ETV Bharat / city

Cal HC Bar Association on Virtual Hearing : ভার্চুয়ালের সঙ্গে সশরীরেও শুনানি হোক, প্রধান বিচারপতিকে চিঠি বার অ্যাসোসিয়েশনের - আদালত কক্ষে ঢোকার ক্ষেত্রে প্রয়োজনে বিধিনিষেধ আরোপ করা হোক

করোনা পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টে ভার্চুয়াল শুনানির নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ৷ কিন্তু এর ফলে অনেক আইনজীবী সমস্যা পড়বেন ৷ এই যুক্তিতে প্রধান বিচারপতিকে চিঠি পাঠাল বার অ্যাসোসিয়েশন (Cal HC Bar Association on Virtual Hearing) ৷

cal hc bar association demands virtual and in person hearing
Cal HC Bar Association on Virtual Hearing : ভার্চুয়ালের সঙ্গে সশরীরেও শুনানি হোক, প্রধান বিচারপতিকে চিঠি বার অ্যাসোসিয়েশনের
author img

By

Published : Jan 3, 2022, 5:21 PM IST

কলকাতা, 3 জানুয়ারি : গত শনিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশে রেজিস্ট্রার জেনারেল বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিলেন, করোনা পরিস্থিতি অবনতির জন্য সমস্ত মামলার শুনানি করা হবে শুধুমাত্র ভার্চুয়ালি (calcutta high court Virtual Hearing) । কলকাতা হাইকোর্ট-সহ রাজ্যের সমস্ত নিম্ন আদালতে এই নির্দেশ আজ থেকে কার্যকর করার নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি ।

কিন্তু বহু আইনজীবী আছেন, যাঁরা ভার্চুয়াল শুনানিতে অভ্যস্ত নন । ফলে তাঁরা সমস্যায় পড়েছেন । তাঁদের অর্থনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে প্রধান বিচারপতিকে তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আবেদন জানিয়ে চিঠি পাঠাল কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন । অ্যাসোসিয়েশনের তরফে আর্জি জানানো হয়েছে, ভার্চুয়াল বা সশরীরে উপস্থিত হয়ে যাঁর যেমন সুবিধা হবে, সেই ভাবে তিনি মামলা শুনানির প্রক্রিয়ায় যাতে অংশ নিতে পারেন, সেই অনুমতি দিন প্রধান বিচারপতি (cal hc bar association demands virtual and in person hearing) ।

চিঠিতে বলা হয়েছে, আদালত কক্ষে ঢোকার ক্ষেত্রে প্রয়োজনে বিধিনিষেধ আরোপ করা হোক । সীমিত সংখ্যক লোকজন যাতে আদালত কক্ষে প্রবেশ করতে পারে সেই নির্দেশ দেওয়া হোক । কিন্তু শুধুমাত্র ভার্চুয়াল মোডে শুনানির কাজ হলে সমস্যায় পড়েছেন আইনজীবীরা । পাশাপাশি আরও বলা হয়েছে, বার অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্য আইনজীবীরা মামলার ই -ফাইলিংয়ের ব্যাপারে যথেষ্ট দক্ষ নন । এই ব্যাপারেও তাঁরা নতুন । করোনা অতিমারি পরিস্থিতিতে তাঁদেরকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থাও করা যায়নি ।

এই পরিস্থিতির কথা মাথায় রেখে শুধুমাত্র ই-ফাইলিংয়ের সুবিধা না রেখে যাতে সশরীরে ও মামলা ফাইল করা যায়, সেই ব্যবস্থাও রাখার আর্জি জানানো হয়েছে । পাশাপাশি গতকালই রাজ্য সরকারের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে লোকাল ট্রেন সন্ধ্যা 7 টা পর্যন্ত পাওয়া যাবে । তাই মামলা শুনানির কাজ 11টা থেকে 1টা এবং 2টো থেকে 3টে পর্যন্ত করা হোক । তিনটের পর আর মামলার শুনানি রাখলে আইনজীবিদের পক্ষে তাতে হাজির থাকা সম্ভব নয় । চিঠিতে আরও আর্জি জানানো হয়েছে, কেউ যদি মামলায় উপস্থিত হতে না পারেন, তাহলে সেই মামলায় যেন কোনও অর্ডার বা নির্দেশ দান না করা হয় ।

আরও পড়ুন : Calcutta High Court New Circulation : শিয়রে তৃতীয় ঢেউ, সশরীরে শুনানি বন্ধের নির্দেশ রাজ্যের সমস্ত আদালতে

উল্লেখ্য, আজ থেকে গোটা রাজ‍্যেই সমস্ত আদালতে ভার্চুয়াল হেয়ারিং শুরু হয়েছে ।

কলকাতা, 3 জানুয়ারি : গত শনিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশে রেজিস্ট্রার জেনারেল বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিলেন, করোনা পরিস্থিতি অবনতির জন্য সমস্ত মামলার শুনানি করা হবে শুধুমাত্র ভার্চুয়ালি (calcutta high court Virtual Hearing) । কলকাতা হাইকোর্ট-সহ রাজ্যের সমস্ত নিম্ন আদালতে এই নির্দেশ আজ থেকে কার্যকর করার নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি ।

কিন্তু বহু আইনজীবী আছেন, যাঁরা ভার্চুয়াল শুনানিতে অভ্যস্ত নন । ফলে তাঁরা সমস্যায় পড়েছেন । তাঁদের অর্থনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে প্রধান বিচারপতিকে তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আবেদন জানিয়ে চিঠি পাঠাল কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন । অ্যাসোসিয়েশনের তরফে আর্জি জানানো হয়েছে, ভার্চুয়াল বা সশরীরে উপস্থিত হয়ে যাঁর যেমন সুবিধা হবে, সেই ভাবে তিনি মামলা শুনানির প্রক্রিয়ায় যাতে অংশ নিতে পারেন, সেই অনুমতি দিন প্রধান বিচারপতি (cal hc bar association demands virtual and in person hearing) ।

চিঠিতে বলা হয়েছে, আদালত কক্ষে ঢোকার ক্ষেত্রে প্রয়োজনে বিধিনিষেধ আরোপ করা হোক । সীমিত সংখ্যক লোকজন যাতে আদালত কক্ষে প্রবেশ করতে পারে সেই নির্দেশ দেওয়া হোক । কিন্তু শুধুমাত্র ভার্চুয়াল মোডে শুনানির কাজ হলে সমস্যায় পড়েছেন আইনজীবীরা । পাশাপাশি আরও বলা হয়েছে, বার অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্য আইনজীবীরা মামলার ই -ফাইলিংয়ের ব্যাপারে যথেষ্ট দক্ষ নন । এই ব্যাপারেও তাঁরা নতুন । করোনা অতিমারি পরিস্থিতিতে তাঁদেরকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থাও করা যায়নি ।

এই পরিস্থিতির কথা মাথায় রেখে শুধুমাত্র ই-ফাইলিংয়ের সুবিধা না রেখে যাতে সশরীরে ও মামলা ফাইল করা যায়, সেই ব্যবস্থাও রাখার আর্জি জানানো হয়েছে । পাশাপাশি গতকালই রাজ্য সরকারের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে লোকাল ট্রেন সন্ধ্যা 7 টা পর্যন্ত পাওয়া যাবে । তাই মামলা শুনানির কাজ 11টা থেকে 1টা এবং 2টো থেকে 3টে পর্যন্ত করা হোক । তিনটের পর আর মামলার শুনানি রাখলে আইনজীবিদের পক্ষে তাতে হাজির থাকা সম্ভব নয় । চিঠিতে আরও আর্জি জানানো হয়েছে, কেউ যদি মামলায় উপস্থিত হতে না পারেন, তাহলে সেই মামলায় যেন কোনও অর্ডার বা নির্দেশ দান না করা হয় ।

আরও পড়ুন : Calcutta High Court New Circulation : শিয়রে তৃতীয় ঢেউ, সশরীরে শুনানি বন্ধের নির্দেশ রাজ্যের সমস্ত আদালতে

উল্লেখ্য, আজ থেকে গোটা রাজ‍্যেই সমস্ত আদালতে ভার্চুয়াল হেয়ারিং শুরু হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.