ETV Bharat / city

Bhabanipur Bye Election : মুখ্যসচিবের চিঠির কড়া সমালোচনা হাইকোর্টের, ভবানীপুর উপনির্বাচনে কোনও বাধা নেই

author img

By

Published : Sep 28, 2021, 11:31 AM IST

Updated : Sep 28, 2021, 1:06 PM IST

ভবানীপুর উপনির্বাচনে আর কোনও বাধা রইল না ৷ উপনির্বাচন সংক্রান্ত মামলায় আজ এই নির্দেশ দিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের ডিভিশন বেঞ্চ ৷

Bhabanipur Bye Election
Bhabanipur Bye Election

কলকাতা, 28 সেপ্টেম্বর : ভবানীপুর উপনির্বাচন নিয়ে মামলার রায় দিতে গিয়ে কলকাতা হাইকোর্ট আজ রাজ্যের মুখ্যসচিবকে কড়া ভাষায় জানিয়ে দিলেন যে, নির্বাচন কমিশনকে নির্বাচনী নির্ঘন্ট নিয়ে কোনও চিঠি কোনও আমলা দিতে পারেন না ৷ একইসঙ্গে আদালত এও জানায় যে, ভবানীপুর উপনির্বাচন নিয়ে কোনও বাধা নেই ৷

রাজ্যের মুখ্যসচিব নির্বাচন কমিশনকে একটি চিঠি দিয়ে আর্জি জানিয়েছিলেন যে, ভবানীপুরে উপনির্বাচন না সংঘটিত হলে সাংবিধানিক সঙ্কট তৈরি হতে পারে ৷ এই চিঠির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় ।

আজ মামলার রায় দিতে গিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের ডিভিশন বেঞ্চ জানায় যে, কোনও আমলা কখনোই এই ধরনের চিঠি দিতে পারেন না ৷ কোথাও বিধায়ক পদ খালি হলে সেখানে সাংবিধানিক সঙ্কট তৈরি হতে পারে কি না সে বিষয়ে আমলারা কোনওভাবেই তা জানাতে পারেন না ৷

তবে আপাতত 30 সেপ্টেম্বরের উপনির্বাচনে আর কোনও আইনি বাধা রইল না । এমনটাই নির্দেশ দিল হাইকোর্ট ৷

রায়দানের পর রাজ্য সরকারের তরফে সওয়ালকারী আইনজীবী ললিত মোহন মাহাত বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে মামলা এখানে করা হয়েছিল সেই মামলার শুনানিতে আমাদের বক্তব্য ভালভাবে বলতেই দেওয়া হয়নি । তবে প্রধান বিচারপতি ভরা আদালতে মূলত তিনটি বিষয় জানিয়েছেন ৷ তা হল নির্বাচন সংঘটিত করা যাবে, রাজ্যের মুখ্যসচিবকে নিয়ে কিছু মন্তব্য করেছে আদালত সেগুলো মামলার রায় দেখে আরও ভাল করে জানা যাবে ৷ এছাড়া এই ধরনের নির্বাচনের ক্ষেত্রে জনগণের টাকা খরচ করা নিয়ে যে মামলা সেই মামলার শুনানি হবে 17 নভেম্বর ৷"

মামলাকারীর তরফের আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় জানান, আজকের রায় আসলে তাদেরই অবস্থানকে স্বীকৃতি দিচ্ছে ৷ নির্বাচন আটকানোর উদ্দেশ্য ছিল না মামলাকারীদের । ফলে এই রায় তাদেরই জয় ।

আরও পড়ুন : Bhabanipur- Bye-Election : ভবানীপুরে উপনির্বাচন না হলে সাংবিধানিক সঙ্কট কেন, কমিশনকে হলফনামা পেশের নির্দেশ আদালতের

কলকাতা, 28 সেপ্টেম্বর : ভবানীপুর উপনির্বাচন নিয়ে মামলার রায় দিতে গিয়ে কলকাতা হাইকোর্ট আজ রাজ্যের মুখ্যসচিবকে কড়া ভাষায় জানিয়ে দিলেন যে, নির্বাচন কমিশনকে নির্বাচনী নির্ঘন্ট নিয়ে কোনও চিঠি কোনও আমলা দিতে পারেন না ৷ একইসঙ্গে আদালত এও জানায় যে, ভবানীপুর উপনির্বাচন নিয়ে কোনও বাধা নেই ৷

রাজ্যের মুখ্যসচিব নির্বাচন কমিশনকে একটি চিঠি দিয়ে আর্জি জানিয়েছিলেন যে, ভবানীপুরে উপনির্বাচন না সংঘটিত হলে সাংবিধানিক সঙ্কট তৈরি হতে পারে ৷ এই চিঠির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় ।

আজ মামলার রায় দিতে গিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের ডিভিশন বেঞ্চ জানায় যে, কোনও আমলা কখনোই এই ধরনের চিঠি দিতে পারেন না ৷ কোথাও বিধায়ক পদ খালি হলে সেখানে সাংবিধানিক সঙ্কট তৈরি হতে পারে কি না সে বিষয়ে আমলারা কোনওভাবেই তা জানাতে পারেন না ৷

তবে আপাতত 30 সেপ্টেম্বরের উপনির্বাচনে আর কোনও আইনি বাধা রইল না । এমনটাই নির্দেশ দিল হাইকোর্ট ৷

রায়দানের পর রাজ্য সরকারের তরফে সওয়ালকারী আইনজীবী ললিত মোহন মাহাত বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে মামলা এখানে করা হয়েছিল সেই মামলার শুনানিতে আমাদের বক্তব্য ভালভাবে বলতেই দেওয়া হয়নি । তবে প্রধান বিচারপতি ভরা আদালতে মূলত তিনটি বিষয় জানিয়েছেন ৷ তা হল নির্বাচন সংঘটিত করা যাবে, রাজ্যের মুখ্যসচিবকে নিয়ে কিছু মন্তব্য করেছে আদালত সেগুলো মামলার রায় দেখে আরও ভাল করে জানা যাবে ৷ এছাড়া এই ধরনের নির্বাচনের ক্ষেত্রে জনগণের টাকা খরচ করা নিয়ে যে মামলা সেই মামলার শুনানি হবে 17 নভেম্বর ৷"

মামলাকারীর তরফের আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় জানান, আজকের রায় আসলে তাদেরই অবস্থানকে স্বীকৃতি দিচ্ছে ৷ নির্বাচন আটকানোর উদ্দেশ্য ছিল না মামলাকারীদের । ফলে এই রায় তাদেরই জয় ।

আরও পড়ুন : Bhabanipur- Bye-Election : ভবানীপুরে উপনির্বাচন না হলে সাংবিধানিক সঙ্কট কেন, কমিশনকে হলফনামা পেশের নির্দেশ আদালতের

Last Updated : Sep 28, 2021, 1:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.