ETV Bharat / city

গোরু পাচারকাণ্ডের তদন্তে তৃণমূল নেতার বাড়িতে সিবিআই তল্লাশি - CBI Raid

বিনয় মিশ্র পলাতক এবং তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছে। এই প্রথম গোরুপাচার কেলেঙ্কারিতে কোনও তৃণমূল নেতা সরাসরি সিবিআইয়ের তদন্তের আওতায় এসেছেন। সিবিআই ছাড়া এই বিষয়ে তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং আয়কর বিভাগ।

cbi raid at tmc leader's house in cow smuggling case
গরুপাচার তদন্তে তৃণমূল নেতার বাড়িতে সিবিআইয়ের তল্লাশি
author img

By

Published : Dec 31, 2020, 5:44 PM IST

কলকাতা, 31 ডিসেম্বর: তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক বিনয় মিশ্রের কলকাতার দু'টি বাসভবনে তল্লাশি চালাল সিবিআই । গোরু পাচার ও অবৈধ কয়লা খনির মামলায় এই অভিযান চালানো হয় বলে সূত্রের খবর ।

বিনয় মিশ্র পলাতক এবং তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছে । এই প্রথম গোরুপাচার কেলেঙ্কারিতে কোনও তৃণমূল নেতা সরাসরি সিবিআইয়ের তদন্তের আওতায় এসেছেন । সিবিআই ছাড়া এই ব্যাপ্যারে তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং আয়কর বিভাগ । এর আগে গত রবিবার মালদা জেলায় কর্মরত পুলিশের এক এএসআই ও কনস্টেবলকে জেরা করে সিবিআই । জেরার কারণ গোরুপাচার চক্রের এক মাথা মহম্মদ এনামুল হকের সম্পর্কে তথ্য সংগ্রহ। পরে কয়েকজন পদস্থ পুলিশ আধিকারিকদের জেরা করা হতে পারে বলে সূত্রের খবর ।

আরও পড়ুন: কালই কি বিজেপিতে সৌমেন্দু ?

এর আগে 5 নভেম্বর দু'জন চার্টার্ড অ্যাকাউন্টেটের বাড়িতে তল্লাশি চালানো হয়। গত মাসে এনামুলকে দিল্লি থেকে গ্রেপ্তার করে সিবিআই। সিবিআইয়ের দায়ের করা এফআইআর-এ অন্যতম মূল অভিযুক্ত হিসেবে এনামুলকে দেখানো হয়। সতীশ কুমার নামে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর এক কমান্ডান্টকেও সিবিআই তাদের দায়ের করা এফআইআর-এ অভিযুক্ত করে।

কলকাতা, 31 ডিসেম্বর: তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক বিনয় মিশ্রের কলকাতার দু'টি বাসভবনে তল্লাশি চালাল সিবিআই । গোরু পাচার ও অবৈধ কয়লা খনির মামলায় এই অভিযান চালানো হয় বলে সূত্রের খবর ।

বিনয় মিশ্র পলাতক এবং তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছে । এই প্রথম গোরুপাচার কেলেঙ্কারিতে কোনও তৃণমূল নেতা সরাসরি সিবিআইয়ের তদন্তের আওতায় এসেছেন । সিবিআই ছাড়া এই ব্যাপ্যারে তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং আয়কর বিভাগ । এর আগে গত রবিবার মালদা জেলায় কর্মরত পুলিশের এক এএসআই ও কনস্টেবলকে জেরা করে সিবিআই । জেরার কারণ গোরুপাচার চক্রের এক মাথা মহম্মদ এনামুল হকের সম্পর্কে তথ্য সংগ্রহ। পরে কয়েকজন পদস্থ পুলিশ আধিকারিকদের জেরা করা হতে পারে বলে সূত্রের খবর ।

আরও পড়ুন: কালই কি বিজেপিতে সৌমেন্দু ?

এর আগে 5 নভেম্বর দু'জন চার্টার্ড অ্যাকাউন্টেটের বাড়িতে তল্লাশি চালানো হয়। গত মাসে এনামুলকে দিল্লি থেকে গ্রেপ্তার করে সিবিআই। সিবিআইয়ের দায়ের করা এফআইআর-এ অন্যতম মূল অভিযুক্ত হিসেবে এনামুলকে দেখানো হয়। সতীশ কুমার নামে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর এক কমান্ডান্টকেও সিবিআই তাদের দায়ের করা এফআইআর-এ অভিযুক্ত করে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.