ETV Bharat / city

Calcutta High Court: 18 হাজারের বেশি শূন্যপদ ! শিক্ষা সচিবের কাছে হলফনামা তলব বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

প্রাথমিক, উচ্চপ্রাথমিক ও উচ্চমাধ্যমিক স্কুল ও মাদ্রাসাতে কোথায় কত পদ শূন্য আছে, তা জানাতে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ এ বিষয়ে শিক্ষা সচিবের কাছে হলফনামাও তলব করেছেন তিনি (Calcutta High Court asks WB govt to submit affidavit on vacant posts) ৷

Calcutta High Court
শিক্ষা সচিবের কাছে হলফনামা তলব হাইকোর্টের
author img

By

Published : Jul 25, 2022, 4:39 PM IST

Updated : Jul 25, 2022, 5:48 PM IST

কলকাতা, 25 জুলাই: রাজনীতির ময়দানে কেন বিচারবিভাগকে টেনে আনা হচ্ছে, এই প্রশ্ন তুলতেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই প্রকাশ্যে দাবি করেছিলেন, রাজ্যের স্কুলগুলিতে 18 হাজার শূন্য পদ নিয়োগের জন্য প্রস্তুত, কিন্তু আদালতে মামলা চলায় তা করা যাচ্ছে না ৷ এই ব্যাপারে প্রাথমিক, উচ্চপ্রাথমিক ও উচ্চমাধ্যমিক স্কুল ও মাদ্রাসাতে কোথায় কত পদ শূন্য আছে, তা জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ এ বিষয়ে শিক্ষা সচিবের কাছে হলফনামাও তলব করেছেন তিনি (Calcutta High Court asks WB govt to submit affidavit on vacant posts) ৷

21 জুলাইয়ের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, আদালতে মামলা চলার জন্য রাজ্যের বিভিন্ন স্কুলে প্রায় 18 হাজার নিয়োগ আটকে রয়েছে ৷ সেই প্রসঙ্গ উল্লেখ করে সোমবার হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "আমি বিভিন্ন সংবাদমাধ্যম থেকে জানতে পেরেছি প্রায় 18 হাজার চাকরির পদ শূন্য আছে রাজ্যের স্কুলগুলিতে । কিন্তু নিয়োগ করা যাচ্ছে না ।" এরপরেই বিচারপতি গঙ্গোপাধ্যায় রাজ্যের আইনজীবী অনির্বাণ রায়কে নির্দেশ দেন, কেন এবং কোন কোন মামলার জন্য এই নিয়োগ আটকে আছে সেই মামলাগুলির উল্লেখ করে আদালতে হলফনামা জমা দিতে হবে শিক্ষা সচিবকে ৷ শিক্ষক পদে কত পদ শূন্য পদ আছে তাও জানাতে হবে ৷ 29 জুলাইয়ের মধ্যে এই হলফনামা জমা দিতে হবে ৷ এর বেশি সময় দেওয়া যাবে না ।

যদিও আদালতে এদিন মুখ্যমন্ত্রীর নাম উল্লেখ না করে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যাক্তিত্ব বলেছেন বিচারপতি । অন্যদিকে বিথীকা আদক নামে এক মহিলা আদালতে হলফনামা দিয়ে জানিয়েছেন, পার্থ চট্রোপাধ্যায়ের ঘনিষ্ঠ 10 জনকে আলাদা আলাদা স্কুলে চাকরি দেওয়া হয়েছে ৷ বিস্মবর মণ্ডল নামে এক ব্যাক্তি যিনি পার্থ চট্রোপাধ্যায়ের নিরাপত্তা রক্ষী ছিলেন তাঁর পরিবারের সদস্য চাকরি পেয়েছেন বলে অভিযোগ । যাঁরা এভাবে চাকরি পেয়েছেন তাঁদেরকে এই মামলায় যুক্ত করা হোক আদালতে এদিন এই আবেদন জানিয়েছিলেন আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত । বিচারপতি গঙ্গোপাধ্যায় এঁদের মামলায় যুক্ত করে আগামী 17 অগস্ট আদালতে আসার নির্দেশ দিয়েছেন ৷

শিক্ষা সচিবের কাছে হলফনামা তলব বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

আরও পড়ুন: সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গেলেন পার্থর আইনজীবী

অন্যদিকে, 13 জন চাকরিপ্রার্থী তৃণমূল নেতা তাপস সাহাকে চিঠি দিয়ে টাকা ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন । ওই 13 জনকে এই মামলায় এদিন যুক্ত করা হয়েছে । তাঁরা হলফনামা জমা দেবেন আদালতে । 17 অগস্ট আদালতে হাজির থাকতে হবে তাঁদেরকে । এদিন রাজ্যের তরফে আদালতের কাছে বাগ কমিটির রিপোর্টের কপি চাওয়া হয়েছে ৷ কিন্তু এই মুহুর্তে কপি দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন সিবিআইয়ের আইনজীবী । তাঁর দাবি, তদন্তের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ । এ ব্যাপারে প্রয়োজনে হলফনামা দেবে সিবিআই । এই সংক্রান্ত বিষয়ে 17 অগাস্ট শুনানি হবে হাইকোর্টে ।

কলকাতা, 25 জুলাই: রাজনীতির ময়দানে কেন বিচারবিভাগকে টেনে আনা হচ্ছে, এই প্রশ্ন তুলতেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই প্রকাশ্যে দাবি করেছিলেন, রাজ্যের স্কুলগুলিতে 18 হাজার শূন্য পদ নিয়োগের জন্য প্রস্তুত, কিন্তু আদালতে মামলা চলায় তা করা যাচ্ছে না ৷ এই ব্যাপারে প্রাথমিক, উচ্চপ্রাথমিক ও উচ্চমাধ্যমিক স্কুল ও মাদ্রাসাতে কোথায় কত পদ শূন্য আছে, তা জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ এ বিষয়ে শিক্ষা সচিবের কাছে হলফনামাও তলব করেছেন তিনি (Calcutta High Court asks WB govt to submit affidavit on vacant posts) ৷

21 জুলাইয়ের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, আদালতে মামলা চলার জন্য রাজ্যের বিভিন্ন স্কুলে প্রায় 18 হাজার নিয়োগ আটকে রয়েছে ৷ সেই প্রসঙ্গ উল্লেখ করে সোমবার হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "আমি বিভিন্ন সংবাদমাধ্যম থেকে জানতে পেরেছি প্রায় 18 হাজার চাকরির পদ শূন্য আছে রাজ্যের স্কুলগুলিতে । কিন্তু নিয়োগ করা যাচ্ছে না ।" এরপরেই বিচারপতি গঙ্গোপাধ্যায় রাজ্যের আইনজীবী অনির্বাণ রায়কে নির্দেশ দেন, কেন এবং কোন কোন মামলার জন্য এই নিয়োগ আটকে আছে সেই মামলাগুলির উল্লেখ করে আদালতে হলফনামা জমা দিতে হবে শিক্ষা সচিবকে ৷ শিক্ষক পদে কত পদ শূন্য পদ আছে তাও জানাতে হবে ৷ 29 জুলাইয়ের মধ্যে এই হলফনামা জমা দিতে হবে ৷ এর বেশি সময় দেওয়া যাবে না ।

যদিও আদালতে এদিন মুখ্যমন্ত্রীর নাম উল্লেখ না করে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যাক্তিত্ব বলেছেন বিচারপতি । অন্যদিকে বিথীকা আদক নামে এক মহিলা আদালতে হলফনামা দিয়ে জানিয়েছেন, পার্থ চট্রোপাধ্যায়ের ঘনিষ্ঠ 10 জনকে আলাদা আলাদা স্কুলে চাকরি দেওয়া হয়েছে ৷ বিস্মবর মণ্ডল নামে এক ব্যাক্তি যিনি পার্থ চট্রোপাধ্যায়ের নিরাপত্তা রক্ষী ছিলেন তাঁর পরিবারের সদস্য চাকরি পেয়েছেন বলে অভিযোগ । যাঁরা এভাবে চাকরি পেয়েছেন তাঁদেরকে এই মামলায় যুক্ত করা হোক আদালতে এদিন এই আবেদন জানিয়েছিলেন আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত । বিচারপতি গঙ্গোপাধ্যায় এঁদের মামলায় যুক্ত করে আগামী 17 অগস্ট আদালতে আসার নির্দেশ দিয়েছেন ৷

শিক্ষা সচিবের কাছে হলফনামা তলব বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

আরও পড়ুন: সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গেলেন পার্থর আইনজীবী

অন্যদিকে, 13 জন চাকরিপ্রার্থী তৃণমূল নেতা তাপস সাহাকে চিঠি দিয়ে টাকা ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন । ওই 13 জনকে এই মামলায় এদিন যুক্ত করা হয়েছে । তাঁরা হলফনামা জমা দেবেন আদালতে । 17 অগস্ট আদালতে হাজির থাকতে হবে তাঁদেরকে । এদিন রাজ্যের তরফে আদালতের কাছে বাগ কমিটির রিপোর্টের কপি চাওয়া হয়েছে ৷ কিন্তু এই মুহুর্তে কপি দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন সিবিআইয়ের আইনজীবী । তাঁর দাবি, তদন্তের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ । এ ব্যাপারে প্রয়োজনে হলফনামা দেবে সিবিআই । এই সংক্রান্ত বিষয়ে 17 অগাস্ট শুনানি হবে হাইকোর্টে ।

Last Updated : Jul 25, 2022, 5:48 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.