কলকাতা, 2 এপ্রিল : উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার পথে হেঁটে শুক্রবার ডিভিশনে বেঞ্চে আবেদন জানিয়েছিলেন স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন নজরদারি কমিটির বাকি 4 সদস্যও ৷ কিন্তু ডিভিশন বেঞ্চ সেই আবেদন গ্রহণ না-করায় বহাল রয়েছে সিঙ্গল বেঞ্চের রায় ৷ সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী সোমবার রেগুলার বেঞ্চে মামলার শুনানির আগে 4 সদস্যকে জেরা করতে কোনও অসুবিধা নেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ৷ সেই নির্দেশকে মান্যতা দিয়েই নিজাম প্যালেসে প্রাক্তন নজরদারি কমিটির 4 সদস্যকে হাজির হওয়ার নির্দেশ দিল সিবিআই (CBI Summons four SSC officer to Nizam Palace for interrogation) ৷
শনিবার অর্থাৎ, আজই সংশ্লিষ্ট চার আধিকারিককে হাজির হতে হবে নিজাম প্যালেসে ৷ গতকাল বিচারপতি গঙ্গোপাধ্যায় যে 4 জনকে দুর্নীতি মামলায় অন্তর্ভুক্ত এবং জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছিলেন তাঁরা হলেন- তৎকালীন শিক্ষামন্ত্রীর আপ্তসহায়ক এস আচার্য, তৎকালীন শিক্ষামন্ত্রীর ওএসডি পিকে বন্দ্যোপাধ্যায়, তৎকালীন শিক্ষা দফতরের ডেপুটি ডিরেক্টর একে সরকার এবং শিক্ষা দফতরের তৎকালীন সিনিয়র ল অফিসার টি পাঁজা ৷ হাইকোর্ট জানিয়েছে স্কুল সার্ভিস কমিশনের এই দুর্নীতিতে কেবল একজন অফিসার বা আধিকারিক সামিল হতে পারেন না। স্বাভাবিকভাবেই তৎকালীন নজরদারি কমিটির আধিকারিকরা কোনওভাবেই নিজেদের দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না ৷
আরও পড়ুন : 98 জনের বেতন বন্ধ, আরও চার আধিকারিককে জিজ্ঞাসাবাদের নির্দেশ হাইকোর্টের
এর আগে বৃহস্পতিবার নিজাম প্যালেসে এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে গভীর রাত পর্যন্ত জেরা করে সিবিআই । তারপরই হাইকোর্ট বাকি 4 আধিকারিকের নামের তালিকা প্রকাশ করে তাঁদের জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয় ৷ সিবিআই সূত্রে খবর, সংশ্লিষ্ট চার আধিকারিকের জন্য প্রশ্ন সাজিয়ে রেখেছে সিবিআই। বিভিন্ন মিসিং লিঙ্ক এখনও রয়েছে সিবিআইয়ের কাছে। চার আধিকারিকের বয়ান রেকর্ড করে সেই মিসিং লিংকে খোঁজারই প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।