কলকাতা, 12 ফেব্রুয়ারি: মেয়াদ পূরণের পর 4 অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের আর সংশোধনাগারে রাখা যাবে না, মঙ্গলবার এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷
প্রধান বিচারপতি রাধাকৃষ্ণান ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ বলে, 4 বন্দীকে সংশোধনাগার থেকে মুক্ত করে প্রয়োজন হলে নজরদারীতে রাখা যেতে পারে, যতদিন না তাদের মায়ানমারে ফেরত পাঠানো হচ্ছে ৷
পশ্চিমবঙ্গ ও কেন্দ্রীয় সরকারকে 26 ফেব্রুয়ারির মধ্যে ওই চার রোহিঙ্গাকে দেশে প্রত্যাবর্তনের কাজের কতদূর অগ্রগতি হয়েছে, সেই বিষয়ে একটি রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে বেঞ্চ ৷ শুনানি চলাকালীন বেঞ্চটি মৌখিকভাবে পর্যবেক্ষণ করে যে আদালত এই প্রক্রিয়াতে সময় লাগলে চার ব্যক্তির প্রত্যাবর্তন না হওয়া পর্যন্ত তাদের রাখার জন্য কোনও পরিকল্পনা প্রণয়নের কথা ভাবতে পারে ।
রাজ্য় সরকারের সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিলের তরফ থেকে জানানো হয়, ‘‘2016 সালে অনুপ্রবেশকারী চার রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয় এবং জেলা আদালত তাদের বৈদেশিক আইনের অধীনে 18 মাসের সাজা ঘোষণা করা হয় ৷ সাজা পূরণের পর তাদের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয় এবং একজনের দেশে ফেরার যাবতীয় প্রক্রিয়া সম্পন্নও হয়ে যায় ৷’’
আইনজীবী সুদীপ ঘোষচৌধুরি মেয়াদ পূরণের পর এখনও বন্দী থাকা ওই চার রোহিঙ্গাকে সংশোধনাগার থেকে মুক্তি দেওয়ার জন্য হাইকোর্টে একটি লিখিত আবেদন জমা দেন ৷