কলকাতা, 30 জানুয়ারি : রবিবার দুপুরে রাজভবনের সামনে উল্টে যাওয়া হাওড়া বাঁকড়া-পার্ক সার্কাস রুটের মিনিবাসটির চাকায় গলদ ছিল (Kolkata Bus Accident) ৷ ফরেনসিক দলের সদস্যদের এমনটাই অনুমান ৷ বাসের রিসোলিং টায়ারের জন্যই এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে ৷ এছাড়াও দীর্ঘদিন ধরে সার্ভিসিং না হওয়ায় বাসটিতে যাত্রীদের বসার সিটগুলিও খারাপ অবস্থায় রয়েছে বলে জানা গিয়েছে ৷
এদিন দুপুরে কলকাতার ডোরিনা ক্রসিংয়ে উল্টে যায় মিনি বাসটি ৷ প্রদত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বাসটির গতি অত্যন্ত বেশি ছিল, অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় সেটি ৷ ফরেনসিক বিশেষজ্ঞদের মতে, বাসটির টায়ার ফেটে গিয়েছিল ৷ বাসটির গতিবেগও প্রচণ্ড ছিল, টায়ারেও গলদ ছিল, ফলে টায়ারটি যখন ফাটে তখন নিয়ন্ত্রণ হারিয়েই উল্টে যায় মিনিবাসটি ৷
আরও পড়ুন : রাজভবনের কাছে উল্টে গেল বাস, আহত বেশ কয়েকজন
বাসটিতে 60 জন যাত্রী ছিলেন, তাঁদের মধ্যে 12 জনের আঘাত বেশি থাকায় তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৷