ভাটপাড়া, 8 সেপ্টেম্বর : অর্জুন সিংয়ের (Arjun Singh) বাড়িতে বোমাবাজি ৷ বুধবার ভোর রাতে ব্যারাকপুরের বিজেপি সাংসদের বাড়িতে বোমাবাজির ঘটনাটি ঘটেছে ৷ অল্পের জন্য রক্ষা পান কর্তব্যরত সিআরপিএফ জওয়ানরা । অর্জুন সিং এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন । ইতিমধ্যে টুইট করে ঘটনার নিন্দা করেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) ৷
স্থানীয় বাসিন্দারা জানান, ভোররাতে পরপর তিনটি বিকট শব্দ হয় ৷ এলাকা ধোঁয়ায় ঢেকে যায় । পরপর তিনটি বোমা মারা হয়ে বলে তাঁদের ধারণা ৷ অভিযোগ, বাড়ির পাশ্ববর্তী লোহার গেটে বোমা মারে দুষ্কৃতীরা । ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ৷
বাড়িতে বোমা মারার ঘটনা নিয়ে অর্জুন সিং দিল্লি থেকে ফিরে জানান, যেরকম ভাবে দুয়ারে সরকার,দুয়ারে টাকা, দুয়ারে সমস্ত কিছু হচ্ছে, সেরকমই এখন দুয়ারে বোম ঘটনা চলছে । পুলিশকে জানিয়ে কোনও লাভ হয়নি । গতকাল রাজ্য বিজেপির তরফে ভবানীপুরের উপনির্বাচনে পর্যবেক্ষক নির্বাচিত হয়েছি । সেকারণেই বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনা ঘটিয়েছে । এর আগে আমার বাড়ির আশেপাশে বিভিন্ন জায়গায় বোমাবাজি হয়েছে ৷ এবারে আমার বাড়ির উপর বোমা মারা হয়েছে । যাদের দিয়ে এটা করা হয়েছে, তারা তৃণমূলের গুন্ডা । কতটা সাহস পেলে পুলিশের সামনে এরকম বোমাবাজি করতে পারে । আমি পুরো ঘটনা প্রধানমন্ত্রী,রাজ্যপাল এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি । স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা হয়েছে। এরপরে আত্মরক্ষা করা ছাড়া আর কিছু করার থাকবে না। বারবার পুলিশকে জানিয়েও কোনও লাভ হয় না । অভিযুক্তদের গ্রেফতার করে লঘু ধারায় মামলা করে জামিন পাইয়ে দেয় ।
ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজ্যপাল ৷ টুইটে তিনি লেখেন, পশ্চিমবঙ্গে সহিংস অত্যাচার কমার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না । সাংসদ অর্জুন সিংয়ের বাসভবনের বাইরে আজ সকালে বোমাবাজি করা হয়েছে ৷ রাজ্যে আইন-শৃঙ্খলার পরিস্থিতি উদ্বেগজনক । টুইটে রাজ্যপাল রাজ্য পুলিশকে দ্রুত পদক্ষেপ করার জন্যও বলেছেন ৷ সাংসদের নিরাপত্তার বিষয়টি নিয়ে আগেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন বলেও দাবি করেছেন ধনকড়।
আরও পড়ুন : আত্মরক্ষায় পাল্টা মারের পরামর্শ অর্জুন সিংয়ের