কলকাতা, 19 মার্চ : বিধাননগর পুর এলাকায় বেআইনি নির্মাণ অবিলম্বে বন্ধ করার নির্দেশ কলকাতা হাইকোর্টের । বেআইনি নির্মাণ অবিলম্বে বন্ধ না করলে দুর্নীতি দমন আইনে কমিশনারকেই অভিযুক্ত করা হবে জানাল কলকাতা হাইকোর্ট । পাশাপাশি বিধান নগর পুরসভার 35 ও 36 নম্বর ওয়ার্ডের সমস্ত বেআইনি নির্মাণ ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত । ওই দুই ওয়ার্ডে আপাতত কোনও নির্মাণ করা চলবে না । করতে গেলে কমিশনারের নেতৃত্বে গঠিত একটি টাস্কফোর্সের মাধ্যমে পুরো বিষয়টি প্রথমে খতিয়ে দেখার নির্দেশ আদালতের ।
বিধাননগরের নওগাঁ, শান্তিনগর ও নবপল্লী এলাকায় জমি মাফিয়াদের আঁতুড়ঘর হয়ে উঠেছে । মোট 11 টি প্লটে বেআইনি নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ ওঠে । এর পেছনে পুরনিগম ও নগর উন্নয়ন দফতরের লোকজন যুক্ত রয়েছে দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা করেন সুমন দাস নামে এক ব্যক্তি । এই মামলার পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বিধাননগর মিউনিসিপাল কমিশনার এবং নগর উন্নয়ন দফতরের কাছে 11 জানুয়ারি রিপোর্ট তলব করে আদালত ।
আজ, শুক্রবার মামলার শুনানিতে মামলাকারী তরফে আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বলেন, "সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণ করা হয়েছে । এর পেছনে কমিশনারের হাতে রয়েছে । পুনর্বাসনের নাম করে জমি মাফিয়াদের দৌরাত্ম্য চলছে রমরমিয়ে । কিন্তু কমিশনারের তরফে দেবব্রত সাহা রায় বলেন, "বিধাননগরের ওই এলাকায় কিছু দরিদ্র মানুষকে পুনর্বাসন দেওয়ার জন্য পুরসভা পুনর্বাসন পার্ক তৈরি করে দিয়েছে । সেখানে কিছু বিল্ডিং-এর প্ল্যান ছিল না বলে ইতিমধ্যেই ভেঙে দেওয়া হয়েছে।"
আরও পড়ুন : বার ডান্সার সহ গাড়ি ও টাকা উদ্ধার পোলবায়
তখন প্রধান বিচারপতি অত্যন্ত ক্ষোভের সঙ্গে প্রশ্ন করেন, বেআইনি নির্মাণের ব্যাপারে কমিশনার কি পদক্ষেপ নিয়েছে ? অবিলম্বে সমস্ত বেআইনি নির্মাণ বন্ধ করতে হবে । পাশাপাশি তিনি নির্দেশ দেন, কমিশনার এবং নগর উন্নয়ন দফতর আলাদা টাস্কফোর্স গঠন করে পুরো বিষয় খতিয়ে দেখবে । জুন মাসে ফের শুনানি এই মামলার ।