কলকাতা, 22 সেপ্টেম্বর : প্রায় দুই কোটি টাকা নয়-ছয় করার অভিযোগে ইছাপুর রাইফেল ফ্যাক্টারির (Rifle Factory Ishapore) এক আধিকারিককে গ্রেফতার করল সিবিআই (CBI)। ধৃতের নাম মধুসূদন মুখোপাধ্যায় ৷
সিবিআই সূত্রে খবর, 2012 থেকে 2016 সাল পর্যন্ত চার বছরে ব্যক্তিগত প্রয়োজনে টাকা তছরুপ করেন কোষাধ্যক্ষ মধুসূদন মুখোপাধ্যায় । ভুয়ো নথির মাধ্যমে তিনি টাকা তছরূপ করেছেন বলেই অভিযোগ সিবিআইয়ের ।
আরও পড়ুন : Crime : শহরে অবৈধ টেলিকম ইনস্টলেশন করে সাইবার হানার চেষ্টা, ভেস্তে দিল এসটিএফ
সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । তাঁকে প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় । অভিযোগ তাঁর বয়ানে অসঙ্গতি লক্ষ্য করা যায় । আর সেই কারণেই সিবিআইয়ের জালে ধরা পড়েন ওই কোষাধ্যক্ষ ।
আরও পড়ুন : Court Verdict: পুরুলিয়ায় গাঁজা মামলায় শিক্ষক শুভজিৎকে বেকসুর খালাস আদালতের
সিবিআইয়ের দাবি, এখনও পর্যন্ত 1 কোটি 70 লক্ষ টাকা তছরূপের প্রমাণ মিলেছে । আরও টাকা তছরূপ করেছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷
ইছাপুর রাইফেল ফ্যাক্টরির কর্মীদের অভিযোগ, কোষাধ্যক্ষ হওয়ার সুবাদে মধুসূদন মুখোপাধ্যায় টাকা তছরুপের সুযোগ পেয়েছেন ৷ প্রথমে কারও বিষয়টি নজরে পড়েনি ৷ পরে বিষয়টি আঁচ করতে পেরেই অভিযোগ করা হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ৷ সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে সিবিআই ৷
আরও পড়ুন : Purulia Child Murder Case : পুরুলিয়া সূচকাণ্ডে অভিযুক্তদের মৃত্যুদণ্ড ঘোষণা আদালতের