ETV Bharat / city

Debasree Roy Foundation : কুকুরকে খাওয়ানোর বিল 4 লক্ষ টাকা, দেবশ্রী রায় ফাউন্ডেশনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি - Calcutta High Court issues Contempt of Court against Debasree Roy Foundation

কুকুরটিকে খাওয়ানোর খরচ হিসেবে 4 লক্ষ 10 হাজার 500 টাকা দাবি করা হয় সংগঠনের তরফ থেকে ৷ তারপরেই দেবশ্রী রায় ফাউন্ডেশনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করল কলকাতা হাইকোর্ট (Contempt of Court against Debasree Roy Foundation) ৷

Debasree Roy Foundation News
কুকুরকে খাওয়ানোর বিল 4 লক্ষ টাকা
author img

By

Published : Jun 9, 2022, 8:11 PM IST

Updated : Jun 9, 2022, 10:32 PM IST

কলকাতা, 9 জুন : কুকুরকে খাওয়ানোর খরচ 4 লক্ষ 10 হাজার 500 টাকা ৷ বিজয়গড়ের সুকন্যা মীরবাহারের ম্যাস্টিফ হারিয়ে গিয়েছিল ৷ সেটিকেই খুঁজে পেয়ে দেবশ্রী রায় ফাউন্ডেশনে দিয়ে এসেছিল কয়েকজন ৷ ফাউন্ডেশন এর সঙ্গে যোগাযোগ করলে সুকন্যাকে কুকুরটি ফেরত দিতে অস্বীকার করে সংগঠন । বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি (Contempt of Court against Debasree Roy Foundation) ।

কুকুর ফেরত দেওয়া তো দূরের কথা, সেটিকে খাওয়ানোর খরচ হিসেবে 4 লক্ষ 10 হাজার 500 টাকা দাবি করা হয় সংগঠনের তরফ থেকে ৷ তারপরেই দেবশ্রী রায় ফাউন্ডেশনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করল কলকাতা হাইকোর্ট ৷

কলকাতা হাইকোর্ট সূত্রে খবর, ব্রুনো নামের ফরাসি মাস্টিফ প্রজাতির কুকুরটি বিজয়গড়ের সুকন্যা মীরবাহারের । 2021 সালের 14 ডিসেম্বর রহস্যজনকভাবে হারিয়ে যায় সেটি । সেদিন রাতেই পরিবারের তরফে গলফগ্রিন থানায় নিখোঁজ হওয়ার ঘটনা জানিয়ে অভিযোগ দায়ের করেন তাঁরা । কিন্তু খোঁজ না মেলায় ফেসবুকে ছবি দিয়ে খোঁজ শুরু করে মীরবাহার পরিবার ।

ফেসবুকের সূত্রেই তাঁরা জানতে পারেন এমন দেখতে একটি কুকুরকে হাওড়া পাঁচলা এলাকায় জনগণ দেখতে পেয়েছিল ৷ তারপর সেটিকে স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে তুলে দেওয়া হয় । ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করলে তারা কুকুরটি ফেরত দিতে অস্বীকার করে । এদিন বিচারপতি রাজশেখর মান্থা প্রথমে কুকুরটির শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দেন পশু চিকিৎসকে ।

আরও পড়ুন : বাংলায় হাজির সাংঘাতিক সংক্রামক পারভোভাইরাস, মৃত 250 কুকুর! মানুষ নিরাপদ ?

সেই সূত্রে জানা যায় সুকন্যা ও তাঁর পরিবারের লোকজনকে দেখে চিনতে পেরেছে সে । লেজ নেড়ে নানা রকম অঙ্গভঙ্গি করেছে ব্রুনো । তারপরই বিচারপতি নির্দেশ দেন, অবিলম্বে কুকুরটিকে ওই ভদ্রমহিলার হাতে তুলে দিতে হবে । ফেব্রুয়ারি মাসে নির্দেশ দিলেও ফাউন্ডেশন কুকুরটিকে ফেরত না দিয়ে সেটির খাওয়ার খরচ বাবদ উলটে 4 লক্ষ 10 হাজার 500 টাকার বিল পাঠায় ওই পরিবারকে । বিচারপতি রাজশেখর মান্থা সমস্ত শোনার পর সংস্থার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন । পরবর্তী শুনানি 23 জুন।

কলকাতা, 9 জুন : কুকুরকে খাওয়ানোর খরচ 4 লক্ষ 10 হাজার 500 টাকা ৷ বিজয়গড়ের সুকন্যা মীরবাহারের ম্যাস্টিফ হারিয়ে গিয়েছিল ৷ সেটিকেই খুঁজে পেয়ে দেবশ্রী রায় ফাউন্ডেশনে দিয়ে এসেছিল কয়েকজন ৷ ফাউন্ডেশন এর সঙ্গে যোগাযোগ করলে সুকন্যাকে কুকুরটি ফেরত দিতে অস্বীকার করে সংগঠন । বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি (Contempt of Court against Debasree Roy Foundation) ।

কুকুর ফেরত দেওয়া তো দূরের কথা, সেটিকে খাওয়ানোর খরচ হিসেবে 4 লক্ষ 10 হাজার 500 টাকা দাবি করা হয় সংগঠনের তরফ থেকে ৷ তারপরেই দেবশ্রী রায় ফাউন্ডেশনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করল কলকাতা হাইকোর্ট ৷

কলকাতা হাইকোর্ট সূত্রে খবর, ব্রুনো নামের ফরাসি মাস্টিফ প্রজাতির কুকুরটি বিজয়গড়ের সুকন্যা মীরবাহারের । 2021 সালের 14 ডিসেম্বর রহস্যজনকভাবে হারিয়ে যায় সেটি । সেদিন রাতেই পরিবারের তরফে গলফগ্রিন থানায় নিখোঁজ হওয়ার ঘটনা জানিয়ে অভিযোগ দায়ের করেন তাঁরা । কিন্তু খোঁজ না মেলায় ফেসবুকে ছবি দিয়ে খোঁজ শুরু করে মীরবাহার পরিবার ।

ফেসবুকের সূত্রেই তাঁরা জানতে পারেন এমন দেখতে একটি কুকুরকে হাওড়া পাঁচলা এলাকায় জনগণ দেখতে পেয়েছিল ৷ তারপর সেটিকে স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে তুলে দেওয়া হয় । ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করলে তারা কুকুরটি ফেরত দিতে অস্বীকার করে । এদিন বিচারপতি রাজশেখর মান্থা প্রথমে কুকুরটির শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দেন পশু চিকিৎসকে ।

আরও পড়ুন : বাংলায় হাজির সাংঘাতিক সংক্রামক পারভোভাইরাস, মৃত 250 কুকুর! মানুষ নিরাপদ ?

সেই সূত্রে জানা যায় সুকন্যা ও তাঁর পরিবারের লোকজনকে দেখে চিনতে পেরেছে সে । লেজ নেড়ে নানা রকম অঙ্গভঙ্গি করেছে ব্রুনো । তারপরই বিচারপতি নির্দেশ দেন, অবিলম্বে কুকুরটিকে ওই ভদ্রমহিলার হাতে তুলে দিতে হবে । ফেব্রুয়ারি মাসে নির্দেশ দিলেও ফাউন্ডেশন কুকুরটিকে ফেরত না দিয়ে সেটির খাওয়ার খরচ বাবদ উলটে 4 লক্ষ 10 হাজার 500 টাকার বিল পাঠায় ওই পরিবারকে । বিচারপতি রাজশেখর মান্থা সমস্ত শোনার পর সংস্থার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন । পরবর্তী শুনানি 23 জুন।

Last Updated : Jun 9, 2022, 10:32 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.