কলকাতা, 8 জুন: অঙ্কের শিক্ষক সিদ্দিক গাজির নিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা (HC on Recruitment Scam)। সিদ্দিক গাজিকে সম্পূর্ণ বেআইনি ভাবে নিয়োগ করা হয়েছে দেখে গত সোমবার তাঁর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন তিনি (Siddique Gazi)।
বিচারপতি এ দিন জানান, 2016 সালের গ্রুপ-সি, ডি ও শিক্ষক নিয়োগ সংক্রান্ত সব বিষয়েই সিবিআই তদন্ত চলছে । সেই কারণে সিবিআইয়ের হাতে সিদ্দিক গাজির সমস্ত তথ্য তুলে দেওয়ার নির্দেশ দেন তিনি । তবে 17 মার্চ 2022 তাঁর চাকরি বাতিল করা হলেও মামলাকারী অনুপ গুপ্তকে সেটা জানানা হয়নি কেন, তা আদালতের বোধ্যগম্য হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতি মান্থা ।
এ দিন শুনানিতে মামলাকারীর তরফে আইনজীবী ফিরদৌস শামিম বলেন, যেহেতু 2016 সালের সব নিয়োগ প্রক্রিয়ায় সিবিআই তদন্ত করছে, তাই এখানেও সিবিআইকেই তদন্তের দায়িত্ব দেওয়া উচিত ।
আরও পড়ুন: SSC Corruption Case : এসএসসি নিয়োগ দুর্নীতির জেরে এবার চাকরি খোয়ালেন মুর্শিদাবাদের সিদ্দিক গাজি
রাজ্যের তরফে আইনজীবী সম্রাট সেন জানান, "সিদ্দিক গাজিকে কেন বেশি র্যাংক থাকা সত্ত্বেও চাকরি দেওয়া হয়েছে সেটাই এই মামলার বিষয় । কিন্তু গাজির চাকরির সঙ্গে আর একটি মামলা জড়িয়ে রয়েছে । গাজির চাকরি ভুল ভাবে দেওয়া হয়েছিল বলে ইতিমধ্যে 17 মার্চ তা বাতিল করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের রুল অনুযায়ী ।"
বিচারপতি মান্থা জানতে চান, "পুনরায় তাঁকে কোনও নিয়োগপত্র দেওয়া হয়নি তো ?" রাজ্যের আইনজীবী সম্রাট সেন বলেন, "সেটা খতিয়ে দেখতে হবে ।"
তারপরই বিচারপতি সমস্ত তথ্য সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন ।
উল্লেখ্য, 2016 সালের অঙ্ক বিষয়ে মেধা তালিকায় 200 নম্বরে নাম ছিল মামলাকারী অনুপ গুপ্তর । আর 275 নম্বরে নাম ছিল সিদ্দিক গাজি নামে প্রার্থীর । কিন্তু সিদ্দিক গাজিই চাকরি পেয়ে স্কুলে নিযুক্ত হন । বিচারপতি এটা দেখার পর সঙ্গে সঙ্গে সিদ্দিক গাজির চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিলেন । তবে মামলাকারী অনুপ গুপ্ত চাকরি পাবেন কি না, সেটা স্পষ্ট হয়নি আজকের নির্দেশে (Calcutta High Court orders Siddique Gazi to submit his recruitment document to CBI)।