ETV Bharat / city

SSC Corruption Case : শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে রিপোর্ট তলব হাইকোর্টের - এসএসসির নিয়োগে দুর্নীতির অভিযোগ

এসএসসি’র নিয়োগে দুর্নীতির অভিযোগ ৷ 2016 সালে হওয়া স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় কৃতকার্যদের নিয়োগপত্র দেওয়ার ক্ষেত্রে এই দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ যা নিয়ে প্রায় শতাধিক মামলা কলকাতা হাইকোর্টে দায়ের হল ৷ এ নিয়ে পুজোর পর রাজ্য সরকারের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে আদালত ৷

Calcutta High Court summoned State Government for allegations of corruption in SSC recruitment
2016’র এসএসসি’র শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের
author img

By

Published : Oct 5, 2021, 9:34 PM IST

Updated : Oct 6, 2021, 8:40 AM IST

কলকাতা, 5 অক্টোবর : 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ ৷ আর সেই দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের হল শতাধিক মামলা ৷ বিচারপতি সৌগত ভট্টাচার্য সেই সব মামলায় রিপোর্ট তলব করেছেন ৷ পুজোর ছুটির পর রাজ্যকে এ ব্যাপারে রিপোর্ট দিয়ে জানাতে হবে চাকরিপ্রার্থীদের অভিযোগ আদৌ সত্যি না মিথ্যে ৷ আগামী 12 নভেম্বর ফের এই সমস্ত মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে ৷

অভিযোগ, এসএসসি’তে নিয়োগ হওয়া শেখ ইনসান আলি তফসিলি উপজাতির পরুষ ও মহিলাদের তালিকায় 144 নম্বর ব়্যাঙ্ক করেছিলেন । তিনি নবম ও দশম শ্রেণির ইতিহাসের শিক্ষক হিসেবে চাকরি পেয়েছেন ৷ বাণী নিকেতন আর এম বিদ্যালয় নামে একটি স্কুলে তিনি বর্তমানে চাকরি করছেন ৷ অথচ একই তালিকায় তাঁর আগে থাকা সেতাবউদ্দিন 140 ব়্যাঙ্ক করেছেন, মহম্মদ আলি 143 ব়্যাঙ্ক করেছিলেন এবং শেখ মইদুল ইসলাম যাঁর ব়্যাঙ্ক ছিল 134 ৷ তাঁরা কেউ চাকরি পাননি ৷

আরও পড়ুন : Calcutta High Court : অঙ্গ পাচারের অভিযোগ, করোনায় মৃত মহিলার ডিএনএ পরীক্ষার নির্দেশ হাইকোর্টের

অভিযোগ উঠেছে, ইংরেজি বিষয়ের অকৃতকার্য চাকরিপ্রার্থীকে নিয়োগপত্র দেওয়া হয়েছে ৷ অভিযোগ, বহু অকৃতকার্য প্রার্থীকে একাদশ-দ্বাদশের জীবনবিজ্ঞান ও ভূগোলে শিক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে ৷ এমন অকৃতকার্য প্রার্থীদের নিয়োগপত্র দেওয়ার অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ পাশাপাশি বাংলা বিষয়ে কৃতকার্য চাকরি প্রার্থী শিরিন মোস্তাফি মামলা করেছেন কলকাতা হাইকোর্টে ৷ তফসিলি উপজাতির তালিকায় 87 নম্বর ব়্যাঙ্ক করেছেন ৷ অন্যদিকে, ইলোরা হক নামে এক চাকরিপ্রার্থী 121 ব়্যাঙ্ক করেছেন ৷ পাশাপাশি মহিলা ও পুরুষদের মিলিত তালিকায় ইলোরা হকের 194 এবং শিরিন মোস্তাফি 146 নম্বর ব়্যাঙ্ক করেছেন ৷ অথচ চাকরি পেয়েছেন ইলোরা হক ৷

2016’র এসএসসি’র শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

আরও পড়ুন : Calcutta High Court : রাজ্য স্বাস্থ্য কমিশনারের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে

মামলার ব্যাপারে মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিম জানিয়েছেন, ‘‘2016 সালের নিয়োগ প্রক্রিয়া করোনা পরিস্থিতির কারণে প্রায় 2021 সাল পর্যন্ত চলেছে ৷ চাকরি প্রার্থীরা আরটিআই করে জানতে পেরেছেন, এক দু’জন নয়, একাধিক চাকরিপ্রার্থীর ক্ষেত্রেই এই ঘটনা ঘটেছে ৷ মেধাতালিকায় পিছনের দিকে থাকা অনেক চাকরি প্রার্থী ইতিমধ্যে চাকরিতে নিযুক্ত হয়েছেন ৷ কিন্তু, তুলনায় যাঁরা আগে ছিলেন, তাঁরা চাকরি পাননি ৷ এ নিয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্য স্কুল সার্ভিস কমিশনের রিপোর্ট তলব করেছেন ৷ আগামী 12 নভেম্বর ফের এই মামলার শুনানি রয়েছে ৷’’

কলকাতা, 5 অক্টোবর : 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ ৷ আর সেই দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের হল শতাধিক মামলা ৷ বিচারপতি সৌগত ভট্টাচার্য সেই সব মামলায় রিপোর্ট তলব করেছেন ৷ পুজোর ছুটির পর রাজ্যকে এ ব্যাপারে রিপোর্ট দিয়ে জানাতে হবে চাকরিপ্রার্থীদের অভিযোগ আদৌ সত্যি না মিথ্যে ৷ আগামী 12 নভেম্বর ফের এই সমস্ত মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে ৷

অভিযোগ, এসএসসি’তে নিয়োগ হওয়া শেখ ইনসান আলি তফসিলি উপজাতির পরুষ ও মহিলাদের তালিকায় 144 নম্বর ব়্যাঙ্ক করেছিলেন । তিনি নবম ও দশম শ্রেণির ইতিহাসের শিক্ষক হিসেবে চাকরি পেয়েছেন ৷ বাণী নিকেতন আর এম বিদ্যালয় নামে একটি স্কুলে তিনি বর্তমানে চাকরি করছেন ৷ অথচ একই তালিকায় তাঁর আগে থাকা সেতাবউদ্দিন 140 ব়্যাঙ্ক করেছেন, মহম্মদ আলি 143 ব়্যাঙ্ক করেছিলেন এবং শেখ মইদুল ইসলাম যাঁর ব়্যাঙ্ক ছিল 134 ৷ তাঁরা কেউ চাকরি পাননি ৷

আরও পড়ুন : Calcutta High Court : অঙ্গ পাচারের অভিযোগ, করোনায় মৃত মহিলার ডিএনএ পরীক্ষার নির্দেশ হাইকোর্টের

অভিযোগ উঠেছে, ইংরেজি বিষয়ের অকৃতকার্য চাকরিপ্রার্থীকে নিয়োগপত্র দেওয়া হয়েছে ৷ অভিযোগ, বহু অকৃতকার্য প্রার্থীকে একাদশ-দ্বাদশের জীবনবিজ্ঞান ও ভূগোলে শিক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে ৷ এমন অকৃতকার্য প্রার্থীদের নিয়োগপত্র দেওয়ার অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ পাশাপাশি বাংলা বিষয়ে কৃতকার্য চাকরি প্রার্থী শিরিন মোস্তাফি মামলা করেছেন কলকাতা হাইকোর্টে ৷ তফসিলি উপজাতির তালিকায় 87 নম্বর ব়্যাঙ্ক করেছেন ৷ অন্যদিকে, ইলোরা হক নামে এক চাকরিপ্রার্থী 121 ব়্যাঙ্ক করেছেন ৷ পাশাপাশি মহিলা ও পুরুষদের মিলিত তালিকায় ইলোরা হকের 194 এবং শিরিন মোস্তাফি 146 নম্বর ব়্যাঙ্ক করেছেন ৷ অথচ চাকরি পেয়েছেন ইলোরা হক ৷

2016’র এসএসসি’র শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

আরও পড়ুন : Calcutta High Court : রাজ্য স্বাস্থ্য কমিশনারের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে

মামলার ব্যাপারে মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিম জানিয়েছেন, ‘‘2016 সালের নিয়োগ প্রক্রিয়া করোনা পরিস্থিতির কারণে প্রায় 2021 সাল পর্যন্ত চলেছে ৷ চাকরি প্রার্থীরা আরটিআই করে জানতে পেরেছেন, এক দু’জন নয়, একাধিক চাকরিপ্রার্থীর ক্ষেত্রেই এই ঘটনা ঘটেছে ৷ মেধাতালিকায় পিছনের দিকে থাকা অনেক চাকরি প্রার্থী ইতিমধ্যে চাকরিতে নিযুক্ত হয়েছেন ৷ কিন্তু, তুলনায় যাঁরা আগে ছিলেন, তাঁরা চাকরি পাননি ৷ এ নিয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্য স্কুল সার্ভিস কমিশনের রিপোর্ট তলব করেছেন ৷ আগামী 12 নভেম্বর ফের এই মামলার শুনানি রয়েছে ৷’’

Last Updated : Oct 6, 2021, 8:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.