ETV Bharat / city

সারদাকাণ্ডে সিবিআইয়ের নোটিস তৃণমূলের প্রাক্তন সাংসদকে - cbi issues notice to former tmc mp

সারদার কর্ণধার সুদীপ্ত সেনের কাছ থেকে কয়েক কোটি টাকা নেওয়ার অভিযোগে সিবিআই নোটিস পাঠাল রাজ্যসভায় তৃণমূলের প্রাক্তন সাংসদ আহম্মেদ হোসেন ইমরানকে । চলতি সপ্তাহের মধ্যে তাঁকে হাজিরা দিতে বলা হয় ।

সারদাকাণ্ডে সিবিআইয়ের নোটিস তৃণমূলের প্রাক্তন সাংসদকে
সারদাকাণ্ডে সিবিআইয়ের নোটিস তৃণমূলের প্রাক্তন সাংসদকে
author img

By

Published : Mar 18, 2021, 4:13 PM IST

কলকাতা, 18 মার্চ : বিধানসভা ভোটের আগে সারদা কাণ্ডে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে সিবিআই । এবার সারদার কর্ণধার সুদীপ্ত সেনের কাছ থেকে কয়েক কোটি টাকা নেওয়ার অভিযোগে সিবিআই নোটিস পাঠাল রাজ্যসভায় তৃণমূলের প্রাক্তন সাংসদ আহম্মেদ হোসেন ইমরানকে । চলতি সপ্তাহের মধ্যে তাঁকে হাজিরা দিতে বলা হয় ।

জানা গিয়েছে, একটি বাংলা দৈনিক চালাতে সুদীপ্ত সেন এককালীন ইমরানকে প্রায় 16 কোটি টাকা দিয়েছিলেন । অভিযোগ, প্রতি মাসে সংশ্লিষ্ট সংবাদপত্রটি প্রায় 60 থেকে 80 লক্ষ টাকা লোকসানে চলত ৷ তাও কীভাবে তিনি সুদীপ্ত সেনের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছিলেন, তা জানার জন্যই তাঁকে সিবিআই তলব করেছে বলে খবর ৷

আরও পড়ুন : কীভাবে 2 কেন্দ্রের ভোটার শুভেন্দু ? কমিশনে নালিশ তৃণমূলের

তবে এর আগেও ইমরানকে ইডির তরফেও নোটিস দিয়ে তলব করা হয়েছিল ।

কলকাতা, 18 মার্চ : বিধানসভা ভোটের আগে সারদা কাণ্ডে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে সিবিআই । এবার সারদার কর্ণধার সুদীপ্ত সেনের কাছ থেকে কয়েক কোটি টাকা নেওয়ার অভিযোগে সিবিআই নোটিস পাঠাল রাজ্যসভায় তৃণমূলের প্রাক্তন সাংসদ আহম্মেদ হোসেন ইমরানকে । চলতি সপ্তাহের মধ্যে তাঁকে হাজিরা দিতে বলা হয় ।

জানা গিয়েছে, একটি বাংলা দৈনিক চালাতে সুদীপ্ত সেন এককালীন ইমরানকে প্রায় 16 কোটি টাকা দিয়েছিলেন । অভিযোগ, প্রতি মাসে সংশ্লিষ্ট সংবাদপত্রটি প্রায় 60 থেকে 80 লক্ষ টাকা লোকসানে চলত ৷ তাও কীভাবে তিনি সুদীপ্ত সেনের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছিলেন, তা জানার জন্যই তাঁকে সিবিআই তলব করেছে বলে খবর ৷

আরও পড়ুন : কীভাবে 2 কেন্দ্রের ভোটার শুভেন্দু ? কমিশনে নালিশ তৃণমূলের

তবে এর আগেও ইমরানকে ইডির তরফেও নোটিস দিয়ে তলব করা হয়েছিল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.