ETV Bharat / city

Moloy Ghatak : কয়লাপাচারের শিকড় খুঁজতে মলয়ের হিসাবরক্ষকের বাড়িতে সিবিআই - সিবিআই অভিযান

কয়লাপাচার কাণ্ডে (West Bengal Coal Smuggling Scam) পশ্চিমবঙ্গ সরকারের আইন মন্ত্রী (West Bengal Law Minister) মলয় ঘটকের (Moloy Ghatak) অ্য়াকাউন্ট্য়ান্ট প্রতীক দেওয়ানের (Pratik Dewan) বাড়িতে সিবিআই (CBI)-এর তল্লাশি অভিযান ৷ উদ্ধার একাধিক গুরুত্বপূর্ণ নথি ৷

CBI Raid at Moloy Ghatak accountant Pratik Dewan House
Moloy Ghatak: কয়লাপাচারের শিকড় খুঁজতে মলয়ের অ্য়াকাউন্ট্য়ান্টের বাড়িতে সিবিআই
author img

By

Published : Sep 7, 2022, 1:10 PM IST

Updated : Sep 7, 2022, 2:23 PM IST

কলকাতা, 7 সেপ্টেম্বর: কয়লাপাচার কাণ্ডের (West Bengal Coal Smuggling Scam) তদন্তে রাজ্যের আইন মন্ত্রী (West Bengal Law Minister) মলয় ঘটকের (Moloy Ghatak) অ্য়াকাউন্ট্য়ান্ট প্রতীক দেওয়ানের (Pratik Dewan) বাড়িতেও তল্লাশি চালায় সিবিআই (CBI) ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, পেশায় চাটার্ড অ্যাকাউন্ট্য়ান্ট ওই ব্যক্তি কলকাতার আলিপুরের বাসিন্দা ৷ বাড়ির নাম, 'শ্য়াম বটিকা' ৷ ঠিকানা, 8/1 আলিপুর রোড ৷

আরও পড়ুন: মন্ত্রী মলয়ের বাড়িতে সিবিআই তল্লাশি, প্রতিবাদে পথে তৃণমূল

বুধবার সকালে এই বাড়িতেই পৌঁছে যান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (Central Bureau of Investigation) সাতজন প্রতিনিধি ৷ সঙ্গে সঙ্গে বাড়িটি ঘিরে ফেলেন সিআরপিএফ জওয়ানরা ৷ বাড়ির সদস্যদের ভিতরেই থাকার নির্দেশ দেওয়া হয় ৷ বাইরে থেকেও কাউকে ওই বাড়িতে সেই সময় ঢুকতে দেওয়া হয়নি ৷ সূত্রের দাবি, এদিন প্রতীকের বাড়িতে প্রায় ঘণ্টা খানেক ছিলেন সিবিআই গোয়েন্দারা ৷ তাঁরা এখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করেছেন বলেও শোনা যাচ্ছে ৷

মলয় ঘটকের হিসাবরক্ষকের বাড়িতেও হানা দিল সিবিআই, দেখুন ভিডিয়ো ৷

প্রসঙ্গত, এদিন সকাল থেকেই আর এক দফায় রাজ্যের নানা প্রান্তে অভিযান শুরু করেন সিবিআই গোয়েন্দারা ৷ কয়লাপাচার কাণ্ডে এদিন তাঁদের নিশানায় ছিলেন শাসকদলের আর এক হেভিওয়েট মলয় ঘটক ৷ প্রাথমিকভাবে জানা যায়, পশ্চিম বর্ধমানের আসানসোলে মলয় ঘটকের তিনটি বাড়িতে এবং সেইসঙ্গে কলকাতায় যে সরকারি আবাসনে তিনি থাকেন, সেখানে তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা ৷ পরে সামনে আসে, মলয়ের বিভিন্ন বাসস্থান ছাড়াও তাঁর সঙ্গে সম্পর্ক রয়েছে, এমন কিছু ব্যক্তির বাড়িতেও অভিযান চালানো হয়েছে ৷

মন্ত্রী মলয় ঘটকের এই 'ঘনিষ্ঠ'দের তালিকাতেই রয়েছেন তাঁর অ্য়াকাউন্ট্য়ান্ট প্রতীক দেওয়ান ৷ যেহেতু মলয়ের আয়-ব্য়য়ের হিসাব তাঁর কাছে রয়েছে, তাই তাঁর কাছ থেকে কয়লাপাচার সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য মিলবে বলেই মনে করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ এই কারণেই কলকাতায় আলিপুরের সম্ভ্রান্ত এলাকায় তাঁর বাসভবনে তল্লাশি চালানোর সিদ্ধান্ত নেন তাঁরা ৷ তবে, এখনও পর্যন্ত এই তল্লাশি সম্পর্কে সিবিআই বা প্রতীকের পরিবারের তরফে কেউ কোনও মন্তব্য করেননি ৷

কলকাতা, 7 সেপ্টেম্বর: কয়লাপাচার কাণ্ডের (West Bengal Coal Smuggling Scam) তদন্তে রাজ্যের আইন মন্ত্রী (West Bengal Law Minister) মলয় ঘটকের (Moloy Ghatak) অ্য়াকাউন্ট্য়ান্ট প্রতীক দেওয়ানের (Pratik Dewan) বাড়িতেও তল্লাশি চালায় সিবিআই (CBI) ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, পেশায় চাটার্ড অ্যাকাউন্ট্য়ান্ট ওই ব্যক্তি কলকাতার আলিপুরের বাসিন্দা ৷ বাড়ির নাম, 'শ্য়াম বটিকা' ৷ ঠিকানা, 8/1 আলিপুর রোড ৷

আরও পড়ুন: মন্ত্রী মলয়ের বাড়িতে সিবিআই তল্লাশি, প্রতিবাদে পথে তৃণমূল

বুধবার সকালে এই বাড়িতেই পৌঁছে যান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (Central Bureau of Investigation) সাতজন প্রতিনিধি ৷ সঙ্গে সঙ্গে বাড়িটি ঘিরে ফেলেন সিআরপিএফ জওয়ানরা ৷ বাড়ির সদস্যদের ভিতরেই থাকার নির্দেশ দেওয়া হয় ৷ বাইরে থেকেও কাউকে ওই বাড়িতে সেই সময় ঢুকতে দেওয়া হয়নি ৷ সূত্রের দাবি, এদিন প্রতীকের বাড়িতে প্রায় ঘণ্টা খানেক ছিলেন সিবিআই গোয়েন্দারা ৷ তাঁরা এখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করেছেন বলেও শোনা যাচ্ছে ৷

মলয় ঘটকের হিসাবরক্ষকের বাড়িতেও হানা দিল সিবিআই, দেখুন ভিডিয়ো ৷

প্রসঙ্গত, এদিন সকাল থেকেই আর এক দফায় রাজ্যের নানা প্রান্তে অভিযান শুরু করেন সিবিআই গোয়েন্দারা ৷ কয়লাপাচার কাণ্ডে এদিন তাঁদের নিশানায় ছিলেন শাসকদলের আর এক হেভিওয়েট মলয় ঘটক ৷ প্রাথমিকভাবে জানা যায়, পশ্চিম বর্ধমানের আসানসোলে মলয় ঘটকের তিনটি বাড়িতে এবং সেইসঙ্গে কলকাতায় যে সরকারি আবাসনে তিনি থাকেন, সেখানে তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা ৷ পরে সামনে আসে, মলয়ের বিভিন্ন বাসস্থান ছাড়াও তাঁর সঙ্গে সম্পর্ক রয়েছে, এমন কিছু ব্যক্তির বাড়িতেও অভিযান চালানো হয়েছে ৷

মন্ত্রী মলয় ঘটকের এই 'ঘনিষ্ঠ'দের তালিকাতেই রয়েছেন তাঁর অ্য়াকাউন্ট্য়ান্ট প্রতীক দেওয়ান ৷ যেহেতু মলয়ের আয়-ব্য়য়ের হিসাব তাঁর কাছে রয়েছে, তাই তাঁর কাছ থেকে কয়লাপাচার সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য মিলবে বলেই মনে করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ এই কারণেই কলকাতায় আলিপুরের সম্ভ্রান্ত এলাকায় তাঁর বাসভবনে তল্লাশি চালানোর সিদ্ধান্ত নেন তাঁরা ৷ তবে, এখনও পর্যন্ত এই তল্লাশি সম্পর্কে সিবিআই বা প্রতীকের পরিবারের তরফে কেউ কোনও মন্তব্য করেননি ৷

Last Updated : Sep 7, 2022, 2:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.