ETV Bharat / city

Arjun Singh : ভাটপাড়ায় অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজি, নিন্দা রাজ্যপালের - Jagdeep Dhankhar

বুধবার ভোররাতে ভাটপাড়ায় বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজি চালায় দুষ্কৃতীরা ৷ সাংসদ এখন দিল্লিতে রয়েছেন ৷ তাঁর বাড়িতে কর্তব্যরত সিআরপিএফ জওয়ানরা অল্পের জন্য রক্ষা পেয়েছেন ৷ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ৷ ইতিমধ্যেই ঘটনার নিন্দা করে টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) ৷

ভাটপাড়ায় অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজি
ভাটপাড়ায় অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজি
author img

By

Published : Sep 8, 2021, 9:19 AM IST

Updated : Sep 8, 2021, 8:56 PM IST

ভাটপাড়া, 8 সেপ্টেম্বর : অর্জুন সিংয়ের (Arjun Singh) বাড়িতে বোমাবাজি ৷ বুধবার ভোর রাতে ব্যারাকপুরের বিজেপি সাংসদের বাড়িতে বোমাবাজির ঘটনাটি ঘটেছে ৷ অল্পের জন্য রক্ষা পান কর্তব্যরত সিআরপিএফ জওয়ানরা । অর্জুন সিং এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন । ইতিমধ্যে টুইট করে ঘটনার নিন্দা করেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) ৷

স্থানীয় বাসিন্দারা জানান, ভোররাতে পরপর তিনটি বিকট শব্দ হয় ৷ এলাকা ধোঁয়ায় ঢেকে যায় । পরপর তিনটি বোমা মারা হয়ে বলে তাঁদের ধারণা ৷ অভিযোগ, বাড়ির পাশ্ববর্তী লোহার গেটে বোমা মারে দুষ্কৃতীরা । ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ৷

বুধবার ভোররাতে সাংসদের বাড়িতে বোমাবাজির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়

বাড়িতে বোমা মারার ঘটনা নিয়ে অর্জুন সিং দিল্লি থেকে ফিরে জানান, যেরকম ভাবে দুয়ারে সরকার,দুয়ারে টাকা, দুয়ারে সমস্ত কিছু হচ্ছে, সেরকমই এখন দুয়ারে বোম ঘটনা চলছে । পুলিশকে জানিয়ে কোনও লাভ হয়নি । গতকাল রাজ্য বিজেপির তরফে ভবানীপুরের উপনির্বাচনে পর্যবেক্ষক নির্বাচিত হয়েছি । সেকারণেই বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনা ঘটিয়েছে । এর আগে আমার বাড়ির আশেপাশে বিভিন্ন জায়গায় বোমাবাজি হয়েছে ৷ এবারে আমার বাড়ির উপর বোমা মারা হয়েছে । যাদের দিয়ে এটা করা হয়েছে, তারা তৃণমূলের গুন্ডা । কতটা সাহস পেলে পুলিশের সামনে এরকম বোমাবাজি করতে পারে । আমি পুরো ঘটনা প্রধানমন্ত্রী,রাজ্যপাল এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি । স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা হয়েছে। এরপরে আত্মরক্ষা করা ছাড়া আর কিছু করার থাকবে না। বারবার পুলিশকে জানিয়েও কোনও লাভ হয় না । অভিযুক্তদের গ্রেফতার করে লঘু ধারায় মামলা করে জামিন পাইয়ে দেয় ।

ভাটপাড়ায় অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজি
এই লোহার গেট লক্ষ্য করেই ছোড়া হয় বোমা

ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজ্যপাল ৷ টুইটে তিনি লেখেন, পশ্চিমবঙ্গে সহিংস অত্যাচার কমার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না । সাংসদ অর্জুন সিংয়ের বাসভবনের বাইরে আজ সকালে বোমাবাজি করা হয়েছে ৷ রাজ্যে আইন-শৃঙ্খলার পরিস্থিতি উদ্বেগজনক । টুইটে রাজ্যপাল রাজ্য পুলিশকে দ্রুত পদক্ষেপ করার জন্যও বলেছেন ৷ সাংসদের নিরাপত্তার বিষয়টি নিয়ে আগেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন বলেও দাবি করেছেন ধনকড়।

আরও পড়ুন : আত্মরক্ষায় পাল্টা মারের পরামর্শ অর্জুন সিংয়ের

ভাটপাড়া, 8 সেপ্টেম্বর : অর্জুন সিংয়ের (Arjun Singh) বাড়িতে বোমাবাজি ৷ বুধবার ভোর রাতে ব্যারাকপুরের বিজেপি সাংসদের বাড়িতে বোমাবাজির ঘটনাটি ঘটেছে ৷ অল্পের জন্য রক্ষা পান কর্তব্যরত সিআরপিএফ জওয়ানরা । অর্জুন সিং এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন । ইতিমধ্যে টুইট করে ঘটনার নিন্দা করেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) ৷

স্থানীয় বাসিন্দারা জানান, ভোররাতে পরপর তিনটি বিকট শব্দ হয় ৷ এলাকা ধোঁয়ায় ঢেকে যায় । পরপর তিনটি বোমা মারা হয়ে বলে তাঁদের ধারণা ৷ অভিযোগ, বাড়ির পাশ্ববর্তী লোহার গেটে বোমা মারে দুষ্কৃতীরা । ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ৷

বুধবার ভোররাতে সাংসদের বাড়িতে বোমাবাজির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়

বাড়িতে বোমা মারার ঘটনা নিয়ে অর্জুন সিং দিল্লি থেকে ফিরে জানান, যেরকম ভাবে দুয়ারে সরকার,দুয়ারে টাকা, দুয়ারে সমস্ত কিছু হচ্ছে, সেরকমই এখন দুয়ারে বোম ঘটনা চলছে । পুলিশকে জানিয়ে কোনও লাভ হয়নি । গতকাল রাজ্য বিজেপির তরফে ভবানীপুরের উপনির্বাচনে পর্যবেক্ষক নির্বাচিত হয়েছি । সেকারণেই বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনা ঘটিয়েছে । এর আগে আমার বাড়ির আশেপাশে বিভিন্ন জায়গায় বোমাবাজি হয়েছে ৷ এবারে আমার বাড়ির উপর বোমা মারা হয়েছে । যাদের দিয়ে এটা করা হয়েছে, তারা তৃণমূলের গুন্ডা । কতটা সাহস পেলে পুলিশের সামনে এরকম বোমাবাজি করতে পারে । আমি পুরো ঘটনা প্রধানমন্ত্রী,রাজ্যপাল এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি । স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা হয়েছে। এরপরে আত্মরক্ষা করা ছাড়া আর কিছু করার থাকবে না। বারবার পুলিশকে জানিয়েও কোনও লাভ হয় না । অভিযুক্তদের গ্রেফতার করে লঘু ধারায় মামলা করে জামিন পাইয়ে দেয় ।

ভাটপাড়ায় অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজি
এই লোহার গেট লক্ষ্য করেই ছোড়া হয় বোমা

ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজ্যপাল ৷ টুইটে তিনি লেখেন, পশ্চিমবঙ্গে সহিংস অত্যাচার কমার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না । সাংসদ অর্জুন সিংয়ের বাসভবনের বাইরে আজ সকালে বোমাবাজি করা হয়েছে ৷ রাজ্যে আইন-শৃঙ্খলার পরিস্থিতি উদ্বেগজনক । টুইটে রাজ্যপাল রাজ্য পুলিশকে দ্রুত পদক্ষেপ করার জন্যও বলেছেন ৷ সাংসদের নিরাপত্তার বিষয়টি নিয়ে আগেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন বলেও দাবি করেছেন ধনকড়।

আরও পড়ুন : আত্মরক্ষায় পাল্টা মারের পরামর্শ অর্জুন সিংয়ের

Last Updated : Sep 8, 2021, 8:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.