কলকাতা, 6 জুন : পুরুলিয়ার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় সিঙ্গেল বেঞ্চের দেওয়া সিবিআই তদন্তের নির্দেশই বহাল রাখল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ (Calcutta High Court orders on Tapan Kandu Murder Case)। নির্দেশে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব উল্লেখ করেন, "আমরা সিঙ্গল বেঞ্চের নির্দেশে কোনও ত্রুটি আছে বলে মনে করছি না । তাই রাজ্যের আবেদন খারিজ করা হচ্ছে ।"
বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চ তপন কান্দু খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন । সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আপিল করেছিল রাজ্য ।
প্রসঙ্গত, 13 মার্চ খুন হয়েছিলেন পুরুলিয়ার ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু । দীর্ঘদিন ধরে বলার পরও শাসক দলে যোগদান না করায় তাঁকে খুন হতে হয়েছে বলেই তপন বাবুর স্ত্রী পূর্ণিমা কান্দু দাবি করেন । বিচারপতি রাজাশেখর মান্থা সিবিআইকে এই খুনের তদন্ত করার নির্দেশ দেন । কারণ এই খুনের ঘটনায় স্থানীয় পুলিশ প্রশাসন জড়িত বলে তদন্ত নিরপেক্ষ হওয়া সম্ভব নয়, নির্দেশে উল্লেখ করেছিলেন বিচারপতি মান্থার সিঙ্গেল বেঞ্চ ।