ETV Bharat / city

বেআইনি বেসরকারি বাস রুখতে পদক্ষেপ কলকাতা হাইকোর্টের - ধর্মতলার ব্যান্ডস্ট্যান্ড অঞ্চল

বাবুঘাট অঞ্চলে বেআইনি বেসরকারি বাস রুখতে এবার কড়া পদক্ষেপ করল কলকাতা হাই কোর্ট ।

Calcutta high court take action over illegally running private bus in kolkata
বেআইনি প্রাইভেট বাস রুখতে পদক্ষেপ নিল কলকাতা হাই কোর্ট
author img

By

Published : Feb 16, 2020, 1:35 AM IST

কলকাতা, 16ফেব্রুয়ারি : বাবুঘাট অঞ্চলে বেআইনি বেসরকারি বাস রুখতে এবার কড়া পদক্ষেপ করল কলকাতা হাইকোর্ট । বাবুঘাট বা ধর্মতলার বাসস্ট্য়ান্ড অঞ্চলে 30C ও 30C/1 রুটের যেসব বেআইনি বাস চলাচল করত ৷ সেই বাস আর ওই রাস্তায় ঢুকতে পারবে না ।

দূষণ রুখতে ও যানজট এড়াতে কোর্টের নির্দেশে শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে বাসের সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হয় । 2003 সালে এ বিষয় কলকাতা হাই কোর্টের একটি নির্দেশিকা জারি হয় । এই নির্দেশিকা অনুসারে বাবুঘাট এলাকায় 30C ও 30C/1 মোট 60টি বাস চালাবার অনুমতি পায় । তবে পরবর্তী সময় ওই রুটে এই দুটি বাসের সংখ্যা গিয়ে ঠেকে 80-তে । দীর্ঘ 2 বছর শুনানি হওয়ার পর সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত ও প্রতীকপ্রকাশ বন্দ্যোপাধ্যায় মামলাটির রায় দেন ।

তাঁরা বলেন, বাবুঘাটের মতো বাণিজ্যিক এলাকায় নির্ধারিত সংখ্যা ছাড়া বেআইনিভাবে একটি বাসও চলাচল করতে পারবে না । ওই রুটের বৈধ বাস মালিকদের পক্ষে মামলাটি লড়েন অরিন্দম চট্টোপাধ্যায় । তিনি বলেন, ''দীর্ঘ দিনের লড়াইয়ের পর অবশেষে আদালত প্রথমে যে 60টি 30c 30c/1 চলার রায় বেরিয়ে ছিল সেই রায় বহাল রেখেছে ।''

কলকাতা, 16ফেব্রুয়ারি : বাবুঘাট অঞ্চলে বেআইনি বেসরকারি বাস রুখতে এবার কড়া পদক্ষেপ করল কলকাতা হাইকোর্ট । বাবুঘাট বা ধর্মতলার বাসস্ট্য়ান্ড অঞ্চলে 30C ও 30C/1 রুটের যেসব বেআইনি বাস চলাচল করত ৷ সেই বাস আর ওই রাস্তায় ঢুকতে পারবে না ।

দূষণ রুখতে ও যানজট এড়াতে কোর্টের নির্দেশে শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে বাসের সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হয় । 2003 সালে এ বিষয় কলকাতা হাই কোর্টের একটি নির্দেশিকা জারি হয় । এই নির্দেশিকা অনুসারে বাবুঘাট এলাকায় 30C ও 30C/1 মোট 60টি বাস চালাবার অনুমতি পায় । তবে পরবর্তী সময় ওই রুটে এই দুটি বাসের সংখ্যা গিয়ে ঠেকে 80-তে । দীর্ঘ 2 বছর শুনানি হওয়ার পর সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত ও প্রতীকপ্রকাশ বন্দ্যোপাধ্যায় মামলাটির রায় দেন ।

তাঁরা বলেন, বাবুঘাটের মতো বাণিজ্যিক এলাকায় নির্ধারিত সংখ্যা ছাড়া বেআইনিভাবে একটি বাসও চলাচল করতে পারবে না । ওই রুটের বৈধ বাস মালিকদের পক্ষে মামলাটি লড়েন অরিন্দম চট্টোপাধ্যায় । তিনি বলেন, ''দীর্ঘ দিনের লড়াইয়ের পর অবশেষে আদালত প্রথমে যে 60টি 30c 30c/1 চলার রায় বেরিয়ে ছিল সেই রায় বহাল রেখেছে ।''

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.