ETV Bharat / city

মইদুল-মামলায় সিটের রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

নবান্ন অভিযানে মৃত মইদুল ইসলাম মামলায় সিটের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট । মইদুল ইসলাম মিদ্যার মৃত্যুতে কি তদন্ত করছে সিট, সে ব্যাপারে আগামী দুই সপ্তাহের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণাণ ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের ।

author img

By

Published : Feb 23, 2021, 6:15 PM IST

Updated : Feb 23, 2021, 7:43 PM IST

নবান্ন অভিযানে মৃত মইদুল ইসলামের মামলায় সিটের রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের
নবান্ন অভিযানে মৃত মইদুল ইসলামের মামলায় সিটের রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

কলকাতা 23 ফেব্রুয়ারি : নবান্ন অভিযানে মৃত মইদুল ইসলাম মামলায় সিটের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট । মইদুল ইসলাম মিদ্যার মৃত্যুতে কি তদন্ত করছে সিট, সে ব্যাপারে আগামী দুই সপ্তাহের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণাণ ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের । পাশাপাশি নবান্ন অভিযানের পর থেকে নিখোঁজ সিপিআইএম কর্মী দীপক পাঁজার ব্যাপারে আগামী 10 দিনের মধ্যে তদন্ত করে কমিশনার অফ পুলিশকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ।

বামকর্মী মইদুল ইসলাম মিদ্যার মৃত্যুতে বিচারবিভাগীয় তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন আতাউর রহমান নামে জনৈক এক ব্যক্তি । পাশাপাশি পার্টির তরফেও আলাদা একটি জনস্বার্থ মামলা হয়েছিল । যদিও মইদুল ইসলামের মৃত্যুর তদন্তে রাজ্য সরকার আগেই সিট গঠন করেছিল । সেই মামলাতেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ দুই সপ্তাহের মধ্যে সিট কি তদন্ত করেছে, তা খামবন্দি রিপোর্ট হিসেবে জমা দেওয়ার নির্দেশ দিল আজ ।

আইনজীবীর বক্তব্য

পাশাপাশি 11 ফেব্রুয়ারি বামেদের ডাকা নবান্ন অভিযানে অংশগ্রহণ করতে পাঁশকুড়া থেকে কলকাতায় এসেছিলেন দীপক পাঁজা । তিনি একজন বামকর্মী । সেই থেকে তিনি নিখোঁজ । পুলিশ তার ব্যাপারে কোনও সদুত্তর দিতে পারেনি । অবিলম্বে খুঁজে আনার দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন দীপক পাঁজার স্ত্রী সরস্বতী পাঁজা । সেই মামলাতেও আজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন যে আগামী 10 দিনের মধ্যে দীপক পাঁজা বেঁচে আছেন কি না জানাতে হবে ৷ পুলিশ তাঁকে খুঁজে বের করার ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছে সমস্ত ব্যাপারে একটি রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন আজ ।

আরও পড়ুন : পামেলা মাদক কাণ্ডের তদন্তভারে গোয়েন্দা বিভাগ

প্রসঙ্গত, শিক্ষা চাকরি-সহ একাধিক দাবিতে 11 ফেব্রুয়ারি নবান্ন অভিযানের ডাক দিয়েছিল বাম ছাত্র সংগঠন । বাম ছাত্র যুবদের মিছিল আটকাতে ওইদিন পুলিশ ব্যাপক লাঠিচার্জ, জলকামান ব্যবহার করে । পুলিশের লাঠিচার্জে 40 জনের বেশি বাম ছাত্র কর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি হন । ওই ঘটনার পর মৃত্যু হয় মইদুল ইসলাম মিদ্যার পাশাপাশি ওই দিন থেকেই নিখোঁজ দীপক পাঁজা ।

কলকাতা 23 ফেব্রুয়ারি : নবান্ন অভিযানে মৃত মইদুল ইসলাম মামলায় সিটের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট । মইদুল ইসলাম মিদ্যার মৃত্যুতে কি তদন্ত করছে সিট, সে ব্যাপারে আগামী দুই সপ্তাহের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণাণ ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের । পাশাপাশি নবান্ন অভিযানের পর থেকে নিখোঁজ সিপিআইএম কর্মী দীপক পাঁজার ব্যাপারে আগামী 10 দিনের মধ্যে তদন্ত করে কমিশনার অফ পুলিশকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ।

বামকর্মী মইদুল ইসলাম মিদ্যার মৃত্যুতে বিচারবিভাগীয় তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন আতাউর রহমান নামে জনৈক এক ব্যক্তি । পাশাপাশি পার্টির তরফেও আলাদা একটি জনস্বার্থ মামলা হয়েছিল । যদিও মইদুল ইসলামের মৃত্যুর তদন্তে রাজ্য সরকার আগেই সিট গঠন করেছিল । সেই মামলাতেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ দুই সপ্তাহের মধ্যে সিট কি তদন্ত করেছে, তা খামবন্দি রিপোর্ট হিসেবে জমা দেওয়ার নির্দেশ দিল আজ ।

আইনজীবীর বক্তব্য

পাশাপাশি 11 ফেব্রুয়ারি বামেদের ডাকা নবান্ন অভিযানে অংশগ্রহণ করতে পাঁশকুড়া থেকে কলকাতায় এসেছিলেন দীপক পাঁজা । তিনি একজন বামকর্মী । সেই থেকে তিনি নিখোঁজ । পুলিশ তার ব্যাপারে কোনও সদুত্তর দিতে পারেনি । অবিলম্বে খুঁজে আনার দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন দীপক পাঁজার স্ত্রী সরস্বতী পাঁজা । সেই মামলাতেও আজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন যে আগামী 10 দিনের মধ্যে দীপক পাঁজা বেঁচে আছেন কি না জানাতে হবে ৷ পুলিশ তাঁকে খুঁজে বের করার ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছে সমস্ত ব্যাপারে একটি রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন আজ ।

আরও পড়ুন : পামেলা মাদক কাণ্ডের তদন্তভারে গোয়েন্দা বিভাগ

প্রসঙ্গত, শিক্ষা চাকরি-সহ একাধিক দাবিতে 11 ফেব্রুয়ারি নবান্ন অভিযানের ডাক দিয়েছিল বাম ছাত্র সংগঠন । বাম ছাত্র যুবদের মিছিল আটকাতে ওইদিন পুলিশ ব্যাপক লাঠিচার্জ, জলকামান ব্যবহার করে । পুলিশের লাঠিচার্জে 40 জনের বেশি বাম ছাত্র কর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি হন । ওই ঘটনার পর মৃত্যু হয় মইদুল ইসলাম মিদ্যার পাশাপাশি ওই দিন থেকেই নিখোঁজ দীপক পাঁজা ।

Last Updated : Feb 23, 2021, 7:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.