ETV Bharat / city

অশালীন ছবি বানিয়ে যৌন সম্পর্কের দাবি, পুলিশের দ্বারস্থ যুবতি - Cyber Crime

ফেসবুকে ভুয়ো প্রোফাইল ৷ সেই প্রোফাইল থেকে যুবতির সঙ্গে বন্ধুত্ব ৷ তারপর কুরুচিকর প্রস্তাব ৷ ব্ল্যাকমেল ৷ ঘটনার জেরে লালবাজার সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের অজ্ঞাত পরিচয় ওই ভুয়ো প্রোফাইল ব্যবহারকারীর বিরুদ্ধে ৷

Cyber Crime
প্রতীকি ছবি
author img

By

Published : Jan 23, 2020, 8:07 AM IST

কলকাতা, 23 জানুয়ারি : ফেসবুকে বন্ধুত্ব ৷ শুরুর দিকটা ঠিকঠাকই ছিল ৷ কিন্তু তারপরেই শুরু হয় সমস্যার ৷ ফেসবুকের মেসেঞ্জারে বিভিন্নরকমের আপত্তিজনক ছবি পাঠানো হয় ওই যুবতিকে ৷ আসে কুরুচিকর প্রস্তাবও ৷ এরপরই পুলিশের দ্বারস্থ হয় আনন্দপুর থানা এলাকার ওই যুবতি ৷ অভিযোগ জানানো হয়েছে লালবাজারের সাইবার ক্রাইম থানাতেও ৷

মাসকয়েক আগে সুপ্রিয়া মণ্ডল নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে ওই যুবতির কাছে ৷ প্রোফাইলে ছবিও ছিল এক মহিলার ৷ শুরুতে একফোঁটাও সন্দেহ হয়নি আনন্দপুরের ওই যুবতির ৷ কিন্তু কিছুদিন যেতে না যেতেই নিজের রূপ ধারণ করে ওই 'মহিলা' । অভিযোগকারী ওই যুবতির ছবি সুপার ইম্পোজ় করে বানানো হয় কয়েকটি আপত্তিজনক ছবি ৷ সেইসব ছবি কিছু সময়ের জন্য সোশাল মিডিয়ায় পোস্ট করে তা তুলে নেওয়া হয় ৷ এরপরেই শুরু হয় ব্ল্যাকমেল ৷ কুপ্রস্তাবে সারা না দেওয়ায় সেইসব ছবি সোশাল-মিডিয়ায় ভাইরাল করে দেওয়া করে দেওয়ারও হুমকি দেওয়া হয় ৷

আরও পড়ুন : সাইবার ক্রাইম নিয়ে স্বল্প দৈর্ঘ্যের ছবি, সচেতনতায় উদ্যোগ লালবাজারের

অভিযোগকারী ওই যুবতি ভয় পেয়ে পুরো ঘটনাটি স্বামীকে জানান । ওই প্রোফাইলের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে লালবাজারের সাইবার ক্রাইম থানাতেও ৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা ও সাইবার ক্রাইম বিভাগ ৷

কলকাতা, 23 জানুয়ারি : ফেসবুকে বন্ধুত্ব ৷ শুরুর দিকটা ঠিকঠাকই ছিল ৷ কিন্তু তারপরেই শুরু হয় সমস্যার ৷ ফেসবুকের মেসেঞ্জারে বিভিন্নরকমের আপত্তিজনক ছবি পাঠানো হয় ওই যুবতিকে ৷ আসে কুরুচিকর প্রস্তাবও ৷ এরপরই পুলিশের দ্বারস্থ হয় আনন্দপুর থানা এলাকার ওই যুবতি ৷ অভিযোগ জানানো হয়েছে লালবাজারের সাইবার ক্রাইম থানাতেও ৷

মাসকয়েক আগে সুপ্রিয়া মণ্ডল নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে ওই যুবতির কাছে ৷ প্রোফাইলে ছবিও ছিল এক মহিলার ৷ শুরুতে একফোঁটাও সন্দেহ হয়নি আনন্দপুরের ওই যুবতির ৷ কিন্তু কিছুদিন যেতে না যেতেই নিজের রূপ ধারণ করে ওই 'মহিলা' । অভিযোগকারী ওই যুবতির ছবি সুপার ইম্পোজ় করে বানানো হয় কয়েকটি আপত্তিজনক ছবি ৷ সেইসব ছবি কিছু সময়ের জন্য সোশাল মিডিয়ায় পোস্ট করে তা তুলে নেওয়া হয় ৷ এরপরেই শুরু হয় ব্ল্যাকমেল ৷ কুপ্রস্তাবে সারা না দেওয়ায় সেইসব ছবি সোশাল-মিডিয়ায় ভাইরাল করে দেওয়া করে দেওয়ারও হুমকি দেওয়া হয় ৷

আরও পড়ুন : সাইবার ক্রাইম নিয়ে স্বল্প দৈর্ঘ্যের ছবি, সচেতনতায় উদ্যোগ লালবাজারের

অভিযোগকারী ওই যুবতি ভয় পেয়ে পুরো ঘটনাটি স্বামীকে জানান । ওই প্রোফাইলের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে লালবাজারের সাইবার ক্রাইম থানাতেও ৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা ও সাইবার ক্রাইম বিভাগ ৷

Intro:কলকাতা, 22 জানুয়ারি: ফেসবুকে বন্ধুত্ব। আনন্দপুর থানা এলাকার যুবতী জানতেন বন্ধুদের রিকোয়েস্ট পাঠানো আগন্তুকও এক মহিলা। একসেপ্ট করে নেন ফ্রেন্ড রিকোয়েস্ট। এক ফোঁটাও সন্দেহ হয়নি তার। প্রোফাইলেও ছিল মহিলার ছবি। ডেসক্রিপশনেও তাই। কিছুদিন যেতেই নিজের রূপ ধারণ করে ওই “মহিলা"। অভিযোগকারী যুবতীর ছবি সুপারহিট পোস্ট করে বানানো হয় অশালীন ছবি। সেটি মেসেঞ্জারে পোস্ট করে দিয়ে শুরু হয় ব্ল্যাকমেইল। বলা হয়, তার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হতে হবে। না হলে সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল করে দেওয়া হবে ওই ছবি। ওই যুবতী আনন্দপুর থানার দ্বারস্থ হন‍। পাশাপাশি অভিযোগ জানিয়েছেন লালবাজারের সাইবারক্রাইম থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


Body:পুলিশকে ওই যুবতী যে অভিযোগ করেছেন তাতে বলা হয়েছে, সুপ্রিয়া মন্ডল নামে একটি ফেসবুক প্রোফাইল তাকে কয়েক মাস আগে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। সেটি তিনি অ্যাকসেপ্ট করেন। কয়েকদিন কথা বলার পর জমে ওঠে বন্ধুত্ব। দিন কয়েক পরে হঠাৎ তার মেসেঞ্জারে আসে কয়েকটি ছবি। দেখা যায় কোন নগ্ন মডেলের শরীরের সঙ্গে তার মুখ সুপার ইম্পোজ করে বানানো হয়েছে কিছু ছবি। অভিযোগ এরপর থেকেই তাকে ব্ল্যাকমেইল শুরু হয়। বলা হয়, যৌন সম্পর্কে লিপ্ত হতে হবে। তিনি ভয় পেয়ে পুরো ঘটনাটি স্বামীকে জানান। তারপরে দুজন মিলে এর মোকাবেলার চেষ্টা শুরু করেন। এরই মাঝে সুপ্রিয়া মণ্ডল নামে প্রোফাইলের অধিকারী কিছুক্ষণের জন্য ওই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তা তুলে নেন। এতে হুমকির বিষয়টি স্পষ্ট হয়। এর পরেই তারা পুলিশের দ্বারস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।


Conclusion:এরই মাঝে অভিযুক্ত প্রোফাইল থেকে বলা হয় তার সঙ্গে চ্যাট করতে হবে। তার দাবি মত এখনো কথাবার্তা চালিয়ে যাচ্ছেন ওই দম্পতি। কারণ তাদের সামাজিক সম্মানের ভয়। কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা বিষয়টিকে নিয়ে গুরত্বের সঙ্গে তদন্ত শুরু করেছে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.