ETV Bharat / city

KMC Election 2021 : পৌরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ বিজেপি - no central force for KMC Election 2021

হাইকোর্ট আপাতত আর্জি খারিজ করেছে (no central force for KMC Election 2021) ৷ তাই পৌরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে বিজেপি (BJP to move SC demanding central force in KMC Election) ৷ আগামিকালই জরুরি ভিত্তিতে শুনানির আবেদনও জানানো হবে বলে জানা গিয়েছে বিজেপির আইনজীবী সেল পক্ষ থেকে ৷

BJP demanding Central Force in KMC Election 2021
পৌরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ বিজেপি
author img

By

Published : Dec 17, 2021, 10:30 PM IST

কলকাতা, 17 ডিসেম্বর : পৌরভোটে কেন্দ্রীয় বাহিনী ইসুতে হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর ফের একবার সুপ্রিম কোর্টে যাচ্ছে বিজেপি (BJP to move SC demanding central force in KMC Election)। বিজেপির আইনজীবী সেল পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে । সুপ্রিম কোর্টে আগামিকালই জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানাতে চলেছে গেরুয়া শিবির ৷ আগামিকাল শনিবার হওয়ায় এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে । কারণ কলকাতা পৌরভোটের জন্য হাতে থাকবে মাত্র 24 ঘণ্টা । তাই জরুরি ভিত্তিতে আবেদনের সিদ্ধান্ত ৷

বিজেপির আইনজীবী সেলের সদস্য লোকনাথ চট্টোপাধ্যায় বলেন, "এই বিষয়ে আমরা ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছি । আমরা আগামিকালই জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানাচ্ছি । আশা করি মাহামান্য আদালত বিষয়টা জরুরি ভিত্তিতে আমাদের শুনবে ।’’

প্রসঙ্গত, শুক্রবারই কলকাতা হাইকোর্ট জানিয়েছে, কলকাতা পৌরভোটে হবে কেন্দ্রীয় বাহিনী ছাড়াই (no central force for KMC Election 2021) ৷ তবে এর পাশাপাশি রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশনকে বাস্তব পরিস্থিতি ভালভাবে খতিয়ে দেখার নির্দেশও দেওয়া হয়েছে ৷ তবে রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশন প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে পারে । এব্যাপারে বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখে তাদেরই সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ । তারপরই বিজেপি সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷

আরও পড়ুন : KMC Election 2021 : কেন্দ্রীয় বাহিনী ছাড়াই কলকাতায় পৌরভোট, রায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চের

কলকাতা, 17 ডিসেম্বর : পৌরভোটে কেন্দ্রীয় বাহিনী ইসুতে হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর ফের একবার সুপ্রিম কোর্টে যাচ্ছে বিজেপি (BJP to move SC demanding central force in KMC Election)। বিজেপির আইনজীবী সেল পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে । সুপ্রিম কোর্টে আগামিকালই জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানাতে চলেছে গেরুয়া শিবির ৷ আগামিকাল শনিবার হওয়ায় এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে । কারণ কলকাতা পৌরভোটের জন্য হাতে থাকবে মাত্র 24 ঘণ্টা । তাই জরুরি ভিত্তিতে আবেদনের সিদ্ধান্ত ৷

বিজেপির আইনজীবী সেলের সদস্য লোকনাথ চট্টোপাধ্যায় বলেন, "এই বিষয়ে আমরা ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছি । আমরা আগামিকালই জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানাচ্ছি । আশা করি মাহামান্য আদালত বিষয়টা জরুরি ভিত্তিতে আমাদের শুনবে ।’’

প্রসঙ্গত, শুক্রবারই কলকাতা হাইকোর্ট জানিয়েছে, কলকাতা পৌরভোটে হবে কেন্দ্রীয় বাহিনী ছাড়াই (no central force for KMC Election 2021) ৷ তবে এর পাশাপাশি রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশনকে বাস্তব পরিস্থিতি ভালভাবে খতিয়ে দেখার নির্দেশও দেওয়া হয়েছে ৷ তবে রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশন প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে পারে । এব্যাপারে বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখে তাদেরই সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ । তারপরই বিজেপি সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷

আরও পড়ুন : KMC Election 2021 : কেন্দ্রীয় বাহিনী ছাড়াই কলকাতায় পৌরভোট, রায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চের

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.