কলকাতা, 2 ডিসেম্বর : রাজ্যে পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সুপ্রিম কোর্টে যাচ্ছে বিজেপি (BJP demanding central force in WB Municipal Elections) ৷ দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (WB state BJP president Sukanta Majumdar) এদিন বলেন, "পুলিশের পক্ষে অবাধ-শান্তিপূর্ণ ভোট করা সম্ভব নয়, তাই আমরা কেন্দ্রীয় বাহিনী চেয়ে সুপ্রিম কোর্টের যাচ্ছি ।"
এদিন সুকান্ত বলেন, "যদি রাজ্যে সুষ্ঠভাবে ভোট করতে হয় তাহলে কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন । আমাদের এখানে যে পুলিশি ব্যবস্থা রয়েছে, সেই পুলিশি ব্যবস্থার পক্ষে এই ভোট করা সম্ভব নয় ।"
এদিন তিনি আরও বলেন, "আমরা রাজ্যপালের কাছে দাবি জানিয়েছিলাম । কেন্দ্রীয় বাহিনী দ্বারা কলকাতা পৌরনিগম নির্বাচন করতে হবে । এর পরবর্তী পর্যায়ে আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছি ।"
আরও পড়ুন : Suvendu Takes on Bengal SEC : রাজ্য নির্বাচন কমিশন তৃণমূলের শাখা সংগঠন, অভিযোগ শুভেন্দুর