ETV Bharat / city

bsf ambit increase case: বিএসএফ-এর সীমানা বৃদ্ধি মামলায় কেন্দ্র-রাজ্যের হলফনামা চাইল হাইকোর্ট - বিএসএফ-এর সীমানা বৃদ্ধি মামলা

বিএসএফের সীমানা বৃদ্ধি সংক্রান্ত মামলায় (bsf area increase case) কেন্দ্র ও রাজ্য সরকারের বক্তব্য জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট (calcutta high court)৷ দু‘পক্ষকেই হলফনামা জমা (HC orders to submit affidavit) দিতে বলা হয়েছে ৷

calcutta-high-court-orders-centre-and-bengal-govt-to-submit-affidavit-over-bsf-area-increase-case
বিএসএফ-এর সীমানা বৃদ্ধি মামলায় কেন্দ্র-রাজ্যের হলফনামা চাইল হাইকোর্ট
author img

By

Published : Dec 14, 2021, 2:10 PM IST

Updated : Dec 14, 2021, 4:32 PM IST

কলকাতা, 14 ডিসেম্বর: বিএসএফ-এর সীমানা বৃদ্ধি সংক্রান্ত মামলায় (bsf area increase case) কেন্দ্র ও রাজ্যের বক্তব্য জানতে চাইল কলকাতা হাইকোর্ট (calcutta high court)। 22 ফেব্রুয়ারির মধ্যে দুই পক্ষকেই হলফনামা (HC orders to submit affidavit) দিয়ে তাদের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ ।

এ সংক্রান্ত মামলার শুনানিতে আজ মামলাকারী সায়ন বন্দ্যোপাধ্যায়ের তরফে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় বলেন, "বিএসএফ-এর সীমানা বৃদ্ধি কেন্দ্র ও রাজ্যের যে ফেডারেল স্ট্রাকচার রয়েছে, তার উপর সরাসরি আক্রমণ । এই বিষয়ে রাজ্য যদি সুপ্রিম কোর্টে কোনও মামলা না করে থাকে, তাহলে কেন্দ্রীয় সরকার যে ভাবে ক্ষমতার অপব্যবহার করছে সেই বিষয়টি খতিয়ে দেখার ক্ষমতা আছে হাইকোর্টের । সংবিধানের 139 ধারার অপব্যবহার করছে কেন্দ্র ।"

আরও পড়ুন: Jagdeep Dhankhar writes to Sukhendu Sekhar Roy : বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধি নিয়ে সুখেন্দুশেখরকে জবাবি চিঠি ধনকড়ের

এই বক্তব্যের পর রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, "পঞ্জাব ইতিমধ্যেই এই বিষয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা করেছে । আমরা এখনও মামলার কপি দেখিনি । তাদের কী বক্তব্য সেটা খতিয়ে দেখার পর রাজ্য তার বক্তব্য জানাবে ।"

কেন্দ্রের তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ওয়াইজে দস্তুর বলেছেন, "রাজস্থান ও গুজরাটে বিএসএফ-এর সীমানা 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। পশ্চিমবঙ্গে আগে যে 15 কিলোমিটার পর্যন্ত বিএসএফের সীমানা ছিল সেটা 50 কিলোমিটার করা হয়েছে । পঞ্জাবেও এই সীমানা 50 কিলোমিটার করা হয়েছে ।" তবে এ ব্যাপারে মামলাকারীর বক্তব্যের প্রেক্ষিতে কেন্দ্রকে তাদের বক্তব্য জানানোর জন্য সময় দিতে হবে বলে জানান তিনি ।

বিএসএফ-এর সীমানা বৃদ্ধি মামলায় কেন্দ্র-রাজ্যের হলফনামা চাইল হাইকোর্ট

আরও পড়ুন : CM Mamata on BSF : বিএসএফের উপর নজর রাখতে পুলিশ-প্রশাসনকে নির্দেশ মুখ্যমন্ত্রীর

সংবিধানের 139 নং ধারায় বিএসএফ-এর ক্ষমতা সংক্রান্ত বিষয়ে উল্লেখ রয়েছে । 1968 সালের এই আইন অনুযায়ী প্রাথমিকভাবে সীমানা এলাকায় 15 কিলোমিটার পর্যন্ত সীমান্তরক্ষী বাহিনী একচ্ছত্র ক্ষমতার অধিকারী । রাজস্ব সংক্রান্ত বিষয় ছাড়া অন্যান্য বিষয়ে বিএসএফ প্রভূত ক্ষমতা ভোগ করে । সম্প্রতি কেন্দ্রীয় সরকার বিএসএফ-এর ওই 15 কিলোমিটার পর্যন্ত যে সীমা ছিল, সেটাকে বৃদ্ধি করে 50 কিলোমিটার করেছে । যদিও অ্যাডিশনাল সলিসিটর জেনারেল আজ কলকাতা হাইকোর্টে জানিয়েছেন, অনেক আগে থেকেই রাজস্থান ও গুজরাটে বিএসএফ-এর সীমানা 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ।

কলকাতা, 14 ডিসেম্বর: বিএসএফ-এর সীমানা বৃদ্ধি সংক্রান্ত মামলায় (bsf area increase case) কেন্দ্র ও রাজ্যের বক্তব্য জানতে চাইল কলকাতা হাইকোর্ট (calcutta high court)। 22 ফেব্রুয়ারির মধ্যে দুই পক্ষকেই হলফনামা (HC orders to submit affidavit) দিয়ে তাদের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ ।

এ সংক্রান্ত মামলার শুনানিতে আজ মামলাকারী সায়ন বন্দ্যোপাধ্যায়ের তরফে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় বলেন, "বিএসএফ-এর সীমানা বৃদ্ধি কেন্দ্র ও রাজ্যের যে ফেডারেল স্ট্রাকচার রয়েছে, তার উপর সরাসরি আক্রমণ । এই বিষয়ে রাজ্য যদি সুপ্রিম কোর্টে কোনও মামলা না করে থাকে, তাহলে কেন্দ্রীয় সরকার যে ভাবে ক্ষমতার অপব্যবহার করছে সেই বিষয়টি খতিয়ে দেখার ক্ষমতা আছে হাইকোর্টের । সংবিধানের 139 ধারার অপব্যবহার করছে কেন্দ্র ।"

আরও পড়ুন: Jagdeep Dhankhar writes to Sukhendu Sekhar Roy : বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধি নিয়ে সুখেন্দুশেখরকে জবাবি চিঠি ধনকড়ের

এই বক্তব্যের পর রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, "পঞ্জাব ইতিমধ্যেই এই বিষয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা করেছে । আমরা এখনও মামলার কপি দেখিনি । তাদের কী বক্তব্য সেটা খতিয়ে দেখার পর রাজ্য তার বক্তব্য জানাবে ।"

কেন্দ্রের তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ওয়াইজে দস্তুর বলেছেন, "রাজস্থান ও গুজরাটে বিএসএফ-এর সীমানা 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। পশ্চিমবঙ্গে আগে যে 15 কিলোমিটার পর্যন্ত বিএসএফের সীমানা ছিল সেটা 50 কিলোমিটার করা হয়েছে । পঞ্জাবেও এই সীমানা 50 কিলোমিটার করা হয়েছে ।" তবে এ ব্যাপারে মামলাকারীর বক্তব্যের প্রেক্ষিতে কেন্দ্রকে তাদের বক্তব্য জানানোর জন্য সময় দিতে হবে বলে জানান তিনি ।

বিএসএফ-এর সীমানা বৃদ্ধি মামলায় কেন্দ্র-রাজ্যের হলফনামা চাইল হাইকোর্ট

আরও পড়ুন : CM Mamata on BSF : বিএসএফের উপর নজর রাখতে পুলিশ-প্রশাসনকে নির্দেশ মুখ্যমন্ত্রীর

সংবিধানের 139 নং ধারায় বিএসএফ-এর ক্ষমতা সংক্রান্ত বিষয়ে উল্লেখ রয়েছে । 1968 সালের এই আইন অনুযায়ী প্রাথমিকভাবে সীমানা এলাকায় 15 কিলোমিটার পর্যন্ত সীমান্তরক্ষী বাহিনী একচ্ছত্র ক্ষমতার অধিকারী । রাজস্ব সংক্রান্ত বিষয় ছাড়া অন্যান্য বিষয়ে বিএসএফ প্রভূত ক্ষমতা ভোগ করে । সম্প্রতি কেন্দ্রীয় সরকার বিএসএফ-এর ওই 15 কিলোমিটার পর্যন্ত যে সীমা ছিল, সেটাকে বৃদ্ধি করে 50 কিলোমিটার করেছে । যদিও অ্যাডিশনাল সলিসিটর জেনারেল আজ কলকাতা হাইকোর্টে জানিয়েছেন, অনেক আগে থেকেই রাজস্থান ও গুজরাটে বিএসএফ-এর সীমানা 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ।

Last Updated : Dec 14, 2021, 4:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.