ETV Bharat / city

বাসন মাজতে গিয়ে কুয়োতে যুবক - Bansdroni

আর পাঁচটা দিনের মতোই আজও বাসন মাজছিলেন বাঁশদ্রোণীর বাপি ওরফে সম্রাট সরকার ৷ হঠাৎ একটা আওয়াজ ৷ তারপর থেকে আর খোঁজ পাওয়া যায়নি বাপির ৷ কুয়োর মধ্যে তাঁকে দেখা গেলে গভীর রাত পর্যন্ত উদ্ধার করা যায়নি ৷

Kolkata
প্রতীকি ছবি
author img

By

Published : Dec 28, 2019, 1:23 AM IST

Updated : Dec 28, 2019, 5:02 AM IST

কলকাতা, 27 ডিসেম্বর : বাড়ির পাশেই কুয়ো ৷ সেই কুয়োর ধারে বসে আর পাঁচটা দিনের মতোই বাসন মাজছিলেন বাপি সরকার ৷ হঠাৎ একটা আওয়াজ ৷ আওয়াজ শুনে বাইরে বেরিয়ে আসে আশপাশের বাড়ির লোকেরা ৷ কুয়োর ধারে তখন আর নেই বাপি ৷ আধ মাজা কয়েকটা বাসন পড়ে আছে কুয়োর ধারে ৷ নিমেষে সবার চোখ যায় কুয়োর দিকে ৷ কুয়োর জলে তখনও মৃদু আন্দোলন ৷ কিন্তু কোথাও কোনও চিহ্ন নেই বাপির ৷ পরে কুয়োর মধ্যে তাঁকে দেখা গেলেও গভীর রাত পর্যন্ত উদ্ধার করা যায়নি ৷

পরিবারের সঙ্গে বাঁশদ্রোণীর সোনালি পার্কে থাকেন বাপি ওরফে সম্রাট সরকার ৷ বয়স বছর তিরিশের আশপাশে ৷ চাকরি বাকরি সেভাবে কিছু পাননি মৃগীরোগে আক্রান্ত বাপি ৷ বাড়ির কাজকর্ম করেন ৷ আজও বাসন মাজতে গেছিলেন ৷ সেইসময়ই কুয়োয় পড়ে যান তিনি ৷ খবর পাঠানো হয় রিজেন্ট পার্ক থানায় । ঘটনাস্থানে আসে বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷ বাপির খোঁজে কুয়োতে ডুবুরি নামানো হয় ৷ কুয়োর জল ছেঁচে ফেলার চেষ্টা হয় ৷ কিন্তু, জল ছেঁচার পর ফের ভরে যাচ্ছে ৷ ফলে এখনও উদ্ধার করা যায়নি ৷

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বাসন মাজার সময়ে মৃগীতে আক্রান্ত হন বাপি ৷ আর সেই সময়েই কুয়োতে পড়ে যান ৷

কলকাতা, 27 ডিসেম্বর : বাড়ির পাশেই কুয়ো ৷ সেই কুয়োর ধারে বসে আর পাঁচটা দিনের মতোই বাসন মাজছিলেন বাপি সরকার ৷ হঠাৎ একটা আওয়াজ ৷ আওয়াজ শুনে বাইরে বেরিয়ে আসে আশপাশের বাড়ির লোকেরা ৷ কুয়োর ধারে তখন আর নেই বাপি ৷ আধ মাজা কয়েকটা বাসন পড়ে আছে কুয়োর ধারে ৷ নিমেষে সবার চোখ যায় কুয়োর দিকে ৷ কুয়োর জলে তখনও মৃদু আন্দোলন ৷ কিন্তু কোথাও কোনও চিহ্ন নেই বাপির ৷ পরে কুয়োর মধ্যে তাঁকে দেখা গেলেও গভীর রাত পর্যন্ত উদ্ধার করা যায়নি ৷

পরিবারের সঙ্গে বাঁশদ্রোণীর সোনালি পার্কে থাকেন বাপি ওরফে সম্রাট সরকার ৷ বয়স বছর তিরিশের আশপাশে ৷ চাকরি বাকরি সেভাবে কিছু পাননি মৃগীরোগে আক্রান্ত বাপি ৷ বাড়ির কাজকর্ম করেন ৷ আজও বাসন মাজতে গেছিলেন ৷ সেইসময়ই কুয়োয় পড়ে যান তিনি ৷ খবর পাঠানো হয় রিজেন্ট পার্ক থানায় । ঘটনাস্থানে আসে বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷ বাপির খোঁজে কুয়োতে ডুবুরি নামানো হয় ৷ কুয়োর জল ছেঁচে ফেলার চেষ্টা হয় ৷ কিন্তু, জল ছেঁচার পর ফের ভরে যাচ্ছে ৷ ফলে এখনও উদ্ধার করা যায়নি ৷

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বাসন মাজার সময়ে মৃগীতে আক্রান্ত হন বাপি ৷ আর সেই সময়েই কুয়োতে পড়ে যান ৷

Intro:কলকাতা, 27 ডিসেম্বর: বাসন মাজতে গিয়েছিলেন বাপি ওরফে সম্রাট সরকার। বাড়ির পাশে কুয়োর ধারে। হঠাৎই তিনি পড়ে যান কুয়োয়। সেই আওয়াজ পান প্রতিবেশীরা। খবর যায় রিজেন্ট পার্ক থানায়। ঘটনাস্থলে আসে পুলিশ। আসে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের সদস্যরা। প্রায় 4 ঘন্টা ধরে চেষ্টা করার পরেও এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি ওই যুবককে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে


Body:পুলিশ সূত্রে খবর, বাপির নামে ওই যুবকের বয়স বছর তিরিশ। এমনিতে কেমন হবে কোন চাকরি-বাকরি পাননি। পরিবারের সঙ্গেই থাকতেন বাশদ্রোনী সোনালি পার্কে। তার বাড়িতেই ছিল ওই কুয়ো। পরিবারের সদস্যরা জানিয়েছেন বাপির মৃগীরোগ আছে। পুলিশের সন্দেহ, বাসন মাজার সময় তিনি মৃগী রোগে আক্রান্ত হন। সেই কারণেই তিনি পড়ে যান কুয়োয়।



Conclusion:ওই যুবককে উদ্ধারের জন্য ইতিমধ্যেই নামানো হয়েছে ডুবুরি। তারাও প্রায় ঘন্টাখানেক ধরে চেষ্টা চালাচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত ওই যুবকের কোন খোঁজ মেলেনি।

Last Updated : Dec 28, 2019, 5:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.