কলকাতা, 15 ফেব্রুয়ারি : শম্ভুনাথ পণ্ডিত রোডের গেস্টহাউস থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ীর রক্তাক্ত দেহ । মৃতের নাম এস এল ব্যাদ । 20 নম্বর লি রোডের বাসিন্দা ওই স্বর্ণ ব্যবসায়ী বেশ কিছু দিন ধরেই নিখোঁজ ছিলেন । পরিবার সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগেই বেশ কয়েকজন ফোন করে 1 কোটি টাকা মুক্তিপণ দাবি করেন ৷ মুক্তিপণ দিলে তবেই ওই ব্যবসায়ীকে ছাড়া হবে বলে জানানো হয়েছিল (Businessman Dead Body Found from Guest House) ।
গতকাল রাত প্রায় দেড়টা নাগাদ তাঁর দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায় । পুলিশের অনুমান, ব্যবসায়ীকে অপহরণ করে ওই গেস্টহাউসে আনা হয় ৷ এরপর তাঁকে পরিকল্পনামাফিক খুন করে গেস্টহাউস ছাড়ে আততায়ীরা । গতকাল রাতে দেহ উদ্ধারের পরেই ঘটনাস্থলে আসে ভবানীপুর থানার পুলিশ এবং কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের আধিকারিকরা ।
দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হবেন গোয়েন্দারা । প্রাথমিকভাবে হোমিসাইডের আধিকারিকদের অনুমান, গলা টিপে তাঁকে হত্যা করা হয়েছে । পাশাপাশি ওই স্বর্ণ ব্যবসায়ীর মাথায় আঘাত রয়েছে বলেও জানা গিয়েছে ।
আরও পড়ুুন : তেলেঙ্গাবাগান পুজো মণ্ডপের পিছন থেকে যুবকের দেহ উদ্ধার
তদন্তে নেমে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ইতিমধ্যেই গেস্টহাউসের মালিক এবং অন্যান্য কর্মীদের সঙ্গে কথা বলেছেন । হোটেলের রেজিস্ট্রার দেখে পুলিশ জানতে পেরেছে, ওই স্বর্ণ ব্যবসায়ীকে নিজের কাকা পরিচয় দিয়ে গেস্টহাউসে এনেছিলেন এক ব্যক্তি । কিন্তু গতকাল রাত্রিবেলা চেক আউট না করেই বেরিয়ে যান তিনি । রাতে সন্দেহ হওয়ায় হোটেল কর্মীরা বারবার ঘরের দরজা ধাক্কা দিলেও ভিতর থেকে কোনও সাড়া পাননি ৷ পরে পুলিশ এসে দরজা ভেঙে দেহ উদ্ধার করে । সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত ব্যক্তির খোঁজ চালাচ্ছে পুলিশ ৷