কলকাতা, 5 জানুয়ারি : গোরু এবং কয়লা পাচার তদন্তে তিন আইপিএস অফিসার-সহ মোট পশ্চিমবঙ্গের মোট ছয়জন পুলিশ আধিকারিককে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের অফিসে তলব করল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। এই তিনজন আইপিএস অফিসারদের মধ্যে একজন হলেন কল্লোল গনাই যিনি এখন রাজ্য পুলিশের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের ইন্সপেক্টর জেনারেল ব়্যাঙ্কে কর্মরত। এর আগে ছিলেন মুর্শিদাবাদ রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনেরাল । দ্বিতীয়জন, হলেন আসানসোল- দুর্গাপুরের পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (সদর), অংশুমান সাহা, যিনি এর আগে ছিলেন মুর্শিদাবাদ জেলার অতিরিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট । তৃতীয়জন, হলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার, তথাগত বসু যিনি এর আগে ছিলেন হুগলি জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট ।
সিবিআই সূত্রে জানা যাচ্ছে, এই তিন জন এবং আরও তিন পুলিশ আধিকারিক, যাঁরা এখন ইন্সপেক্টর বা ডেপুটি সুপারিনটেনডেন্ট পদে কর্মরত, তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের অফিসে তলব করেছে সিবিআই । এই মর্মে আজ দুপুরে পশ্চিমবঙ্গ পুলিশের মহানির্দেশকের অফিসে একটি ফ্যাক্সবার্তা পাঠিয়েছে সিবিআই ।
সিবিআই সূত্রে খবর, এদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে গোরু এবং কয়লা পাচার সংক্রান্ত আরও অনেক তথ্য এবং নথি পাওয়ার আশা করছে কেদ্রীয় তদন্তকারী দল। আরও অনেক প্রভাবশালীর নামও উঠে আসার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে তারা ।