রে খবর, ওই ফুটবল ক্লাবের হিসাবপত্র পরীক্ষা করে দেখা হয়েছে । এদিকে মামলার তদন্তের স্বার্থে ফুটেজ সম্পাদনার দায়িত্বে থাকা মিতেস দিক্ষিতকে নোটিশ পাঠিয়েছে CBI। 9 সেপ্টেম্বর নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে ।

কলকাতা, ৫ সেপ্টেম্বর : অসুস্থতার কারণ দেখিয়ে CBI দপ্তরে যাননি তৃণমূল নেতা ইকবাল আহমেদ । তিনি সময় চেয়েছিলেন তিন সপ্তাহ । অথচ দ্রুত তদন্তের জাল গুটিয়ে আনতে চাইছে CBI । এই মামলার চার্জশিট পেশের জন্য ইকবালের ভয়েস স্যাম্পেল অত্যন্ত জরুরি । সেই সূত্রে আজ CBI-র ছ'জনের একটি দল ইকবালের রিপন স্ট্রিটের বাড়িতে যায় । সূত্র জানাচ্ছে, বাড়িতেই তাঁর ভয়েস স্যাম্পেল নেওয়া হয়েছে । যদিও সরকারিভাবে CBI-র তরফে এ বিষয়ে কিছু বলা হয়নি । ইকবাল আহমেদের তরফেও কোনও বক্তব্য পাওয়া যায়নি ।

তদন্তকারীদের দাবি, নারদ মামলার অন্যতম অভিযুক্ত কলকাতা পৌরনিগমের তৎকালীন ডেপুটি মেয়র ইকবাল । নারদ স্টিং অপারেশনের ফুটেজে ( সত্যতা যাচাই করেনি ETV ভারত) দেখা গিয়েছিল বেশ কয়েকজন হেভিওয়েট তৃণমূল নেতার কাছে ম্যাথু স্যামুয়েলকে নিয়ে গিয়েছিলেন ইকবাল । সেই সূত্রে তাঁর বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলায় । ২০১৪ সালে মার্কুইজ স্ট্রিটে ইকবালের হোটেলেই উঠেছিলেন ম্যাথু । তখন তাঁর ছদ্মনাম ছিল সন্তোষ । তদন্তে CBI জেনেছে, এই হোটেলেই একাধিকবার ম্যাথুর সঙ্গে ইকবালের বৈঠক হয় । এই হোটেলে বসেই ম্যাথুর হাত থেকে ৫ লাখ টাকা নিয়েছিলেন ইকবাল । যেটি ফুটেজে দেখা গেছে । তদন্তকারীরা জেনেছেন, বিভিন্নভাবে ম্যাথুর কাছ থেকে আরও ৭ লাখ টাকা নিয়েছিলেন তিনি ।

প্রাথমিকভাবে অসুস্থতা ও অন্যান্য অনেক কারণ দেখিয়ে CBI-র নোটিশে হাজির হননি । পরে CBI এবং ED-র জেরার মুখোমুখি হন তিনি । সেই সূত্রে ED দাবি করেছে টাকা নিয়েছিলেন ইকবাল । তবে ওই টাকা তিনি একটি ফুটবল ক্লাবকে দান করেছেন । সে বিষয়ে নথিপত্র জমা দিয়েছেন ইকবাল । CBI সূত্রে খবর, ওই ফুটবল ক্লাবের হিসাবপত্র পরীক্ষা করে দেখা হয়েছে । এদিকে মামলার তদন্তের স্বার্থে ফুটেজ সম্পাদনার দায়িত্বে থাকা মিতেস দিক্ষিতকে নোটিশ পাঠিয়েছে CBI। 9 সেপ্টেম্বর নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে ।

Intro:কলকাতা, ৫ সেপ্টেম্বর: অসুস্থতার কারণ দেখিয়ে সিবিআই দপ্তরে যাননি তৃণমূল নেতা ইকবাল আহমেদ। তিনি সময় চেয়ে ছিলেন তিন সপ্তাহ। অথচ দ্রুত তদন্তের জাল গুটিয়ে আনতে চাইছে সিবিআই। এই মামলার চার্জশিট পেশের জন্য ইকবালের ভয়েস স্যাম্পেল অত্যন্ত জরুরী। সেই সূত্রে আজ সিবিআইয়ের ছয় জনের একটি দল ইকবালের রিপন স্ট্রিটের বাড়িতে যায়। সূত্র জানাচ্ছে, বাড়িতেই তার ভয়েস স্যাম্পেল নেওয়া হয়েছে। যদিও সরকারি ভাবে CBI এর তরফে এ বিষয়ে কিছু বলা হয়নি। ইকবাল আহমেদের তরফেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।Body:তদন্তকারীদের দাবি, নারদ মামলার অন্যতম সুত্রধার তৎকালীন ডেপুটি মেয়র ইকবাল। নারদ স্টিং অপারেশনের ফুটেজে ( সত্যতা যাচাই করে নিয়ে ইটিভি ভারত)দেখা গিয়েছিল বেশ কয়েকজন হেভিওয়েট তৃণমূল নেতার কাছে ম্যাথু স্যামুয়েলকে নিয়ে গিয়েছিলেন ইকবাল। সেই সূত্রে তার বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলায়। ২০১৪ সালে মার্কুইজ স্ট্রিটে ইকবালের হোটেলেই উঠেছিলেন নারদ কর্তা। তখন তার ছদ্মনাম ছিল সন্তোষ। তদন্তে সিবিআই জেনেছে, এই হোটেলেই একাধিকবার ম্যাথুর সঙ্গে ইকবালের বৈঠক হয়। এই হোটেলে বসেই ম্যাথুর হাত থেকে ৫ লাখ টাকা নিয়েছিলেন ইকবাল। যেটি ফুটেজে দেখা গেছে। তদন্তকারীরা জেনেছেন, বিভিন্নভাবে মাথুর কাছে আরো ৭ লাখ টাকা নিয়েছিলেন তিনি।Conclusion:প্রাথমিকভাবে অসুস্থতা ও অন্যান্য অনেক কারণ দেখিয়ে সিবিআইয়ের নোটিশে হাজির হননি। পরে সিবিআই এবং EDর জেরার মুখোমুখি হন তিনি। সেই সূত্রে EDর দাবি করা হয়েছে, টাকা নিয়েছিলেন তিনি। তবে ওই টাকা তিনি একটি ফুটবল ক্লাবকে দান করেছেন। সে বিষয়ে নথিপত্র জমা দিয়েছেন ইকবাল। সিবিআই সূত্রে খবর, ওই ফুটবল ক্লাবের হিসাবপত্র পরীক্ষা করে দেখা হয়েছে। এদিকে মামলার তদন্তের স্বার্থে ফুটেজের সম্পাদকের দায়িত্বে থাকা মিতেস দিক্সিতকে নোটিস পাঠিয়েছে CBI। 9 সেপ্টেম্বর নিজাম প্যালেসে হতে বলা হয়েছে তাকে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.