ETV Bharat / city

Kalyani AIIMS Recruitment Case: কল্যাণী এইমসে বেআইনি নিয়োগের অভিযোগ, সিআইডি'র থেকে রিপোর্ট তলব হাইকোর্টের - calcutta high court summons cid to submit report on kalyani aiims recruitment investigation

মৈত্রী দানা নামে এক তরুণীকে বেআইনিভাবে কল্যাণী এইমসে চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন সুজিত চক্রবর্তী নামে এক ব্যাক্তি (Kalyani AIIMS Recruitment Case)। ওই তরুণী বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়ে ৷

AIIMS Kalyani
সিআইডির থেকে রিপোর্ট তলব হাইকোর্টের
author img

By

Published : Aug 5, 2022, 8:55 PM IST

কলকাতা, 5 অগস্ট: কল্যাণী এইমসে বেআইনি নিয়োগ সংক্রান্ত মামলায় সিআইডি'র কাছে তদন্তের অগ্রগতি রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court summons CID) । শুক্রবার হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে আগামী 16 অগস্টের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দিতে হবে আদালতে ।

উল্লেখ্য, মৈত্রী দানা নামে এক তরুণীকে বেআইনিভাবে কল্যাণী এইমসে চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন সুজিত চক্রবর্তী নামে এক ব্যাক্তি । সিবিআই তদন্ত চেয়ে মামলা করেছিলেন তিনি । বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়ে মৈত্রী । কল্যাণী এইমসে মৈত্রী দানা ডেটা এন্ট্রি অপারেটর পদে চাকরি পেয়েছেন । মাসিক বেতন 30 হাজার টাকা ।

আরও পড়ুন: বিধায়ক পদ ছাড়তে চান পার্থ, 'অপা'কে 14 দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে চায় ইডি

অভিযোগ, নিয়োগের কোনও পরীক্ষা না দিয়েই তিনি চাকরি পেয়েছেন ৷ বিজেপি নেতা সুভাষ সরকারের সুপারিশে এই চাকরি তিনি পেয়েছেন বলে অভিযোগ উঠেছে ৷ বর্তমানে সিআইডি এর তদন্ত করছে ৷

কলকাতা, 5 অগস্ট: কল্যাণী এইমসে বেআইনি নিয়োগ সংক্রান্ত মামলায় সিআইডি'র কাছে তদন্তের অগ্রগতি রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court summons CID) । শুক্রবার হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে আগামী 16 অগস্টের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দিতে হবে আদালতে ।

উল্লেখ্য, মৈত্রী দানা নামে এক তরুণীকে বেআইনিভাবে কল্যাণী এইমসে চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন সুজিত চক্রবর্তী নামে এক ব্যাক্তি । সিবিআই তদন্ত চেয়ে মামলা করেছিলেন তিনি । বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়ে মৈত্রী । কল্যাণী এইমসে মৈত্রী দানা ডেটা এন্ট্রি অপারেটর পদে চাকরি পেয়েছেন । মাসিক বেতন 30 হাজার টাকা ।

আরও পড়ুন: বিধায়ক পদ ছাড়তে চান পার্থ, 'অপা'কে 14 দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে চায় ইডি

অভিযোগ, নিয়োগের কোনও পরীক্ষা না দিয়েই তিনি চাকরি পেয়েছেন ৷ বিজেপি নেতা সুভাষ সরকারের সুপারিশে এই চাকরি তিনি পেয়েছেন বলে অভিযোগ উঠেছে ৷ বর্তমানে সিআইডি এর তদন্ত করছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.