ETV Bharat / city

Murder : হরিদেবপুরে নিজের কারখানা থেকে ব্যবসায়ীর নলি কাটা দেহ উদ্ধার - হরিদেবপুর

হরিদেবপুরের এক ব্যবসায়ীর নলি কাটা দেহ উদ্ধার হল তাঁর নিজের কারখানার ভিতর থেকেই ৷ শুক্রবার মধ্যরাতে পুলিশ তাঁর দেহ উদ্ধার করে ৷ বেহালার পর্ণশ্রীর জোড়া খুনের ঘটনার পর ফের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷

হরিদেবপুরে ব্যবসায়ী খুন
হরিদেবপুরে ব্যবসায়ী খুন
author img

By

Published : Sep 11, 2021, 10:33 AM IST

কলকাতা, 11 সেপ্টেম্বর : বেহালার জোড়া খুনের রহস্যের এখনও কোনও সমাধান সূত্র বের হয়নি ৷ তার মধ্যেই শহরে ফের ঘটল খুনের ঘটনা । ঘটনাস্থল বেহালার হরিদেবপুর থানা এলাকা । শুক্রবার রাতে রামনগরের লেদ কারখানায় মালিকের নলি কাটা দেহ উদ্ধার করল পুলিশ । মৃতের নাম তপন দে (55) । সপ্তাহখানেক আগে পর্ণশ্রীর জোড়া খুনের ঘটনার পর স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷

শুক্রবার রাত সাড়ে বারোটা নাগাদ ব্যবসায়ী তপন দে-র দেহ উদ্ধার হয় তাঁর কারখানা থেকেই ৷ পুলিশ সূত্রের খবর, প্রতিদিন সন্ধ্যায় কারখানা বন্ধ করে বাড়ি চলে যেতেন তপন ৷ কিন্তু গতকাল রাত এগারোটা বেজে গেলেও তিনি বাড়ি ফেরেননি ৷ এরপরই তাঁর বাড়ির লোকজন পুলিশে খবর দেন । তাঁকে খুঁজতে প্রথমে তাঁর কারখানাতেই যায় পুলিশ ৷ সেখানেই তপনের দেহ উদ্ধার করে পুলিশ ৷

পুলিশ জানায়, দেহে আঘাতের কোনও চিহ্ন মেলেনি ৷ কিন্তু ঘটনাস্থল থেকে বেশ কিছু সাদা পাউডার এবং তিনটি ফাঁকা বোতল উদ্ধার হয়েছে ৷ সেগুলি আদতে কী তা জানার চেষ্টা করছে পুলিশ । খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা । বেশ কিছু নমুনা তাঁরা সংগ্রহ করেন । তপনের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলছে পুলিশ । প্রশ্ন উঠেছে, কেন তিনি রাত অবধি কারখানায় থেকে গেলেন ? কেউ কি তাঁকে ডেকে এনেছিল ? এরকম একাধিক প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে লালবাজার । দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

আরও পড়ুন : Shot dead : বরাকরে খুন যুবক, নেপথ্যে মাদক চক্র ?

কলকাতা, 11 সেপ্টেম্বর : বেহালার জোড়া খুনের রহস্যের এখনও কোনও সমাধান সূত্র বের হয়নি ৷ তার মধ্যেই শহরে ফের ঘটল খুনের ঘটনা । ঘটনাস্থল বেহালার হরিদেবপুর থানা এলাকা । শুক্রবার রাতে রামনগরের লেদ কারখানায় মালিকের নলি কাটা দেহ উদ্ধার করল পুলিশ । মৃতের নাম তপন দে (55) । সপ্তাহখানেক আগে পর্ণশ্রীর জোড়া খুনের ঘটনার পর স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷

শুক্রবার রাত সাড়ে বারোটা নাগাদ ব্যবসায়ী তপন দে-র দেহ উদ্ধার হয় তাঁর কারখানা থেকেই ৷ পুলিশ সূত্রের খবর, প্রতিদিন সন্ধ্যায় কারখানা বন্ধ করে বাড়ি চলে যেতেন তপন ৷ কিন্তু গতকাল রাত এগারোটা বেজে গেলেও তিনি বাড়ি ফেরেননি ৷ এরপরই তাঁর বাড়ির লোকজন পুলিশে খবর দেন । তাঁকে খুঁজতে প্রথমে তাঁর কারখানাতেই যায় পুলিশ ৷ সেখানেই তপনের দেহ উদ্ধার করে পুলিশ ৷

পুলিশ জানায়, দেহে আঘাতের কোনও চিহ্ন মেলেনি ৷ কিন্তু ঘটনাস্থল থেকে বেশ কিছু সাদা পাউডার এবং তিনটি ফাঁকা বোতল উদ্ধার হয়েছে ৷ সেগুলি আদতে কী তা জানার চেষ্টা করছে পুলিশ । খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা । বেশ কিছু নমুনা তাঁরা সংগ্রহ করেন । তপনের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলছে পুলিশ । প্রশ্ন উঠেছে, কেন তিনি রাত অবধি কারখানায় থেকে গেলেন ? কেউ কি তাঁকে ডেকে এনেছিল ? এরকম একাধিক প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে লালবাজার । দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

আরও পড়ুন : Shot dead : বরাকরে খুন যুবক, নেপথ্যে মাদক চক্র ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.