কলকাতা, 7 সেপ্টেম্বর : ভোট পরবর্তী হিংসার ঘটনায় সিবিআই-এর আধিকারিকরা এতদিন ঠিক কী কী কাজ করলেন ? কতটা এগোল রাজ্যে ভোট পরবর্তী হিংসার তদন্ত, তা জানার জন্য ডিআইজি (সিবিআই) অখিলেশ সিংকে তলব করল সিবিআইয়ের দিল্লির সদর দফতর । ইতিমধ্যেই তিনি দিল্লিতে সিবিআইয়ের সদর দফতর পৌছে গিয়েছেন বলে জানা গিয়েছে ।
আরও পড়ুন : Bhabanipur By Election : বুধে প্রচার শুরু মমতার, শুক্রবার দিতে পারেন মনোনয়ন
সিবিআই সূত্রের খবর, ভোট পরবর্তী হিংসার ঘটনায় সিবিআই আধিকারিকরা এতদিন কী কী পদক্ষেপ গ্রহণ করলেন ? পাশাপাশি ক’টি এফআইআর করা হয়েছে ? ক’টি চার্জশিট দেওয়া হল ? আর ক’টি বাকি আছে, তা জানার জন্য এই পদক্ষেপ করা হয়েছে ৷
পাশাপাশি জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার ঘটনায় তদন্ত করার সময় সিবিআই আধিকারিকদের একাধিক হুমকি ও বাধার সম্মুখীন হতে হয় বলে অভিযোগ । তাই এদিনের বৈঠকে স্থির হবে আর কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন সিবিআইয়ের গোয়েন্দাদের ।
আরও পড়ুন : Dilip Ghosh: 9 ঘণ্টা জেরার পর অনেকেই আবোল-তাবোল বকেন, অভিষেককে কটাক্ষ দিলীপের
সূত্রের খবর, একই সঙ্গে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে চলার পথে একাধিক পুলিশ আধিকারিকের ভূমিকা নিয়ে ক্ষোভ রয়েছে সিবিআইয়ের মধ্যে ৷ রাজ্য ও কলকাতা পুলিশের তদন্তের ক্ষেত্রে গাফিলতির লক্ষণ তাঁরা পেয়েছেন ৷ ফলে সেই সকল বিষয়ও এদিন দিল্লিতে সিবিআইয়ের বৈঠক হতে পারে বলে সিবিআই সূত্রের খবর ।
এদিন দুপুরে এই বৈঠক হওয়ার কথা রয়েছে । এই বৈঠকের পর নতুন কোনও সিদ্ধান্ত হয় কি না তার দিকে তাকিয়ে সিবিআইয়ের আধিকারিকরা ।
আরও পড়ুন : Debanjan Deb : প্রেসিডেন্সি সংশোধনাগারে দেবাঞ্জনকে জেরা করবে ইডি