ETV Bharat / city

Cal HC fines Subal Manna আদালত অবমাননা, সুবল মান্নাকে 1 লক্ষ টাকা জরিমানা করল হাইকোর্ট - সুবল মান্না

সুবল মান্না (Subal Manna) আদালতে এলে তাঁকে তীব্র ভৎর্সনা করেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ৷ তাঁকে 1 লক্ষ টাকা জরিমানা করে হাইকোর্ট ৷ অন্যথায় 2 সেপ্টেম্বর পরবর্তী শুনানিতে এজলাস থেকেই তাঁকে জেলে পাঠানো হবে (Cal HC fines Subal Manna) ।

Etv Bharat
Subal Manna
author img

By

Published : Aug 26, 2022, 10:51 PM IST

কলকাতা, 26 অগস্ট: আদালতের নির্দেশ না-মানায় কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুবল মান্নাকে (Subal Manna) 1 লক্ষ টাকা জরিমানা করল হাইকোর্ট । 3 দিনের মধ্যে নিজের পকেট থেকে ওই টাকা তিনি মামলাকারীকে দেবেন । অন্যথায় 2 সেপ্টেম্বর পরবর্তী শুনানিতে এজলাস থেকেই তাঁকে জেলে পাঠানো হবে । শুক্রবার শুনানি চলাকালীন এমনটাই নির্দেশ দিলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য (Cal HC fines Subal Manna) ।

কাঁথিতে বৈশাখী মেলা করার জন্য অনুমতি চায় একটি সংগঠন । কিন্তু পৌরসভা তার অনুমতি দেয়নি । হাইকোর্টে মামলা হলে অনুমতি দেওয়ার নির্দেশ দেয় আদালত । তাতে অন্য সবপক্ষ অনুমতি দেয়, কিন্তু পৌরসভা অনুমতি দেয়নি । হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের হলে রুল ইস্যু হয় চেয়ারম্যানের বিরুদ্ধে (Cal HC fines Subal Manna over Contempt of Court) ।

এদিন চেয়ারম্যান সুবল মান্না আদালতে এলে তাঁকে তীব্র ভৎর্সনা করেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ৷ তাঁকে সটান প্রশ্ন করেন, আপনি কোন জেলে যেতে চান ? প্রেসিডেন্সি নাকি অন্য কোনও জেল ? আপনারা চেয়ারে বসলে আর আদালতের নির্দেশকেও মানতে চান না ৷ তারপরেই তাঁকে এক লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেয় রাজ্যের সর্বোচ্চ ন্যায়ালয় ।

আরও পড়ুন : উত্তর না দেওয়ার অধিকার আছে, কাঁথি পৌরসভা থেকে সারদার নথি উধাও প্রসঙ্গ এড়ালেন শুভেন্দু

উল্লেখ্য, কাঁথি পুরসভার তৎকালীন চেয়ারম্যান সৌমেন্দু অধিকারী বেআইনি নির্মাণ করে তা বিপুল টাকার বিনিময়ে বিক্রি করেছেন ৷ এই অভিযোগেই হাইকোর্টে মামলা করেছিলেন সুবল মান্না ৷ যা এখনও বিচারাধীন ৷

কলকাতা, 26 অগস্ট: আদালতের নির্দেশ না-মানায় কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুবল মান্নাকে (Subal Manna) 1 লক্ষ টাকা জরিমানা করল হাইকোর্ট । 3 দিনের মধ্যে নিজের পকেট থেকে ওই টাকা তিনি মামলাকারীকে দেবেন । অন্যথায় 2 সেপ্টেম্বর পরবর্তী শুনানিতে এজলাস থেকেই তাঁকে জেলে পাঠানো হবে । শুক্রবার শুনানি চলাকালীন এমনটাই নির্দেশ দিলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য (Cal HC fines Subal Manna) ।

কাঁথিতে বৈশাখী মেলা করার জন্য অনুমতি চায় একটি সংগঠন । কিন্তু পৌরসভা তার অনুমতি দেয়নি । হাইকোর্টে মামলা হলে অনুমতি দেওয়ার নির্দেশ দেয় আদালত । তাতে অন্য সবপক্ষ অনুমতি দেয়, কিন্তু পৌরসভা অনুমতি দেয়নি । হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের হলে রুল ইস্যু হয় চেয়ারম্যানের বিরুদ্ধে (Cal HC fines Subal Manna over Contempt of Court) ।

এদিন চেয়ারম্যান সুবল মান্না আদালতে এলে তাঁকে তীব্র ভৎর্সনা করেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ৷ তাঁকে সটান প্রশ্ন করেন, আপনি কোন জেলে যেতে চান ? প্রেসিডেন্সি নাকি অন্য কোনও জেল ? আপনারা চেয়ারে বসলে আর আদালতের নির্দেশকেও মানতে চান না ৷ তারপরেই তাঁকে এক লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেয় রাজ্যের সর্বোচ্চ ন্যায়ালয় ।

আরও পড়ুন : উত্তর না দেওয়ার অধিকার আছে, কাঁথি পৌরসভা থেকে সারদার নথি উধাও প্রসঙ্গ এড়ালেন শুভেন্দু

উল্লেখ্য, কাঁথি পুরসভার তৎকালীন চেয়ারম্যান সৌমেন্দু অধিকারী বেআইনি নির্মাণ করে তা বিপুল টাকার বিনিময়ে বিক্রি করেছেন ৷ এই অভিযোগেই হাইকোর্টে মামলা করেছিলেন সুবল মান্না ৷ যা এখনও বিচারাধীন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.