ETV Bharat / city

Anubrata Mondal টেট ফেল করেও চাকরি পাওয়ার অভিযোগ, অনুব্রত কন্যাকে আগামিকাল হাইকোর্টে হাজিরার নির্দেশ - অনুব্রত কন্যাকে আগামিকাল হাইকোর্টে হাজিরার নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

অনুব্রত মণ্ডলের আত্মীয়দের প্রাথমিকে চাকরি পাওয়ার বিষয়েও যাবতীয় নথি চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় । অভিযোগ, মোট 6 জনকে চাকরি দেওয়া হয়েছে, কিন্তু তাঁরা কেউই টেট উত্তীর্ণ নয় (Cal HC directs Anubrata Mondals Daughter Sukanya to appear in Court) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 17, 2022, 4:34 PM IST

Updated : Aug 17, 2022, 9:00 PM IST

কলকাতা, 17 অগস্ট: কালিকাপুর প্রাথমিক স্কুলের শিক্ষিকা অনুব্রত মণ্ডলের মেয়ে । বীরভূম তৃণমূলের সভাপতিকে সিবিআই গ্রেফতার করার পর থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ব়্যাডারে রয়েছেন সুকন্যা মণ্ডলও ৷ অভিযোগ উঠেছে, টেট ফেল করেও চাকরি পেয়েছেন তিনি ৷ শুধু তাই নয়, তাঁর অ্যাটেনডেন্সও বাড়িতে আসত ৷ তারপরেই আগামিকাল তাঁকে হাইকোর্টে হাজিরার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Cal HC directs Anubrata Mondals Daughter Sukanya to appear in Court) ।

একইসঙ্গে অনুব্রত মণ্ডলের আত্মীয়দের প্রাথমিকে চাকরি পাওয়ার বিষয়েও যাবতীয় নথি চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় । অভিযোগ, 'জননেতা'র মোট 6 জন আত্মীয়কে চাকরি দেওয়া হয়েছে, কিন্তু তাঁরা কেউই টেট উত্তীর্ণ নয় । অনুব্রতর মণ্ডলের ভাই সুমিত মণ্ডল এবং ভাইপো সাত্যকি মণ্ডল কেষ্টর সুপারিশেই স্কুলে চাকরি করছেন ।

অনুব্রত কন্যাকে আগামিকাল হাইকোর্টে হাজিরার নির্দেশ

আরও পড়ুন : সদ্য মাকে হারিয়েছেন ও শরীর ভালো নেই, এই বলে সিবিআই জেরা এড়ালেন অনুব্রত কন্যা

এছাড়াও চাকরি পেয়েছেন অর্ক দত্ত ৷ তিনি অনুব্রত মণ্ডলের ব্যক্তিগত সহায়ক । তারপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অনুব্রত মণ্ডলের বাড়ির আত্মীয়দের প্রাথমিকে চাকরি পাওয়ার ব্যাপারে নথি চাইলেন । আগামিকাল বেলা 3টের সময় এদের প্রত্যেককে কোর্টে এসে নিজেদের টেট উত্তীর্ণ সার্টিফিকেট দেখানোর নির্দেশ বিচারপতির ।

কলকাতা, 17 অগস্ট: কালিকাপুর প্রাথমিক স্কুলের শিক্ষিকা অনুব্রত মণ্ডলের মেয়ে । বীরভূম তৃণমূলের সভাপতিকে সিবিআই গ্রেফতার করার পর থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ব়্যাডারে রয়েছেন সুকন্যা মণ্ডলও ৷ অভিযোগ উঠেছে, টেট ফেল করেও চাকরি পেয়েছেন তিনি ৷ শুধু তাই নয়, তাঁর অ্যাটেনডেন্সও বাড়িতে আসত ৷ তারপরেই আগামিকাল তাঁকে হাইকোর্টে হাজিরার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Cal HC directs Anubrata Mondals Daughter Sukanya to appear in Court) ।

একইসঙ্গে অনুব্রত মণ্ডলের আত্মীয়দের প্রাথমিকে চাকরি পাওয়ার বিষয়েও যাবতীয় নথি চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় । অভিযোগ, 'জননেতা'র মোট 6 জন আত্মীয়কে চাকরি দেওয়া হয়েছে, কিন্তু তাঁরা কেউই টেট উত্তীর্ণ নয় । অনুব্রতর মণ্ডলের ভাই সুমিত মণ্ডল এবং ভাইপো সাত্যকি মণ্ডল কেষ্টর সুপারিশেই স্কুলে চাকরি করছেন ।

অনুব্রত কন্যাকে আগামিকাল হাইকোর্টে হাজিরার নির্দেশ

আরও পড়ুন : সদ্য মাকে হারিয়েছেন ও শরীর ভালো নেই, এই বলে সিবিআই জেরা এড়ালেন অনুব্রত কন্যা

এছাড়াও চাকরি পেয়েছেন অর্ক দত্ত ৷ তিনি অনুব্রত মণ্ডলের ব্যক্তিগত সহায়ক । তারপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অনুব্রত মণ্ডলের বাড়ির আত্মীয়দের প্রাথমিকে চাকরি পাওয়ার ব্যাপারে নথি চাইলেন । আগামিকাল বেলা 3টের সময় এদের প্রত্যেককে কোর্টে এসে নিজেদের টেট উত্তীর্ণ সার্টিফিকেট দেখানোর নির্দেশ বিচারপতির ।

Last Updated : Aug 17, 2022, 9:00 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.