ETV Bharat / city

রিকশা মালিকদের 1 লাখ টাকা ভর্তুকি, রাজ্যকে নির্দেশ হাইকোর্টের

author img

By

Published : Jan 23, 2020, 8:51 AM IST

বেআইনি রিকশা বন্ধ করতে গত বছর রাজ্য সরকার ই-রিকশা মালিকদের ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করেছিল ৷ তা বাস্তবায়িত না হওয়ায় আদালতের দ্বারস্থ হন বৈধ রিকশা মালিকরা৷ তাদের আবেদনের ভিত্তিতেই হাইকোর্টের এই নির্দেশ ৷

Calcutta High Court directs state government
কলকাতা হাইকোর্ট

কলকাতা, 23 জানুয়ারি : গতিধারা প্রকল্পে 192 জন রিকশা মালিককে এক লাখ টাকা করে ভর্তুকি দিতে রাজ্য সরকারকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ বেআইনি রিকশা বন্ধ করতে গত বছর রাজ্য সরকার ই-রিকশা মালিকদের ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করেছিল ৷ তা বাস্তবায়িত না হওয়ায় আদালতের দ্বারস্থ হন বৈধ রিকশা মালিকরা ৷ তাঁদের আবেদনের ভিত্তিতেই হাইকোর্টের এই নির্দেশ ৷


গত বছর 11 জুলাই রিকশা সংক্রান্ত একটি মামলায় হলফনামা দিয়ে রাজ্য সরকার জানিয়েছিল, বেআইনি রিকশা বন্ধ করতে ই-রিকশা মালিকদের 1 লাখ টাকা করে ভর্তুকি দেওয়া হবে ৷ কিন্তু প্রায় ছ’মাস পেরিয়ে গেলেও রাজ্য সরকার তাদের কথা রাখেনি ৷ এদিকে বেআইনি ই-রিকশা বাতিল করতে তৎপর হয়েছে পুলিশ ৷ বিভিন্ন জায়গায় পুলিশি ধরপাকড়ের জেরে রিকশা নিয়ে রাস্তায় বের হতে ভয় পাচ্ছে মালিকরা ৷ রুজি-রুটিতে টান পড়েছে ৷ এই পরিস্থিতিতে আদালতের দ্বারস্থ হন 192জন রিকশা মালিক ৷ তাঁদের হয়ে মামলা করেন কণিষ্ক সিনহা নামে এক ব্যক্তি ৷

গতকাল মামলার শুনানি চলাকালীন রাজ্য সরকার হলফনামা দিয়ে তাঁদের বক্তব্য জানানোর জন্য সময় চেয়েছিল ৷ কিন্তু সব্যসাচী ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ তা খারিজ করে দেন ৷ আগামী তিন সপ্তাহের মধ্যে মামলাকারী 192জন রিকশা মালিককে এক লাখ টাকা করে ভর্তুকি দেওয়ার নির্দেশ দেন বিচারপতি ৷ প্রসঙ্গত, যে রিকশা মালিকরা হাইকোর্টে মামলা করেছিলেন, তাঁরা প্রত্যেকেই হাওড়ার বাসিন্দা ৷ তাহলে রাজ্যের বাকি রিকশা মালিকরা কি এই সুবিধা পাবেন না ? উত্তরে কণিষ্ক সিনহা বলেন, "এই রায় সমস্ত মালিকদের জন্যই প্রযোজ্য ৷ আইনি পথে তারাও এই সুবিধা গ্রহণ করতে পারবেন৷''

কলকাতা হাইকোর্টে মামলার তথ্য জানতে 'বিচার ঘড়ি' চালু

কলকাতা, 23 জানুয়ারি : গতিধারা প্রকল্পে 192 জন রিকশা মালিককে এক লাখ টাকা করে ভর্তুকি দিতে রাজ্য সরকারকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ বেআইনি রিকশা বন্ধ করতে গত বছর রাজ্য সরকার ই-রিকশা মালিকদের ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করেছিল ৷ তা বাস্তবায়িত না হওয়ায় আদালতের দ্বারস্থ হন বৈধ রিকশা মালিকরা ৷ তাঁদের আবেদনের ভিত্তিতেই হাইকোর্টের এই নির্দেশ ৷


গত বছর 11 জুলাই রিকশা সংক্রান্ত একটি মামলায় হলফনামা দিয়ে রাজ্য সরকার জানিয়েছিল, বেআইনি রিকশা বন্ধ করতে ই-রিকশা মালিকদের 1 লাখ টাকা করে ভর্তুকি দেওয়া হবে ৷ কিন্তু প্রায় ছ’মাস পেরিয়ে গেলেও রাজ্য সরকার তাদের কথা রাখেনি ৷ এদিকে বেআইনি ই-রিকশা বাতিল করতে তৎপর হয়েছে পুলিশ ৷ বিভিন্ন জায়গায় পুলিশি ধরপাকড়ের জেরে রিকশা নিয়ে রাস্তায় বের হতে ভয় পাচ্ছে মালিকরা ৷ রুজি-রুটিতে টান পড়েছে ৷ এই পরিস্থিতিতে আদালতের দ্বারস্থ হন 192জন রিকশা মালিক ৷ তাঁদের হয়ে মামলা করেন কণিষ্ক সিনহা নামে এক ব্যক্তি ৷

গতকাল মামলার শুনানি চলাকালীন রাজ্য সরকার হলফনামা দিয়ে তাঁদের বক্তব্য জানানোর জন্য সময় চেয়েছিল ৷ কিন্তু সব্যসাচী ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ তা খারিজ করে দেন ৷ আগামী তিন সপ্তাহের মধ্যে মামলাকারী 192জন রিকশা মালিককে এক লাখ টাকা করে ভর্তুকি দেওয়ার নির্দেশ দেন বিচারপতি ৷ প্রসঙ্গত, যে রিকশা মালিকরা হাইকোর্টে মামলা করেছিলেন, তাঁরা প্রত্যেকেই হাওড়ার বাসিন্দা ৷ তাহলে রাজ্যের বাকি রিকশা মালিকরা কি এই সুবিধা পাবেন না ? উত্তরে কণিষ্ক সিনহা বলেন, "এই রায় সমস্ত মালিকদের জন্যই প্রযোজ্য ৷ আইনি পথে তারাও এই সুবিধা গ্রহণ করতে পারবেন৷''

কলকাতা হাইকোর্টে মামলার তথ্য জানতে 'বিচার ঘড়ি' চালু

Intro:গতিধারা প্রকল্প 192 জন রিকশা মালিক কে এক লক্ষ টাকা করে ভর্তুকি দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা 22 জানুয়ারি:
192 জন রিকশা মালিক কে গতিধারা প্রকল্পে এক লক্ষ টাকা করে ভর্তুকি দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য আগামী তিন সপ্তাহের মধ্যে রাজ্যকে এই টাকা দিয়ে দেওয়ার নির্দেশ দিলেন।


Body:মামলাকারী কনিষ্ক সিনহা জানালেন," রাজ্য সরকার 11 ই জুলাই 2019 এ রিকশা সংক্রান্ত একটি মামলায় হলফনামায় জানিয়েছিল বেআইনি এ রিকশা বন্ধ করতে ই রিক্সা মালিকদের গতিধারা প্রকল্পে এক লক্ষ টাকা করে ভর্তুকি দেবে রাজ্য সরকার। কিন্তু দীর্ঘদিন হয়ে গেলেও রাজ্য সরকার তা বাস্তবায়িত করেনি। এদিকে গোটা রাজ্যে বেআইনি ই রিক্সা গুলোকে বাতিল করা হয়েছে ফলে পুলিশ তাদের ধরপাকড় করছে ভাঙচুর করছে। কিন্তু এই সমস্ত এ রিক্সা মালিকরা যাবেন কোথায়? কারণ বিষয়টা রুটি-রুজির । তাই রাজ্য সরকার যাতে অবিলম্বে গতিধারা প্রকল্প 1 লক্ষ টাকা করে ভর্তুকি দেয় সেই দাবিতেই গত ডিসেম্বর মাসে 192 জন রিকশা মালিক কলকাতা হাইকোর্টে মামলা করা হয়। আজ রাজ্য সরকার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য সিঙ্গেল বেঞ্চে হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানাবে বলে সময় চেয়েছিল। কিন্তু বিচারপতি সেই সময় দেননি। বিচারপতি ভট্টাচার্য্য নির্দেশ দেন আগামী তিন সপ্তাহের মধ্যে ওই 192 জন রিকশা মালিক কে যেন এক লক্ষ টাকা করে গতিধারা প্রকল্পে ভর্তুকি দিয়ে দেওয়া হয়।"
প্রসঙ্গত এই যে 192 জন কে ভর্তুকি দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট তারা মূলত হাওড়া জেলার বাসিন্দা। কিন্তু গোটা রাজ্যে তো বেআইনি রিক্সা চলছে। তাহলে তাদের ক্ষেত্রে কি হবে? এ ব্যাপারে কনিষ্ক সিনহা জানালেন," এই রায় সমস্তই মালিকদের জন্যই প্রযোজ্য। তারা যদি আবেদন জানান। আইনি পথে তাহলে তারাও এই গতিধারা প্রকল্পের সুবিধা নিতে পারবেন।"


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.