কলকাতা, 16 ডিসেম্বর: প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে । বাড়িতেই এখন তাঁর চিকিৎসা চলছে । সিওপিডি(ক্রনিক আবস্ট্রাকটিভ পালমোনারি ডিজ়িজ়)-এর সমস্যায় তিনি আক্রান্ত। বাড়িতে মাঝেমধ্যেই তাঁকে বাইপ্যাপ সাপোর্টে রাখতে হচ্ছে ।
শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যাওয়ায় 9 ডিসেম্বর দুপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । তাঁর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মঙ্গলবার তাঁকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে ভরতি করার আগে বাড়িতেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিৎসা চলছিল। তখনও মাঝেমধ্যে তাঁকে নন-ইনভেসিভ ভেন্টিলেটর অর্থাৎ বাইপ্যাপ সাপোর্টে রাখতে হয়েছে ।
আরও পড়ুন : হাসপাতাল থেকে ছাড়া পেলেন বুদ্ধদেব ভট্টাচার্য
চিকিৎসকরা জানিয়েছেন, বাড়িতে চিকিৎসা চলছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। তাঁর শরীরের বিভিন্ন প্যারামিটার নিয়ন্ত্রণে রয়েছে। তবে, মাঝেমধ্যে তাঁকে নন-ইনভেসিভ ভেন্টিলেটর সাপোর্টে রাখতে হচ্ছে। বুধবার স্বাভাবিক খাবার খেয়েছেন তিনি । এদিকে হাসপাতাল থেকে বাড়িতে ফেরার আগে চিকিৎসকরা তাঁকে অনুরোধ করেন, তিনি যেন আর ধূমপান না করেন । যদিও এর আগেও তাঁকে ধূমপান না করার জন্য চিকিৎসকরা অনুরোধ জানিয়েছিলেন । তবে তার পরেও ধূমপান ছাড়তে পারেননি তিনি । অসুস্থতা বেড়ে যাওয়ায় গত বছরের সেপ্টেম্বরে আলিপুরের বেসরকারি ওই হাসপাতালে তাঁকে ভরতিও করা হয়েছিল ।
সূত্রের খবর, গতকাল হাসপাতাল থেকে বাড়িতে ফেরার পর এখনও পর্যন্ত ধূমপান করেননি তিনি । চিকিৎসকদের অনুরোধ তিনি রক্ষা করে চলেছেন ।