ETV Bharat / city

ইডেনে ম্যাচ আয়োজনের দাবি সিএবির, আশ্বস্ত করলেন সৌরভ

কোরোনার কারণে ভারত-ইংল্যান্ডের আসন্ন ম্যাচ শুধু আহমেদাবাদ, চেন্নাই এবং পুণেতে খেলা হবে ৷ তবে কলকাতায় একটি ম্যাচ খেলার জন্য আবেদন জানিয়েছেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া ৷

ইডেনে
ইডেনে
author img

By

Published : Dec 11, 2020, 12:57 PM IST

কলকাতা, 11 ডিসেম্বর : ইংল্যান্ডের আসন্ন ভারত সফরের সূচি ঘোষিত‌ । নতুন বছরের ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় বিরাট কোহলিদের । কোরোনা পরিস্থিতির কারণে শুধু আহমেদাবাদ, চেন্নাই এবং পুণে- এই তিনটি শহরে খেলা হবে । কলকাতা কোনও ম্যাচ পায়নি।

ভারতীয় বোর্ড ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ়ের সফরসূচি ঘোষণা করতেই নিজেদের ম্যাচ পাওয়ার দাবি জানাল সিএবি । প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া জানিয়েছেন, ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ়ের একটি ম্যাচ সিএবি আশা করে । কারণ, মহামারীর জন্য ইডেনে যে ম্যাচ হওয়ার কথা ছিল তা বাতিল হয়েছিল । ফলে, কলকাতার একটি ম্যাচ প্রাপ্য । এই ব্যাপারে ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির সঙ্গে কথা হয়েছে । তাঁকে সিএবির প্রত্যাশার কথাও জানানো হয়েছে । সব শুনে আশ্বস্ত করেছেন সৌরভ । পরিস্থিতি বুঝিয়ে ইডেনে ম্যাচ না দেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন তিনি ।

আরও পড়ুন : আগামী বছরের শুরুতে ভারতে আসছে ইংল্য়ান্ড : সৌরভ

কোরোনার কারণে বিসিসিআই কেবলমাত্র তিনটি শহরে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে । তাই কলকাতাকে বিবেচনা করা হয়নি । তবে আগামী দিনে দেশের মাটিতে সিরিজ় হলে কলকাতাকে তার প্রাপ্য ম্যাচ দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন বোর্ড প্রেসিডেন্ট । বর্তমান পরিস্থিতিতে কোহলিদের সূচি নতুনভাবে করা হয়েছে । সেই অনুযায়ী ঘরের মাঠে একদিনের ম্যাচ এবং টোয়েন্টি টোয়েন্টি সিরিজ় খেলতে আসবে দক্ষিণ আফ্রিকা । আবার নিউজ়িল্যান্ড টোয়েন্টি টোয়েন্টি ম্যাচের সিরিজ় খেলতে আসবে ৷ দু'টি সিরিজ় হবে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে । ফলে, সেই সময় ম্যাচ আয়োজনের সুযোগ মিলবে ইডেনে ।

ঘরের মাঠে আসন্ন ভারত-ইংল্যান্ড সিরিজ় সূচিতে চেন্নাইয়ে পাঁচ থেকে নয় ফেব্রুয়ারি এবং তেরো থেকে সতেরো ফেব্রুয়ারি দু'টি টেস্ট আয়োজিত হবে । 24 থেকে 28 ফেব্রুয়ারি আহমেদাবাদে একমাত্র দিন-রাতের টেস্ট ম্যাচ আয়োজন করা হবে । সেখানেই চার থেকে আট মার্চ আরও একটি টেস্ট খেলা হবে । ইংল্যান্ডের বিরুদ্ধে সবকটি টি-টোয়েন্টি ম্যাচ হবে আহমেদাবাদে । পাঁচটি ম্যাচ হবে 12, 14, 16, 18, 20 মার্চ । পুণেতে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি ম্যাচ হবে । 23, 26 এবং 28 মার্চ খেলাগুলি হবে ।

কলকাতা, 11 ডিসেম্বর : ইংল্যান্ডের আসন্ন ভারত সফরের সূচি ঘোষিত‌ । নতুন বছরের ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় বিরাট কোহলিদের । কোরোনা পরিস্থিতির কারণে শুধু আহমেদাবাদ, চেন্নাই এবং পুণে- এই তিনটি শহরে খেলা হবে । কলকাতা কোনও ম্যাচ পায়নি।

ভারতীয় বোর্ড ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ়ের সফরসূচি ঘোষণা করতেই নিজেদের ম্যাচ পাওয়ার দাবি জানাল সিএবি । প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া জানিয়েছেন, ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ়ের একটি ম্যাচ সিএবি আশা করে । কারণ, মহামারীর জন্য ইডেনে যে ম্যাচ হওয়ার কথা ছিল তা বাতিল হয়েছিল । ফলে, কলকাতার একটি ম্যাচ প্রাপ্য । এই ব্যাপারে ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির সঙ্গে কথা হয়েছে । তাঁকে সিএবির প্রত্যাশার কথাও জানানো হয়েছে । সব শুনে আশ্বস্ত করেছেন সৌরভ । পরিস্থিতি বুঝিয়ে ইডেনে ম্যাচ না দেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন তিনি ।

আরও পড়ুন : আগামী বছরের শুরুতে ভারতে আসছে ইংল্য়ান্ড : সৌরভ

কোরোনার কারণে বিসিসিআই কেবলমাত্র তিনটি শহরে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে । তাই কলকাতাকে বিবেচনা করা হয়নি । তবে আগামী দিনে দেশের মাটিতে সিরিজ় হলে কলকাতাকে তার প্রাপ্য ম্যাচ দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন বোর্ড প্রেসিডেন্ট । বর্তমান পরিস্থিতিতে কোহলিদের সূচি নতুনভাবে করা হয়েছে । সেই অনুযায়ী ঘরের মাঠে একদিনের ম্যাচ এবং টোয়েন্টি টোয়েন্টি সিরিজ় খেলতে আসবে দক্ষিণ আফ্রিকা । আবার নিউজ়িল্যান্ড টোয়েন্টি টোয়েন্টি ম্যাচের সিরিজ় খেলতে আসবে ৷ দু'টি সিরিজ় হবে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে । ফলে, সেই সময় ম্যাচ আয়োজনের সুযোগ মিলবে ইডেনে ।

ঘরের মাঠে আসন্ন ভারত-ইংল্যান্ড সিরিজ় সূচিতে চেন্নাইয়ে পাঁচ থেকে নয় ফেব্রুয়ারি এবং তেরো থেকে সতেরো ফেব্রুয়ারি দু'টি টেস্ট আয়োজিত হবে । 24 থেকে 28 ফেব্রুয়ারি আহমেদাবাদে একমাত্র দিন-রাতের টেস্ট ম্যাচ আয়োজন করা হবে । সেখানেই চার থেকে আট মার্চ আরও একটি টেস্ট খেলা হবে । ইংল্যান্ডের বিরুদ্ধে সবকটি টি-টোয়েন্টি ম্যাচ হবে আহমেদাবাদে । পাঁচটি ম্যাচ হবে 12, 14, 16, 18, 20 মার্চ । পুণেতে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি ম্যাচ হবে । 23, 26 এবং 28 মার্চ খেলাগুলি হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.