কলকাতা, 19 জুলাই: 21 জুলাই বিজেপির 'উলুবেড়িয়া চলো' কর্মসূচির ব্যাপারে দফায় দফায় প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট(Calcutta High Court) । এই দিনই কেন বিজেপিকে তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করতে হবে, সে ব্যাপারে আদালতে সদুত্তর দিতে পারলেন না বিরোধী দলের তরফে সওয়ালকারী আইনজীবীরা ।
মঙ্গলবার সকালেই বিচারপতি মৌসুমি ভট্রাচার্য বিরোধী দলের তরফে সওয়ালকারী আইনজীবী রাজদীপ মজুমদারের কাছে জানতে চান, কেন 21 জুলাইতেই বিজেপিকেও রাজনৈতিক সমাবেশ করতে হবে ৷ কিন্তু তিনি উত্তর দিতে সময় চেয়ে নেন । ফের বেলা 3টের পর শুনানিতে ও প্রায় একই বক্তব্যে জানান আইনজীবী ।
সকালের শুনানিতে বিজেপির তরফে রাজদীপ মজুমদার বলেন", উলুবেড়িয়া শহরে সভা করার আবেদন করা হয়েছিল । জমি মালিকরা অনুমতিও দিয়েছিলেন । তার দু'দিনের মধ্যে জমি মালিকরা জানান তারা সভা করতে দিতে পারবেন না । 15 জুলাই আমরা জমি মালিকদের থেকে অনুমতি চেয়েছিলাম ।"
বিচারপতি- কী বিষয়ে আপনারা এই জমায়েত করবেন ?
রাজদীপ মজুমদার- প্রধানমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের প্রচার ।
বিচারপতি- আপনারা যে কোনও দিন করতে পারেন তো এই ব্যাপারে । কিন্তু 21 জুলাই বাদ দিয়ে করুন না । কেন আপনারা 21 তারিখেই করছেন ৷ এটা তো আর রবীন্দ্রনাথের জন্মদিন বা মৃত্যুদিন পালন করার বিষয় নয়, যে ওই দিনই করতে হবে ।
আদালতের দ্বিতীয়ার্থে ফের শুনানি হয় এই মামলার ৷
শুনাতিতে বিজেপির আইনজীবী রাজদীপ মজুমদার বলেন, "হাওড়ার বাউড়িয়াতে করা হবে জমায়েত । 2 হাজারের মত জমায়েত হবে । হাওড়ার লোকজনই থাকবে । বাইরের লোকজনকে বলা হয়নি । প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচির প্রচার করাই উদ্দেশ্য । দিল্লী থেকে অতিথিরা আসবেন ।"
বিচারপতি- 21 জুলাই ট্রাফিকের সমস্যা হতে পারে । দিল্লির অতিথিদের তো যেতে হবে কলকাতা দিয়েই । অন্য কোনও তারিখে করলেই তো হয় ৷ ট্রাফিক, জনগণের নিরাপত্তার ব্যাপারে আদালত উদ্বিগ্ন ।
রাজদীপ মজুমদার- সন্ধ্যাবেলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জমায়েতটা ।
সরকারি আইনজীবী অনিবার্ণ রায় বলেন, "যে বিশেষ অতিথিদের আসার কথা বলা হচ্ছে তাদের কথা আবেদনে কোথাও বলা নেই । 13 তারিখ আবেদন করেছে 21 জুলাই জমায়েত করার । 21 জুলাই ট্রাফিক ব্যাবস্থার কী হবে ঠিক নেই । ওই দিন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা এমনিতেই পুলিশের কাছে একটা কঠিন চ্যালেঞ্জ । তারপর কোনও র্যালির অনুমতি দিলে সমস্যা হবে । এরপরই বিচারপতি মৌসুমি ভট্টাচার্য রাজদীপ মজুমদারকে নির্দেশ দেন, হাওড়ার জমায়েতে কতজন লোক আসবে, কারা উপস্থিত থাকবে সেগুলো জানাতে ।
আরও পড়ুন: 21 জুলাইয়ের সমাবেশ নিয়ে জনস্বার্থ মামলার শুনানি শেষ, সন্ধেয় কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে রায়
আগামিকাল এই মামলার রায়দান করবেন বিচারপতি । পাশাপাশি সরকারি আইনজীবী অনির্বাণ রায়কে 21 জুলাই কলকাতায় কত লোকের জমায়েত হতে চলেছে সেই হিসাব আদালতকে দেওয়ার নির্দেশ দিলেন ।