কলকাতা, 14 অক্টোবর : এবার এসএসসি নিয়োগ দুর্নীতির (SSC Recruitment Scam) সঙ্গে গরু পাচারের যোগ খুঁজে পেলেন সিবিআইয়ের (CBI) গোয়েন্দারা । স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির সঙ্গে গরু পাচারের (Cattle Smuggling Scam) টাকা যুক্ত হয়েছিল বলে অভিযোগ ৷ এই অভিযোগে এবার নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত মিডলম্যান প্রসন্ন রায়ের স্ত্রী কাজল রায় এবং তার দূর সম্পর্কের ভাই রোহিত সিংকে তলব করল সিবিআই । নিজাম প্যালেস সূত্রের খবর, তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করা হবে । সেই বয়ান প্রসন্ন রায়ের বয়ানের সঙ্গে মিলিয়ে দেখবেন তদন্তকারী আধিকারিকরা ।
সিবিআই সূত্রের খবর, এসএসসি দুর্নীতি কাণ্ডে যে বিপুল পরিমাণে টাকা ফান্ডিং হয়েছিল, সেই টাকার সঙ্গে গরু পাচারের কালো টাকা রয়েছে । ধৃত মিডলম্যান প্রসন্ন রায়ের স্ত্রী এবং তাঁর ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য়ও সেই দিকেই ইঙ্গিত করছে ৷ কোটি কোটি টাকার ট্রানজাকশন হয়েছে এবং তাঁদের ব্যাংক অ্যাকাউন্টেও রয়েছে অনেক টাকা ৷ এছাড়াও একাধিক ভুয়ো কোম্পানির হদিস ইতিমধ্যেই পেয়েছেন সিবিআইয়ের আধিকারিকরা ।
এছাড়াও ধৃত প্রসন্ন রায়ের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে সিবিআইয়ের গোয়েন্দারা যে সকল নথিপত্র এবং কম্পিউটার, পেন ড্রাইভ, মোবাইল ফোন এবং মোবাইলের হোয়াটস অ্যাপ চ্যাট উদ্ধার করেছেন, সেগুলি খতিয়ে দেখেই গোয়েন্দারা এসএসসি দুর্নীতির সঙ্গে গরু পাচারের টাকার একটি লিংক খুঁজে পেয়েছেন ।
এখন দেখার এই সূত্র ধরে এগিয়ে আরও কোনও প্রভাবশালীর নাম খুঁজে পায় কি না সিবিআই !
আরও পড়ুন : 'কেষ্টর কেরামতি' ! কালো টাকা সাদা করতে নয়া উপায় খুঁজেছিলেন অনুব্রত দাবি সিবিআইয়ের