ETV Bharat / city

Medical College Hospital: সরকারি হাসপাতালে পেল না বেড, বিনা চিকিৎসায় ফিরে গেল ক্যান্সার আক্রান্ত অঙ্গুরা

অঙ্গুরা বেগমকে আনা হয় কলকাতা মেডিক্যাল কলেজে(Medical College Hospital)। সেখানে একটি ইনজেকশন দিয়ে ফিরিয়ে দেওয়া হয় তাঁকে । দীর্ঘক্ষণ হাসপাতালের বাইরেই পড়ে রইল রোগী ৷

cancer patient returns home for not getting bed in Medical College Hospital
Medical College Hospital
author img

By

Published : Jul 2, 2022, 9:50 PM IST

কলকাতা, 2 জুলাই: বেড না-পেয়ে হাসপাতালের বাইরে মাটিতেই পড়ে রইল ক্যান্সার আক্রান্ত রোগী । উত্তর 24 পরগনার বারাসাত এলাকার পীরগাছার বাসিন্দা অঙ্গুরা বেগম । 17 দিন আগে তাঁর শরীরে ক্যান্সার ধরা পড়ে । তবে ব্লাড ক্যান্সার আক্রান্ত হওয়া সত্ত্বেও জায়গা হয়নি হাসপাতালের ভিতরে ।

প্রথমে বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল অঙ্গুরা বেগমকে । বেশ কিছু টেস্ট করার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা । আর সেই টেস্টের ভিত্তিতেই জানা গিয়েছে তিনি ব্লাড ক্যান্সার রোগে আক্রান্ত । শুধু ক্যান্সার আক্রান্ত নয়, সময় গড়াতেই অঙ্গুরা বেগমের দেহের বিভিন্ন অংশের দেখা মিলেছে কালো দাগের । তাঁর গোড়া থেকে অনর্গল বেরিয়ে আসছে রক্ত ।

cancer patient returns home for not getting bed in Medical College Hospital
প্রেসক্রিপশন লেখা রয়েছে 'নো বেড'

পরবর্তীকালে ওই রোগীর পরিবার রিপোর্ট নিয়ে পৌঁছয় ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে । তবে সেখানে খরচা শুনে পিছিয়ে আসেন রোগীর পরিবার । এর পরে তাঁকে নিয়ে আসা হয় কলকাতা মেডিক্যাল কলেজে (Medical College Hospital)। সেখানে একটি ইনজেকশন দিয়ে ফিরিয়ে দেওয়া হয় অঙ্গুরা বেগমকে । তার ছেলে শেখ আমির আলি রহমান বলেন, "ওখানকার চিকিৎসকেরা প্রেসক্রিপশন দেন এবং সেখানে লেখা রয়েছে 'নো বেড' ।" সারাদিন কেটে গেলেও বেড না-পেয়ে অগত্যা হাসপাতালের জরুরি বিভাগের বাইরে অপেক্ষা। স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও বেডের অভাবে এভাবেই মাটিতেই শুয়ে থাকেন তিনি ।

অন্যদিকে শনিবার ফের তাঁরা হাসপাতালে আসলে বিভিন্নভাবে হেনস্থার শিকার হতে হয় অঙ্গুরা বেগমের পরিবারকে । রোগীর এক আত্মীয় বলেন, "আজ হাসপাতালে আসলে প্রথমে বলা হয় জরুরি বিভাগের তিনতলায় যেতে । কিন্ত তারপর আমাদের বলা হয় এই কেস ওপিডির । অর্থাৎ আউটডোরে চিকিৎসা করা হবে । বিভিন্নভাবে হেনস্থার শিকার হই আমরা । এমনিতেই তিনি অসুস্থ তার উপর চিকিৎসা না-পেয়ে শারীরিক অবস্থা আরও সংকটজনক হয়ে পড়েছে ।"

দীর্ঘক্ষণ হাসপাতালের বাইরেই পড়ে রইল রোগী

আরও পড়ুন: রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উপর ভরসা রাখুন, ডক্টর'স ডে-তে বার্তা স্বাস্থ্য অধিকর্তার

পরিবার সূত্রে খবর, পরে হাসপাতাল থেকে জানানো হয় ওপিডিতে আজ চিকিৎসা হবে না অঙ্গুরা বেগমের ৷ ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসা হয় মঙ্গলবার ও বুধবার ৷ ফলে কার্যত বিনা চিকিৎসায় ফিরে যেতে হয় তাঁকে ৷ অঙ্গুরা বেগমের অবস্থা এখন আশঙ্কাজনক ৷ তবে শেষ পাওয়া খবর অনুযায়ী হাসপাতাল থেকে ফোন করে বলা হয়েছে সোমবারের মধ্যে বেড পেয়ে যাবে অঙ্গুরা বেগম (cancer patient returns home for not getting bed in Medical College Hospital)৷

কলকাতা, 2 জুলাই: বেড না-পেয়ে হাসপাতালের বাইরে মাটিতেই পড়ে রইল ক্যান্সার আক্রান্ত রোগী । উত্তর 24 পরগনার বারাসাত এলাকার পীরগাছার বাসিন্দা অঙ্গুরা বেগম । 17 দিন আগে তাঁর শরীরে ক্যান্সার ধরা পড়ে । তবে ব্লাড ক্যান্সার আক্রান্ত হওয়া সত্ত্বেও জায়গা হয়নি হাসপাতালের ভিতরে ।

প্রথমে বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল অঙ্গুরা বেগমকে । বেশ কিছু টেস্ট করার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা । আর সেই টেস্টের ভিত্তিতেই জানা গিয়েছে তিনি ব্লাড ক্যান্সার রোগে আক্রান্ত । শুধু ক্যান্সার আক্রান্ত নয়, সময় গড়াতেই অঙ্গুরা বেগমের দেহের বিভিন্ন অংশের দেখা মিলেছে কালো দাগের । তাঁর গোড়া থেকে অনর্গল বেরিয়ে আসছে রক্ত ।

cancer patient returns home for not getting bed in Medical College Hospital
প্রেসক্রিপশন লেখা রয়েছে 'নো বেড'

পরবর্তীকালে ওই রোগীর পরিবার রিপোর্ট নিয়ে পৌঁছয় ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে । তবে সেখানে খরচা শুনে পিছিয়ে আসেন রোগীর পরিবার । এর পরে তাঁকে নিয়ে আসা হয় কলকাতা মেডিক্যাল কলেজে (Medical College Hospital)। সেখানে একটি ইনজেকশন দিয়ে ফিরিয়ে দেওয়া হয় অঙ্গুরা বেগমকে । তার ছেলে শেখ আমির আলি রহমান বলেন, "ওখানকার চিকিৎসকেরা প্রেসক্রিপশন দেন এবং সেখানে লেখা রয়েছে 'নো বেড' ।" সারাদিন কেটে গেলেও বেড না-পেয়ে অগত্যা হাসপাতালের জরুরি বিভাগের বাইরে অপেক্ষা। স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও বেডের অভাবে এভাবেই মাটিতেই শুয়ে থাকেন তিনি ।

অন্যদিকে শনিবার ফের তাঁরা হাসপাতালে আসলে বিভিন্নভাবে হেনস্থার শিকার হতে হয় অঙ্গুরা বেগমের পরিবারকে । রোগীর এক আত্মীয় বলেন, "আজ হাসপাতালে আসলে প্রথমে বলা হয় জরুরি বিভাগের তিনতলায় যেতে । কিন্ত তারপর আমাদের বলা হয় এই কেস ওপিডির । অর্থাৎ আউটডোরে চিকিৎসা করা হবে । বিভিন্নভাবে হেনস্থার শিকার হই আমরা । এমনিতেই তিনি অসুস্থ তার উপর চিকিৎসা না-পেয়ে শারীরিক অবস্থা আরও সংকটজনক হয়ে পড়েছে ।"

দীর্ঘক্ষণ হাসপাতালের বাইরেই পড়ে রইল রোগী

আরও পড়ুন: রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উপর ভরসা রাখুন, ডক্টর'স ডে-তে বার্তা স্বাস্থ্য অধিকর্তার

পরিবার সূত্রে খবর, পরে হাসপাতাল থেকে জানানো হয় ওপিডিতে আজ চিকিৎসা হবে না অঙ্গুরা বেগমের ৷ ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসা হয় মঙ্গলবার ও বুধবার ৷ ফলে কার্যত বিনা চিকিৎসায় ফিরে যেতে হয় তাঁকে ৷ অঙ্গুরা বেগমের অবস্থা এখন আশঙ্কাজনক ৷ তবে শেষ পাওয়া খবর অনুযায়ী হাসপাতাল থেকে ফোন করে বলা হয়েছে সোমবারের মধ্যে বেড পেয়ে যাবে অঙ্গুরা বেগম (cancer patient returns home for not getting bed in Medical College Hospital)৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.