ETV Bharat / city

HC on Fire Operator Recruitment: 15 দিনের জন্য বাড়ল ফায়ার অপারেটর পদে নিয়োগ সংক্রান্ত স্থগিতাদেশ - কলকাতা হাইকোর্ট

ফায়ার অপারেটর পদে নিয়োগ সংক্রান্ত স্থগিতাদেশ আরও 15 দিনের জন্য বাড়াল কলকাতা হাইকোর্ট(Calcutta High Court) ৷ এই মামলায় গত 4 জুলাই হাইকোর্ট নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ জারি করেছিল 12 জুলাই পর্যন্ত ।

Calcutta HC extends stay order for post of fire operator for another 15 days
Calcutta High Court
author img

By

Published : Jul 11, 2022, 2:33 PM IST

কলকাতা, 11 জুলাই: ফায়ার অপারেটর নিয়োগ সংক্রান্ত মামলায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের সময়সীমা 15 দিন বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট (Calcutta HC extends stay order for recruitment in fire operator post) । পাবলিক সার্ভিস কমিশনের আইনজীবী নিজেদের বক্তব্য জানানোর জন্য আরও এক সপ্তাহ সময়ের আবেদন জানান এদিন হাইকোর্টে । তাঁর আবেদন মঞ্জুর করেছেন বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি শম্পা দত্ত পলের ডিভিশন বেঞ্চ ।

আগামী সোমবার 18 জুলাই মামলার পরবর্তী শুনানি । এই মামলায় গত 4 জুলাই হাইকোর্ট নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ জারি করেছিল 12 জুলাই পর্যন্ত । তারপরই পাবলিক সার্ভিস কমিশনের আইনজীবী প্রদীপ রায়কে সরিয়ে দেয় কমিশন । নতুন আইনজীবী নিয়োগ হন আভ্রতোষ মজুমদার । সোমবার ক্ষুব্ধ আইনজীবী প্রদীপ রায় সংবাদমাধ্যমের দিকে অভিযোগের আঙ্গুল তুলে বিচারপতি হরিশ ট্যান্ডনের কাছে অভিযোগ জানান । দাবি করেন, সংবাদমাধ্যমের ভুল খবরের জন্য তাঁকে সরিয়ে দিয়েছে পাবলিক সার্ভিস কমিশন । তিনি এই মামলায় আদালত বান্ধব হতে চান । অর্থাৎ এই মামলায় তথ্য দিয়ে তিনি সম্পূর্ণ সাহায্য করতে চান ৷ যদিও তাঁর এই আবেদন খারিজ করে দেন বিচারপতি ট্যান্ডন ।

আরও পড়ুন: দমকলেও বেনিয়মের অভিযোগ এবার, মঙ্গলবার পর্যন্ত নিয়োগে স্থগিতাদেশ দিল হাইকোর্ট

প্রসঙ্গত, দমকল দফতরে 1,450 জন ফায়ার অপারেটর নিয়োগের জন্য 2018 সালে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল কমিশন । আবেদনকারীদের থেকে মোট 5 হাজার 375 জনকে ইন্টারভিউ জন্য বাছাই করা হয় । কিন্ত সংরক্ষিত পদে জেনারেল ক্যাটেগরি প্রার্থীদের নিয়োগ এবং লিখিত পরীক্ষায় দুটি প্রশ্নে ভুল ছিল দাবি করে স্যাটে মামলা হয় । কিন্তু স্যাট সেই মামলা খারিজ করে দেওয়ায় হাইকোর্টের(Calcutta High Court)দ্বারস্থ হন চাকরি প্রার্থীরা । গত 4 জুলাই বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ জারি করেছিলেন ।

কলকাতা, 11 জুলাই: ফায়ার অপারেটর নিয়োগ সংক্রান্ত মামলায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের সময়সীমা 15 দিন বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট (Calcutta HC extends stay order for recruitment in fire operator post) । পাবলিক সার্ভিস কমিশনের আইনজীবী নিজেদের বক্তব্য জানানোর জন্য আরও এক সপ্তাহ সময়ের আবেদন জানান এদিন হাইকোর্টে । তাঁর আবেদন মঞ্জুর করেছেন বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি শম্পা দত্ত পলের ডিভিশন বেঞ্চ ।

আগামী সোমবার 18 জুলাই মামলার পরবর্তী শুনানি । এই মামলায় গত 4 জুলাই হাইকোর্ট নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ জারি করেছিল 12 জুলাই পর্যন্ত । তারপরই পাবলিক সার্ভিস কমিশনের আইনজীবী প্রদীপ রায়কে সরিয়ে দেয় কমিশন । নতুন আইনজীবী নিয়োগ হন আভ্রতোষ মজুমদার । সোমবার ক্ষুব্ধ আইনজীবী প্রদীপ রায় সংবাদমাধ্যমের দিকে অভিযোগের আঙ্গুল তুলে বিচারপতি হরিশ ট্যান্ডনের কাছে অভিযোগ জানান । দাবি করেন, সংবাদমাধ্যমের ভুল খবরের জন্য তাঁকে সরিয়ে দিয়েছে পাবলিক সার্ভিস কমিশন । তিনি এই মামলায় আদালত বান্ধব হতে চান । অর্থাৎ এই মামলায় তথ্য দিয়ে তিনি সম্পূর্ণ সাহায্য করতে চান ৷ যদিও তাঁর এই আবেদন খারিজ করে দেন বিচারপতি ট্যান্ডন ।

আরও পড়ুন: দমকলেও বেনিয়মের অভিযোগ এবার, মঙ্গলবার পর্যন্ত নিয়োগে স্থগিতাদেশ দিল হাইকোর্ট

প্রসঙ্গত, দমকল দফতরে 1,450 জন ফায়ার অপারেটর নিয়োগের জন্য 2018 সালে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল কমিশন । আবেদনকারীদের থেকে মোট 5 হাজার 375 জনকে ইন্টারভিউ জন্য বাছাই করা হয় । কিন্ত সংরক্ষিত পদে জেনারেল ক্যাটেগরি প্রার্থীদের নিয়োগ এবং লিখিত পরীক্ষায় দুটি প্রশ্নে ভুল ছিল দাবি করে স্যাটে মামলা হয় । কিন্তু স্যাট সেই মামলা খারিজ করে দেওয়ায় হাইকোর্টের(Calcutta High Court)দ্বারস্থ হন চাকরি প্রার্থীরা । গত 4 জুলাই বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ জারি করেছিলেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.