কলকাতা , 22 ফেব্রুয়ারি : মিনিবাস ও বেসরকারি বাসে অতিরিক্ত ভাড়া (fare of bus and minibus) নেওয়া হচ্ছে কি না, তা নিয়ে রাজ্যের কাছে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট । মঙ্গলবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের নির্দেশ, পরিবহণ দফতরের সচিবকে হলফনামা দিয়ে জানাতে হবে বাসে ভাড়া নেওয়ার ক্ষেত্রে কী নিয়ম রয়েছে । নির্দিষ্ট কোনও তালিকা মেনে, না কি যেমন খুশি ভাড়া নেওয়া হচ্ছে তা জানাতে বলেছে আদালত ।
ইতিমধ্যেই অভিযোগ উঠেছে, করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ার পর ফের বাস চলাচল শুরু হলেও, রাজ্যের বেসরকারি বাসগুলির জন্য কোনও সুনির্দিষ্ট ভাড়া নীতি নেই । অনেক ক্ষেত্রে কোনও কোনও রুটে দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে । 2018 সালের পরিবহণ আইন মানা হচ্ছে না । এই রকম একাধিক অভিযোগ তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন আইনজীবী প্রত্যুষ পাটোয়ারি । আদালতের কাছে তিনি আর্জি জানান, ভাড়া নিয়ে হাইকোর্টে যেন নিজেদের পরিকল্পনা জানায় পরিবহণ দফতর । এখন বাসে কোনও ভাড়ার তালিকা নেই । ফলে হয়রানির স্বীকার হতে হচ্ছে যাত্রীদের ।
আরও পড়ুন : সিট প্রত্যাখ্যান করে সিবিআই তদন্তে অটল আনিশের বাবা
এই মামলাটি খারিজের আবেদন জানানো হয়েছিল রাজ্যের পক্ষ থেকে । তাদের যুক্তি, কোনও বাসের রুট, সময়সূচি এবং ভাড়া সবটাই ঠিক করে পরিবহণ বিভাগের আঞ্চলিক কর্তৃপক্ষ । পরিবহণ দফতর এই বিষয়টিতে হস্তক্ষেপ করে না । অথচ এই মামলায় ওই কর্তৃপক্ষদের যুক্ত করা হয়নি ।
এরপরই আদালত নির্দেশ দেয়, এই বিষয়ে পরিবহণ সচিবের কী ক্ষমতা রয়েছে, তিনি কোনও ব্যবস্থা নিতে পারেন কি না এবং ভাড়া নিয়ে কোনও নিয়ম রয়েছে কি না, তা চার সপ্তাহের মধ্যে রিপোর্ট দিয়ে আদলতকে জানাতে হবে পরিবহণ দফতরকে । প্রয়োজনে এবিষয়ে আদালত হস্তক্ষেপ করবে বলেও জানিয়েছেন বিচারপতিরা ৷