কলকাতা, 1 এপ্রিল : সিঙ্গল বেঞ্চের রায়ে নিষেধাজ্ঞা জারি ডিভিশন বেঞ্চের ৷ আগামী সোমবার পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে কোনও জিজ্ঞাসাবাদ করতে পারবে না সিবিআই। নির্দেশ বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি অজয় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের (Calcutta HC division bench directs that CBI cannot interrogate SP Sinha till Monday)।
বিচারপতি হরিশ ট্যাণ্ডনের ডিভিশন বেঞ্চ নিযুক্ত প্রাক্তন বিচারপতি আর কে বাগের নেতৃত্বাধীন কমিটি আগামী 5 এপ্রিল শান্তিপ্রসাদ সিনহাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ৷ এই পরিস্থিতিতে স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা আগামী সোমবার পর্যন্ত সিবিআই জিজ্ঞাসাবাদের হাত থেকে রেহাই পেলেন ৷ সিঙ্গল বেঞ্চের রায়ের পর এসপি সিনহার আবেদনের ভিত্তিতে এমনই নির্দেশ দিল বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি অজয় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ ৷ সোমবার সকাল 10টা 30মিনিটে হরিশ ট্যান্ডনের রেগুলার বেঞ্চে ফের এই মামলার শুনানির নির্দেশ দেওয়া হয়েছে ।
মামলার শুনানিতে চাকরিপ্রার্থীদের তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্রাচার্য বলেন, "এখানে বড় বড় মন্ত্রীরা যুক্ত। সেই কারণেই সিবিআইকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে সিঙ্গল বেঞ্চ। এখানে শুধুমাত্র জিজ্ঞাসাবাদ করতে নির্দেশ দেওয়া হয়েছে।" শান্তিপ্রসাদ সিনহার তরফে আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য প্রশ্ন তুলে বলেন, "আমার মক্কেল এই মামলায় যুক্তই নন ৷ এটা কোনও জনস্বার্থ মামলা নয়। সেখানে কীভাবে আমার মক্কেলকে কিংপিন হিসাবে মত দেওয়া হয় ?’’
গ্রুপ-ডি মামলায় বৃহস্পতিবার আদালতের নির্দেশের পর রাতেই সিবিআইয়ের একটি দল সার্ভে পার্ক থানা এলাকায় এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার বাড়িতে হাজির হয় । গ্রুপ-ডি কর্মী নিয়োগে দুর্নীতির তদন্তে তাঁকে জেরার করার জন্য যান সিবিআই আধিকারিকরা ৷ কিন্তু তাঁকে বাড়িতে পাওয়া যায়নি ৷ পরে তিনি নিজেই আইনজীবীকে সঙ্গে নিয়ে নিজাম প্যালেসে যান ৷ সেখানে রাতভর তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শুক্রবার ডিভিশন বেঞ্চে মামলা করেন শান্তিপ্রসাদ সিনহা ।
আরও পড়ুন : 98 জনের বেতন বন্ধ, আরও চার আধিকারিককে জিজ্ঞাসাবাদের নির্দেশ হাইকোর্টের
ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেন সব শুনে আপত্তির সুরে জানান, আর কে বাগের কমিটিকে ইতিমধ্যেই এই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, এরই মধ্যে কী করে আলাদা তদন্তের নির্দেশ দেওয়া হয় ? এরপরই বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ গতকালের নির্দেশের উপর আপাতত স্থগিতাদেশ জারি করেন। এস পি সিনহার পথেই সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন করেছিলেন নজরদারি কমিটির আরও 4 সদস্য ৷ কিন্তু ডিভিশন বেঞ্চে তাদের আবেদন গৃহীত হয়নি এদিন ৷ আগামী সোমবার রেগুলার বেঞ্চে তাদের আবেদন শোনা হবে বলে জানিয়েছে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি অজয় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে ৷ উল্লেখ্য, বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা এস পি সিনহাকে জেরার পর শুক্রবার সকালে সিবিআইকে নজরদারি কমিটির আর 4 সদস্যকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ ৷