কলকাতা, 23 মার্চ : তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Chairperson Mamata Banerjee) ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (TMC National Secretary Abhishek Banerjee) উপস্থিতিতে মুকুল রায় তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন (Mukul Roy Rejoins TMC) । তার একাধিক প্রামাণ্য নথি আদালতে তুলে ধরলেন বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের আইনজীবীরা (BJP submits Evidence to Calcutta High Court on Mukul Roy TMC Rejoining Issue) ৷ মুকুল রায় আদালতে হলফনামা দিয়ে জানিয়েছেন যে তিনি বিজেপিতেই আছেন ৷ কিন্তু ওই বিজেপি বিধায়কের তরফে সওয়ালকারী আইনজীবী এস বৈদ্যনাথন ও বিল্বদল ভট্টাচার্য আদালতে দাবি করেছেন, হলফনামা দিয়ে যে বক্তব্য জানিয়েছেন মুকুল রায়, তা সম্পূর্ণ মিথ্যা ৷
ওই আইনজীবীরা আদালতে জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিততে মুকুল রায় ও তাঁর পুত্র শুভ্রাংশু রায় তৃণমূল কংগ্রেসে যোগাদান করেছিলেন । মুকুল রায় যে টুইটার হ্যান্ডেল ব্যবহার করতেন, সেখানেও প্রমাণ রয়েছে । এবং তাঁকে তৃণমূল পরিবারে তাঁকে স্বাগত জানানো হয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সদস্য হিসাবে, সেটাও মুকুল রায়ের টুইটারে রয়েছে ।
অন্যদিকে মুকুল রায়ের তরফে আইনজীবী কিশোর দত্ত বলেন, "এই মামলা জনস্বার্থ মামলা হিসাবে বিবেচিত হতে পারে না । অম্বিকা রায় একজন বিজেপির বিধায়ক । তিনি বিধানসভার অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করেছিলেন, সেখানে অধ্যক্ষ তাঁকে একটা নির্দেশ দিয়েছেন । এই বিষয়ে যদি কোনও আপত্তি থাকে, সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার । কোনও ভাবেই জনস্বার্থ হতে পারে না । প্রথমে তাঁর সিঙ্গেল বেঞ্চে মামলা করা উচিত ছিল । সিঙ্গেল বেঞ্চ মামলা শোনার পর যদি মনে করে এতে কোনও জনস্বার্থ জড়িত রয়েছে, তাহলে ডিভিশন বেঞ্চে মামলা পাঠাতে পারে ।’’
অন্যদিকে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের (West Bengal Assembly Speaker Biman Banerjee) তরফ থেকে আদালতে হলফনামা দিয়ে জানানো হয়েছে এটা বিধানসভার বিষয়, অধ্যক্ষের সিদ্ধান্তকেই মান্যতা দিয়ে আদালত এই মামলা খারিজ করুক । আগামী সপ্তাহে ফের শুনানি ।
প্রসঙ্গত, মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় তাঁর বিধায়ক পদ খারিজের দাবি তোলে বিজেপি (Mukul Roy Anti Defection Case) ৷ অভিযোগ করা হয় বিধানসভার অধ্যক্ষের কাছে ৷ এই নিয়ে আদালতেও টানাপোড়েন চলেছে গত কয়েকমাস ধরে ৷ গত ফেব্রুয়ারিতে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান যে মুকুল রায় এখনও বিজেপি বিধায়ক ৷ তার পর এই নিয়ে ফের মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ৷
আরও পড়ুন : Speaker on Mukul roy : খারিজ হচ্ছে না বিধায়ক পদ, বিজেপিতেই মুকুল; রায় স্পিকারের