কলকাতা, 17 অগস্ট: রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নিরাপত্তারক্ষী বিশ্বম্ভর মণ্ডলের আত্মীয়-সহ মোট 10 জনকে প্রাথমিক স্কুলে চাকরি দেওয়ার অভিযোগ সংক্রান্ত মামলায় নয়া মোড় ৷ এই মামলায় এদের প্রত্যেকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta HC on Primary Recruitment Case) ৷ বুধবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly) ৷ আগামী 1 সেপ্টেম্বর তাদের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ৷
বুধবার এই মামলার শুনানিতে মামলাকারীর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের আর্জির প্রেক্ষিতে পার্থ চট্টোপাধ্যায়ের নিরাপত্তারক্ষী বিশ্বম্ভর মণ্ডলের চাকরিপ্রাপ্ত আত্মীয়-স্বজনদের মধ্যে অরূপ ভৌমিক, পূর্ণ মণ্ডল, অমলেশ রায়, সৌম্যব্রত পণ্ডিতরা আদালতে হাজির হয়েছিলেন । এদের ও বাকিদের 1 সেপ্টেম্বর সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ৷ এদের আলাদা আলাদাভাবে জেরা করে হবে কি না তা ঠিক করবে সিবিআই ৷ 2 সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি ৷
আরও পড়ুন: শর্তসাপেক্ষে জামিন পেলেও ঝাড়খণ্ডের 3 বিধায়ককে থাকতে হবে কলকাতায়
প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বোর্ডের দেওয়া নথিপত্র, এক মাস হয়ে গেলেও এখনও সিএফএসল-এ পাঠানো হয়নি । বৃহস্পতিবারই এই সমস্ত নথি এই কেন্দ্রীয় ল্যাবে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত ৷ 15 সেপ্টম্বরের মধ্যে যেন রিপোর্ট পাওয়া যায়, তা নিশ্চিত করার নির্দেশও দেন বিচারপতি গঙ্গোপাধ্যায় । এছাড়াও রমেশ মালি মামলায় এদিন আদালতে হলফনামা জমা দিয়েছেন মামলাকারীরা । পাশাপাশি, সিবিআই তাদের তদন্তের প্রাথমিক রিপোর্টও এদিন আদালতে পেশ করেছে ।