ETV Bharat / city

Alapan Bandyopadhyay : আলাপন-মামলার রায়দান স্থগিত রাখল হাইকোর্ট - আলাপন-মামলার রায়দান স্থগিত রাখল হাইকোর্ট

গতকাল আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Bandyopadhyay) সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে প্রিন্সিপাল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা করেছিলেন । বুধবার সেই মামলার শুনানি হলেও রায়দান স্থগিত রাখল বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ । তবে দ্রুত মামলার রায়দান হবে বলে জানানো হয়েছে ৷

Alapan Bandyopadhyay, Calcutta High Court
Alapan Bandyopadhyay
author img

By

Published : Oct 27, 2021, 4:08 PM IST

Updated : Oct 27, 2021, 4:41 PM IST

কলকাতা, 27 অক্টোবর : সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে প্রিন্সিপাল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) গতকাল মামলা করেছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Bandyopadhyay) । এই সংক্রান্ত মামলার শুনানি শেষ হয়েছে বুধবার । শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ । দ্রুতই মামলার রায়দান করা হবে বলে জানিয়েছে ডিভিশন বেঞ্চ ।

কলকাতায় সুদীর্ঘ ভ্যাকেশন চলছে বলে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের প্রিন্সিপাল বেঞ্চ কলকাতা থেকে মামলা সরানোর অনুমতি দিয়েছে বলে যুক্তি দেন কেন্দ্রের তরফের আইনজীবী । বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য তখন বলেন, কোর্ট তো খোলা রয়েছে ৷

আজ মামলার শুনানিতে আলাপন বন্দ্যোপাধ্যায়ের তরফে আইনজীবী শ্যাম দেওয়ান বলেন, "সুপার সাইক্লোন যশের কাজে মুখ্যমন্ত্রীর সঙ্গে ব্যস্ত থাকায় 28 মে প্রধানমন্ত্রীর কলাইকুন্ডা সভায় তিনি বেশি সময় উপস্থিত থাকতে পারেননি । মুখ্যমন্ত্রী 31 মে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে সমস্ত বিষয় জানিয়ে ছিলেন । নিশ্চয়ই আকাশ ভেঙে পড়ার মতো কোনও ঘটনা ঘটেনি । ইতিমধ্যেই এই ঘটনায় একদফা তদন্ত হয়েছে । 2 নভেম্বর ফের তদন্ত হওয়ার কথা । কলকাতাই আমার কর্মক্ষেত্র ছিল । ফলে মামলা এখানেই হওয়া উচিত । জুরিসডিকশনের কথা উঠলেও এখানেই মামলার শুনানি করা উচিত । পাশাপাশি কোনও তাড়াহুড়ো আছে বলে মনে হয় না ।" একই সঙ্গে তিনি কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি নিশীথা মাত্রের একটি রায়ের কথা উল্লেখ করেন, যা এই মামলার ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে বলে তিনি মনে করেন ।

অন্যদিকে কেন্দ্রের তরফে আইনজীবী বিক্রমজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, "টেরিটোরিয়াল জুরিসডিকশন ছাড়া হাইকোর্ট কোনও মামলায় হস্তক্ষেপ করতে পারে না ৷ এখানে দিল্লির প্রিন্সিপাল বেঞ্চ নির্দেশ দিয়েছে । ফলে কলকাতা হাইকোর্টের জুরিসডিকশন নেই মামলা শোনার ৷ পাশাপাশি মামলার গুরুত্বপূর্ণ নথিপত্র থেকে শুরু করে সংশ্লিষ্ট অফিস-আদালত সবই দিল্লিতে, সেই কারণেই সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের প্রিন্সিপাল বেঞ্চ চেয়ারম্যান এই নির্দেশ দিয়েছেন ৷ পাশাপাশি কলকাতায় এখন দীর্ঘদিন ধরে ছুটি চলছে, সেটাও বিচার্য ।"

তখন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য বলেন, "কিন্তু ছুটি চললেও আদালত তো খোলা রয়েছে !" তারপরে বিচারপতি জানান, বিচারপতি নিশীথা মাত্রের নির্দেশটি ডিভিশন বেঞ্চ ভাল করে খতিয়ে দেখবে । তারপর এই মামলার শীঘ্রই রায় দান করা হবে । আপাতত রায়দান স্থগিত রাখছে আদালত ।

আরও পড়ুন : Alapan Bandyopadhyay : রাজ্যের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়কে প্রাণনাশের হুমকি চিঠি

কলকাতা, 27 অক্টোবর : সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে প্রিন্সিপাল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) গতকাল মামলা করেছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Bandyopadhyay) । এই সংক্রান্ত মামলার শুনানি শেষ হয়েছে বুধবার । শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ । দ্রুতই মামলার রায়দান করা হবে বলে জানিয়েছে ডিভিশন বেঞ্চ ।

কলকাতায় সুদীর্ঘ ভ্যাকেশন চলছে বলে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের প্রিন্সিপাল বেঞ্চ কলকাতা থেকে মামলা সরানোর অনুমতি দিয়েছে বলে যুক্তি দেন কেন্দ্রের তরফের আইনজীবী । বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য তখন বলেন, কোর্ট তো খোলা রয়েছে ৷

আজ মামলার শুনানিতে আলাপন বন্দ্যোপাধ্যায়ের তরফে আইনজীবী শ্যাম দেওয়ান বলেন, "সুপার সাইক্লোন যশের কাজে মুখ্যমন্ত্রীর সঙ্গে ব্যস্ত থাকায় 28 মে প্রধানমন্ত্রীর কলাইকুন্ডা সভায় তিনি বেশি সময় উপস্থিত থাকতে পারেননি । মুখ্যমন্ত্রী 31 মে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে সমস্ত বিষয় জানিয়ে ছিলেন । নিশ্চয়ই আকাশ ভেঙে পড়ার মতো কোনও ঘটনা ঘটেনি । ইতিমধ্যেই এই ঘটনায় একদফা তদন্ত হয়েছে । 2 নভেম্বর ফের তদন্ত হওয়ার কথা । কলকাতাই আমার কর্মক্ষেত্র ছিল । ফলে মামলা এখানেই হওয়া উচিত । জুরিসডিকশনের কথা উঠলেও এখানেই মামলার শুনানি করা উচিত । পাশাপাশি কোনও তাড়াহুড়ো আছে বলে মনে হয় না ।" একই সঙ্গে তিনি কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি নিশীথা মাত্রের একটি রায়ের কথা উল্লেখ করেন, যা এই মামলার ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে বলে তিনি মনে করেন ।

অন্যদিকে কেন্দ্রের তরফে আইনজীবী বিক্রমজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, "টেরিটোরিয়াল জুরিসডিকশন ছাড়া হাইকোর্ট কোনও মামলায় হস্তক্ষেপ করতে পারে না ৷ এখানে দিল্লির প্রিন্সিপাল বেঞ্চ নির্দেশ দিয়েছে । ফলে কলকাতা হাইকোর্টের জুরিসডিকশন নেই মামলা শোনার ৷ পাশাপাশি মামলার গুরুত্বপূর্ণ নথিপত্র থেকে শুরু করে সংশ্লিষ্ট অফিস-আদালত সবই দিল্লিতে, সেই কারণেই সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের প্রিন্সিপাল বেঞ্চ চেয়ারম্যান এই নির্দেশ দিয়েছেন ৷ পাশাপাশি কলকাতায় এখন দীর্ঘদিন ধরে ছুটি চলছে, সেটাও বিচার্য ।"

তখন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য বলেন, "কিন্তু ছুটি চললেও আদালত তো খোলা রয়েছে !" তারপরে বিচারপতি জানান, বিচারপতি নিশীথা মাত্রের নির্দেশটি ডিভিশন বেঞ্চ ভাল করে খতিয়ে দেখবে । তারপর এই মামলার শীঘ্রই রায় দান করা হবে । আপাতত রায়দান স্থগিত রাখছে আদালত ।

আরও পড়ুন : Alapan Bandyopadhyay : রাজ্যের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়কে প্রাণনাশের হুমকি চিঠি

Last Updated : Oct 27, 2021, 4:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.