ETV Bharat / city

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে তৎপরতা বিজেপিতে - বিজেপি

এ বার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী বাংলা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার দাবিতে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিচ্ছে বিজেপি ৷ এই নিয়ে রাজ্যজুড়ে স্বাক্ষর অভিযানও শুরু হচ্ছে ৷

BJP to send letter to Biman Banerjee demanding inclusion of Shyamaprasad Mukherjee's biography in curriculum
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে তত্পরতা বিজেপিতে
author img

By

Published : Jul 8, 2021, 2:22 PM IST

কলকাতা, 8 জুলাই : এ বার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী বাংলা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার দাবিতে রাজ্য বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিচ্ছে বিজেপি । শুধু তাই নয়, এই দাবিতে রাজ্যজুড়ে গণস্বাক্ষর অভিযানও শুরু করা হচ্ছে ।

ঐতিহাসিক সিঙ্গুর আন্দোলন করে 34 বছরের বাম সরকারকে ক্ষমতাচ্যুত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । সুপ্রিম কোর্টে সিঙ্গুর মামলায় বিপুল জয়ের পর, তাঁর নেতৃত্বাধীন তৃণমূলের সরকার সিঙ্গুর জমি আন্দোলনকে পাঠ্যসূচির অন্তর্গত করেছে । সেই নজির টেনে এ বার বিজেপির দাবি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনীও পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করতে হবে ।

6 জুলাই ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস উপলক্ষে বিধানসভার ভিতরেও এ বার ধূমধাম করে তাঁর জন্মবার্ষিকী পালন করা হয় । বিজেপি সূত্রে খবর, সেখানে বিজেপির নব-নিযুক্ত বিধায়কদের নিয়ে শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ বৈঠক করেন । এই বৈঠকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মবলিদান নিয়ে আলোচনা হয় । সর্বসম্মতিতে পাঠ্যপুস্তকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনীকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব পেশ হয় ।

আরও পড়ুন: সকালে বান্ধবীর ফেসবুক শুভেচ্ছা, বেলায় বউয়ের নতুন শাড়ি, 57-র কাননালয়ে শুধুই ভালবাসা

বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এই বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে । তিনি প্রথমে বিধানসভার অধ্যক্ষকে চিঠি দেবেন । এর পর বিধানসভায় এই বিষয়ে আলোচনার জন্য অধ্যক্ষের কাছে সময় চাওয়া হবে ৷ রাজ্য সরকারের উপরে এই ইস্যুতে চাপ বাড়াতে আগামী দিনে রাজ্যজুড়ে জনমত তৈরি করা হবে বলে ঠিক হয় ।

সূত্রের খবর, ইতিমধ্যেই এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকে চিঠি দিয়েছেন । এ ছাড়া রাজ্যপাল জগদীপ ধনকড়কেও চিঠি দিয়েছে বিজেপি । রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে রাজ্যপাল যেন এই বিষয়ে রাজ্য সরকারের কাছে আবেদন করেন, সেই আর্জি জানিয়েছে বিজেপি ।

আরও পড়ুন: জন বারলার বাংলা ভাগের প্রস্তাবে সমর্থন আছে কি, মন্তব্য এড়ালেন নিশীথ

বঙ্গ বিজেপির পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানানো হয় । তাদের দাবি, শিয়ালদা স্টেশনের নাম বদলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে নামকরণ করতে হবে । তবে কেন্দ্রীয় সরকার কলকাতা বন্দরের নামকরণে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে সিলমোহর দেয় ।

আরও পড়ুন: শপথের দিনই নিশীথের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন পার্থপ্রতিমের

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "বিধানসভায় সব বিধায়ককে নিয়ে একটি বৈঠক করা হয় । সেই বৈঠকে দলের পক্ষ থেকে সর্বসম্মতিতে প্রস্তাব পাশ হয় । শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী লিপিবদ্ধ করতে বিধানসভার ভিতরে ও বাইরে গণস্বাক্ষর অভিযান শুরু হচ্ছে । এ ছাড়া এই ইস্যুতে বিধানসভায় আলোচনার প্রস্তাব জানাবেন দলের বিধায়করা ৷"

এই বিষয়ে আরএসএস-এর মুখপত্র স্বস্তিকা পত্রিকার প্রাক্তন সম্পাদক রন্তিদেব সেনগুপ্ত বলেন, "শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান কোনও দিনই ভোলার নয় । তাই পাঠ্যপুস্তকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী লিপিবদ্ধ করার দাবিতে রাজ্যজুড়ে স্বাক্ষর অভিযান কর্মসূচি শুরু হবে । এই বিষয়ে জনমত তৈরি করতে বিজেপি আন্দোলনে নামবে ৷"

কলকাতা, 8 জুলাই : এ বার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী বাংলা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার দাবিতে রাজ্য বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিচ্ছে বিজেপি । শুধু তাই নয়, এই দাবিতে রাজ্যজুড়ে গণস্বাক্ষর অভিযানও শুরু করা হচ্ছে ।

ঐতিহাসিক সিঙ্গুর আন্দোলন করে 34 বছরের বাম সরকারকে ক্ষমতাচ্যুত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । সুপ্রিম কোর্টে সিঙ্গুর মামলায় বিপুল জয়ের পর, তাঁর নেতৃত্বাধীন তৃণমূলের সরকার সিঙ্গুর জমি আন্দোলনকে পাঠ্যসূচির অন্তর্গত করেছে । সেই নজির টেনে এ বার বিজেপির দাবি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনীও পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করতে হবে ।

6 জুলাই ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস উপলক্ষে বিধানসভার ভিতরেও এ বার ধূমধাম করে তাঁর জন্মবার্ষিকী পালন করা হয় । বিজেপি সূত্রে খবর, সেখানে বিজেপির নব-নিযুক্ত বিধায়কদের নিয়ে শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ বৈঠক করেন । এই বৈঠকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মবলিদান নিয়ে আলোচনা হয় । সর্বসম্মতিতে পাঠ্যপুস্তকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনীকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব পেশ হয় ।

আরও পড়ুন: সকালে বান্ধবীর ফেসবুক শুভেচ্ছা, বেলায় বউয়ের নতুন শাড়ি, 57-র কাননালয়ে শুধুই ভালবাসা

বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এই বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে । তিনি প্রথমে বিধানসভার অধ্যক্ষকে চিঠি দেবেন । এর পর বিধানসভায় এই বিষয়ে আলোচনার জন্য অধ্যক্ষের কাছে সময় চাওয়া হবে ৷ রাজ্য সরকারের উপরে এই ইস্যুতে চাপ বাড়াতে আগামী দিনে রাজ্যজুড়ে জনমত তৈরি করা হবে বলে ঠিক হয় ।

সূত্রের খবর, ইতিমধ্যেই এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকে চিঠি দিয়েছেন । এ ছাড়া রাজ্যপাল জগদীপ ধনকড়কেও চিঠি দিয়েছে বিজেপি । রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে রাজ্যপাল যেন এই বিষয়ে রাজ্য সরকারের কাছে আবেদন করেন, সেই আর্জি জানিয়েছে বিজেপি ।

আরও পড়ুন: জন বারলার বাংলা ভাগের প্রস্তাবে সমর্থন আছে কি, মন্তব্য এড়ালেন নিশীথ

বঙ্গ বিজেপির পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানানো হয় । তাদের দাবি, শিয়ালদা স্টেশনের নাম বদলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে নামকরণ করতে হবে । তবে কেন্দ্রীয় সরকার কলকাতা বন্দরের নামকরণে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে সিলমোহর দেয় ।

আরও পড়ুন: শপথের দিনই নিশীথের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন পার্থপ্রতিমের

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "বিধানসভায় সব বিধায়ককে নিয়ে একটি বৈঠক করা হয় । সেই বৈঠকে দলের পক্ষ থেকে সর্বসম্মতিতে প্রস্তাব পাশ হয় । শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী লিপিবদ্ধ করতে বিধানসভার ভিতরে ও বাইরে গণস্বাক্ষর অভিযান শুরু হচ্ছে । এ ছাড়া এই ইস্যুতে বিধানসভায় আলোচনার প্রস্তাব জানাবেন দলের বিধায়করা ৷"

এই বিষয়ে আরএসএস-এর মুখপত্র স্বস্তিকা পত্রিকার প্রাক্তন সম্পাদক রন্তিদেব সেনগুপ্ত বলেন, "শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান কোনও দিনই ভোলার নয় । তাই পাঠ্যপুস্তকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী লিপিবদ্ধ করার দাবিতে রাজ্যজুড়ে স্বাক্ষর অভিযান কর্মসূচি শুরু হবে । এই বিষয়ে জনমত তৈরি করতে বিজেপি আন্দোলনে নামবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.