ETV Bharat / city

Sputnik V Vaccine : স্পুটনিক ভি'র পরও নেওয়া যাবে বুস্টার ডোজ ? - স্পুনিকের পর নেওয়া যাবে বুস্টার ডোজ

রাজ্যে করোনা সংক্রমণ ক্রমশই বৃদ্ধি পাচ্ছে ৷ ইতিমধ্যেই টিকা বাধ্যতামূলক করা হয়েছে ৷ করোনা টিকা নিলেও নাগরিকদের মধ্যে বুস্টার ডোজ নিতে অনীহা দেখা যাচ্ছে ৷ চিকিৎসকের কথায় করোনা টিকার মতো বুস্টার ডোজ নিতে হবে ৷ স্পুটনিক ভি নেওয়ার পরেও নেওয়া যাবে বুস্টার ডোজ (Sputnik V Vaccine)৷

Sputnik V Vaccine
স্পুনিকের পর নেওয়া যাবে বুস্টার ডোজ
author img

By

Published : Jun 20, 2022, 10:52 PM IST

Updated : Jun 21, 2022, 10:27 AM IST

কলকাতা, 20 জুন : রাজ্যে ক্রমশ ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ ৷ এই পরিস্থিতিতে সংক্রমণ কামাতে বাধ্যতামূলক টিকা ৷ তবে নাগরিকদের মধ্যে বুস্টার ডোজের প্রতি অনীহা দেখা যাচ্ছে ৷ কখনও বা রাজ্যবাসী বুস্টার ডোজ নিয়েও সংশয় প্রকাশ করছেন ৷ স্পুটনিক নেওয়ার পরেও কি বুস্টার ডোজ নেওয়া যাবে ? তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে ৷ চিকিৎসকদের কথায় স্পুটনিক নিলেও বুস্টার ডোজ নিতে কোনও বাধা নেই (Sputnik V Vaccine) ৷

কলকাতা পৌরসভার সূত্রে খবর, সংক্রমণের তালিকায় প্রথমেই রয়েছে কলকাতা । পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই বাধ্যতামূলক হোক বুস্টার ডোজ ৷ পৌরসভা প্রকাশিত পরিসংখ্যান অনুয়ায়ী 4 লাখ 3 হাজার 844 জন নাগরিক বুস্টার ডোজ নিয়েছেন। তার মধ্যে 60 বছর বয়সি বা তার ঊর্ধ্বে টিকা নিয়েছেন 2 লাখ 85 হাজার 94 জন। 53 হাজার 56 জন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা বুস্টার নিয়েছেন ৷ প্রথম সারির করোনা যোদ্ধাদের মধ্যে 65 হাজার 694 জন টিকা নিয়েছেন। তবে এই ভ্যাকসিন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই জানাচ্ছেন চিকিৎসকরা (Booster Dose Can be Taken After Sputnik)।

কিন্তু সেখানেও রয়েছে বেশ কিছু সমস্যা। চিকিৎসক অরিন্দম বিশ্বাসের কথায়, যেহেতু দাম দিয়ে কিনতে হচ্ছে এই ভ্যাকসিন ফলে অনেকেই বুস্টার ডোজ নিচ্ছেন না। কোভ্যাক্সিন ও কোভিশিল্ড যথেষ্ট ভূমিকা নিয়েছে। বুস্টার ডোজও কার্যকরী ভূমিকা নেবে। কিন্ত সেক্ষেত্রে প্রশাসনকে নিতে হবে কড়া পদক্ষেপ। পাশাপাশি যারা স্পুটনিক নিয়েছেন তাদের কি বুস্টার নেওয়া দরকার? সেই বিষয় স্পষ্ট করা উচিত আইসিএমআর-এর ।

আরও পড়ুন: স্পুটনিক টিকার শংসাপত্রও মিলছে কোউইনে, আদালতে জানাল কেন্দ্র

অন্যদিকে ক্রমেই ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। গতকাল রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল 362 জন। তবে কি এবার আসতে চলেছে করোনার চতুর্থ ঢেউ ? উঠেছে প্রশ্ন। এই বিষয়ে অবশ্য ভরসা দিচ্ছে চিকিৎসক মহল। চিকিৎসক প্রিয়ঙ্কর পালের কথা অনুযায়ী, "কেস আবার বাড়ছে। তবে এখনই চতুর্থ ঢেউ আসছে কি না, সেটা বলা যায় না। কোভিড চলে যাবে না। ফলে মানুষকে বুস্টার ডোজ নিতে হবে এবং সচেতন হতে হবে। মাস্ক পড়া দরকার।"

কলকাতা, 20 জুন : রাজ্যে ক্রমশ ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ ৷ এই পরিস্থিতিতে সংক্রমণ কামাতে বাধ্যতামূলক টিকা ৷ তবে নাগরিকদের মধ্যে বুস্টার ডোজের প্রতি অনীহা দেখা যাচ্ছে ৷ কখনও বা রাজ্যবাসী বুস্টার ডোজ নিয়েও সংশয় প্রকাশ করছেন ৷ স্পুটনিক নেওয়ার পরেও কি বুস্টার ডোজ নেওয়া যাবে ? তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে ৷ চিকিৎসকদের কথায় স্পুটনিক নিলেও বুস্টার ডোজ নিতে কোনও বাধা নেই (Sputnik V Vaccine) ৷

কলকাতা পৌরসভার সূত্রে খবর, সংক্রমণের তালিকায় প্রথমেই রয়েছে কলকাতা । পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই বাধ্যতামূলক হোক বুস্টার ডোজ ৷ পৌরসভা প্রকাশিত পরিসংখ্যান অনুয়ায়ী 4 লাখ 3 হাজার 844 জন নাগরিক বুস্টার ডোজ নিয়েছেন। তার মধ্যে 60 বছর বয়সি বা তার ঊর্ধ্বে টিকা নিয়েছেন 2 লাখ 85 হাজার 94 জন। 53 হাজার 56 জন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা বুস্টার নিয়েছেন ৷ প্রথম সারির করোনা যোদ্ধাদের মধ্যে 65 হাজার 694 জন টিকা নিয়েছেন। তবে এই ভ্যাকসিন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই জানাচ্ছেন চিকিৎসকরা (Booster Dose Can be Taken After Sputnik)।

কিন্তু সেখানেও রয়েছে বেশ কিছু সমস্যা। চিকিৎসক অরিন্দম বিশ্বাসের কথায়, যেহেতু দাম দিয়ে কিনতে হচ্ছে এই ভ্যাকসিন ফলে অনেকেই বুস্টার ডোজ নিচ্ছেন না। কোভ্যাক্সিন ও কোভিশিল্ড যথেষ্ট ভূমিকা নিয়েছে। বুস্টার ডোজও কার্যকরী ভূমিকা নেবে। কিন্ত সেক্ষেত্রে প্রশাসনকে নিতে হবে কড়া পদক্ষেপ। পাশাপাশি যারা স্পুটনিক নিয়েছেন তাদের কি বুস্টার নেওয়া দরকার? সেই বিষয় স্পষ্ট করা উচিত আইসিএমআর-এর ।

আরও পড়ুন: স্পুটনিক টিকার শংসাপত্রও মিলছে কোউইনে, আদালতে জানাল কেন্দ্র

অন্যদিকে ক্রমেই ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। গতকাল রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল 362 জন। তবে কি এবার আসতে চলেছে করোনার চতুর্থ ঢেউ ? উঠেছে প্রশ্ন। এই বিষয়ে অবশ্য ভরসা দিচ্ছে চিকিৎসক মহল। চিকিৎসক প্রিয়ঙ্কর পালের কথা অনুযায়ী, "কেস আবার বাড়ছে। তবে এখনই চতুর্থ ঢেউ আসছে কি না, সেটা বলা যায় না। কোভিড চলে যাবে না। ফলে মানুষকে বুস্টার ডোজ নিতে হবে এবং সচেতন হতে হবে। মাস্ক পড়া দরকার।"

Last Updated : Jun 21, 2022, 10:27 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.